আমার প্রথম প্রেমের কবিতা।
লিখেছেন লিখেছেন এম এইচ সুমন পাটোয়ারী ২১ মার্চ, ২০১৩, ০৮:১২:২৩ রাত
যখন........
তোমার সাথে হয় প্রথম দেখা
চোখে চোখে পড়ে ঠোঁটে ঠোঁটে হাসা।
![]()
এরপর........
ভাবতে থাকি শুধু তোমারি কথা
স্বয়নে স্বপনে ভেসে ওঠে তোমার মায়াবী মুখ খানা।
:D/
অবশেষে........
লিখতে বসলাম আমি একটি কবিতা
এটিই ছিল আমার জীবনের প্রথম প্রেমের পাতা।
![]()
এবং...............
জানিয়ে দিলাম তোমায় আমার মনের চাওয়া
তোমায় পেলে এটিই হবে আমার জীবনের চরম পাওয়া।
![]()
পরিশেষে...........
জানতে চাই তোমার মনের আশা
আমায় তুমি ধন্য করবে দিয়ে তোমার ভালবাসা।
উৎসর্গ
আমার প্রথম প্রেম
মোসাম্মদ সাহনাজ আক্তার শিউলির জন্য।
বিষয়: বিবিধ
৩৩৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন