পথের শিশু - এম.এইচ. সুমন পাটোয়ারী
লিখেছেন লিখেছেন এম এইচ সুমন পাটোয়ারী ২২ মার্চ, ২০১৩, ০৪:৪৪:২৭ বিকাল
উঁচু উঁচু দালান সারি সারি ঘর
কারো ঘরে আবার খোদাই করা পাথর।
আছে সুখ-নেই দুঃখ তাদের অট্টালিকায়
আমরা মাটিতে তারা পালঙ্কে ঘুমায়।
ঘর জুডে আসবাব আর ব্যাংকে আছে টাকা
দু-মুঠো খেতে পারিনা, পকেট যে ফাঁকা।
চড়ে বেড়ায় এদিক-ওদিক নিয়ে তাদের গাড়ি
পায়ে হেঁটে আমরা দিই নানান জায়গা পাড়ি।
কাঁশি হলে আনে এম.বি.বি.এস ডাক্তার, আর জ্বর হলে নেয় সিঙ্গাপুর
মরণব্যধিতে ঢুকরে মরি, শুয়ে মাটির উপর।
সকালে এক, দুপুরে আরেক, রাতে অন্য খাবার
ক্ষুধা মেটাতে কুড়িয়ে খাই পঁচা জিনিস নর্দমার।
একটা, দুইটা, তিনটা জামায় হয়না তাদের সপ্তাহ পার
সারা বছরেও ভাগ্যে জোটেনা একটা নতুন জামার।
পেটের দায়ে ঘুরে বেড়াই সবার দ্বারে দ্বারে
কেউ তাড়ায়, আবার কেউবা ভীষণ মারে।
সারাদিন কাজ করেও পাইনা শ্রমের টাকা
হায় বিধাতা! মোদের কপাল কেন এত ফাঁকা।
ওদের আছে টাকা পয়সা, আছে তাদের সব
সারা জনম করে তারা মহা উৎসব।
শীতে পরে গরম জামা, গরম মোজা থাকে পায়ে
পাইনা পরতে গরম জামা, মোদের বস্তা থাকে গায়ে ।
বিলাস বহুল জীবন তাদের, সুখে তারা ভাসে
আমাদের দেখে মজা পেয়ে কতইনা তারা হাসে।
সারা জনম ভাগ্যে থাকেনা সুখের কোন কিছু
কারণ আমরা যে অভাগা পথের শিশু।
বিষয়: বিবিধ
১৭৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন