এ দেশ তবে কার?

লিখেছেন লিখেছেন এম এইচ সুমন পাটোয়ারী ১৩ মার্চ, ২০১৩, ১১:২৭:০৮ সকাল



আজ নিজেকে খুব দূর্ভাগা মনে হচ্ছে। কোন দেশে মহান আল্লাহ আমাদেরকে প্রেরণ করলেন, যে দেশে একটু সুখের ছোঁয়ার জন্য জীবন দিয়েছিল হাজারো মুক্তিযোদ্ধা। তখন সবারই একটা প্রত্যাশা ছিল জীবন বাজি রেখে আনাবো আমাদের স্বাধীনতা।মহানমুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সবাই। ধনী- দরিদ্র সবাই ছিল এককাতারে। ভূলে গিয়েছিল কে ধনবান আর কে হতভাগ্যবান। বিজয় এনেছেও। কিন্তু সেই বিজয়টা কার জন্য তা আজো কারো বোধগম্য নয়। আজ প্রাণ খুলে না পারছি গাইতে না পারছি হাসতে! তবে এ দেশ কার? যে দেশে স্বাধীন হয়েও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ? এ যেন আপনগৃহে পরবাস। না আছে বাক স্বাধীনতা, না আছে কোন কিছু করার স্বাধীনতা। তারপরে ও কি বলবো আমরা স্বাধীন জাতি? স্বাধীন মানে মুক্ত, অবাদ, কারো অধীনে নয়্। তাহলে কি এটা বুঝে নেওয়া উচিত যে, স্বাধীনতার যে অর্থ এতদিন আমরা জেনেছি তা কতটা যুক্তিযুক্ত? আজ আমাদের বুঝাবড় দায়, স্বাধীনতার স্বপক্ষে কারা অবস্থান নিয়ছে, আর কারা এর বিরোধীতা করছে।

আজ আমাদের দেশকে মনে হয় মাছ বাজারের সেরে বিক্রি করা মাছ। এই দোকানি বলে আমার পুকুরে চাষ করা মাছ আমারটা ভালো আমারটা নিন, আরেক দোকানি বলে আমারটা টাটকা, এই মাত্র ধরে এনেছি, আমারটা নিন্। এখন যে কোন ক্রেতাকেই পড়তে হবে বিপাকে, কারন ক্রেতাতো দেখে নাই কে কখন মাছ ধরেছে, হয়তো একটু অনুমানের উপর ভিত্তি করে আন্দাজ করতে পারেবে মাছটা টাটকা কিনা। এই হল আমাদের দেশের হালচাল। জনগণ যে দিকেই যাক না কেন, বাংলা আমার চাই-ই চাই। এদেশের জন্য কারা জীবন বাজি রেখেছে আর কারা এদেশের নিরীহ মানুষের জীবন নিয়েছে, সেটা সত্যিকারের ফলাফল কারো কি জানা নেই? নাকি জেনেও না জানার ভান করে চুপ হয়ে আছে স্বার্থ উদ্ধার করার জন্য? কে জানে হয়তবা সেটাও হতে পারে। আমি ভালো কোন লেখক নই, তারপরেও একটু আধটু লিখলাম। ছন্দ অথবা বাক্যের মিল নাও হতে পারে, তার জন্য পাঠকের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত।

বিষয়: বিবিধ

১২৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File