সালাম সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের।

লিখেছেন লিখেছেন এম এইচ সুমন পাটোয়ারী ২৬ মার্চ, ২০১৩, ০৫:১২:৪২ বিকাল



দীর্ঘদিনের অধীনতা এবং অনিশ্চয়তার ঘন অন্ধকারে ১৯৭১ সালের ২৬ মার্চে এই জনপদে জ্বলে উঠেছিল স্বাধীনতার ছোট্ট মাটির প্রদীপটি। ৯ মাসের জমাটবাঁধা অন্ধকারে এই প্রদীপটিই এই জনপদের কোটি কোটি মানুষের মনে জ্বালিয়ে রেখেছিল আশার ক্ষীণ আলো। ২৬ মার্চে জ্বালানো প্রদীপের ক্ষীণ আলো ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে দিবালোকের মতো উজ্জ্বল হয়ে ওঠে। ২৬ মার্চ থেকে সূচিত স্বাধীনতা সংগ্রামের ক্ষীণধারাটি ৯ মাসের মুক্তিযুদ্ধে জাতীয় জীবনের বিস্তীর্ণ উপত্যকার হাজারো প্রান্তে অসংখ্য রক্তস্রোতের সৃষ্টি করে, চূড়ান্ত পর্যায়ে তার সম্মিলিত প্রবাহ ১৬ ডিসেম্বরে সমাজ জীবনের দুকূল ছাপিয়ে যে মহাপ্লাবনের সৃষ্টি করে, তার ফলে জন্ম হয়।

...............................................(সূত্র : আমারদেশ।)

.......................................................................

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জানাই গভীর শ্রদ্ধা ও অভিনন্দন।

বিষয়: বিবিধ

১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File