প্রথম লিখা

লিখেছেন লিখেছেন উদাসী ফাহিম ২১ মার্চ, ২০১৩, ০৮:২৩:১১ রাত

এটা আমার এই ব্লগে প্রথম লেখা। আজি পুরো একসেস সুবিধা পেলাম। আমি রাজনৈতিক ব্লগ লিখব। আশা করি এই ব্লগে গালিগালাজ টা কম হবে। যুক্তি দিয়ে আলোচনা চলতে পারে। কিন্তু যারা গালি ছাড়া মুখ থেকে কথা বাহির হয়না তাদেরকে বলব আমার ব্লগ না পড়ার জন্য।আর কোন নেতাকে কুটুক্তি করে অশ্লীল আক্রমন করে আমার ব্লগে কমেন্টস না করলেই খুশি হব। এতে যারা কমেন্টস করবেন তাদের বংশ পরিচয় নিয়ে আমার সন্দেহ ও প্রশন দেখা দিবে। আমি চাইনা আমার প্রিয় ব্লগারদের সম্পর্কে খারাপ ধারনা তৈরী হউক

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File