মা আমার

লিখেছেন লিখেছেন আমি কবি ২১ মার্চ, ২০১৩, ০৮:১১:৩৬ রাত



মা আমার,

হয়নি দেখা তোমার সাথে বহুদিন

কিভাবে আজ কাটছে দেখ আমার দিন।

তোমার হাতের রান্না খাইনা কত দিন।

কাটছে তোমার আদর আর সোহাগ হীন।

মন ছুটে যায় তোমার কাছে অবিরাম।

সুখের জন্য ফেলছি পায়ে মাথার ঘাম।

সুখ নাই মা এই জীবনে তুমি ছাড়া।

হয়েছি আজ দেখ আমি শান্তি হারা।

কবে আবার আসবে তুমি আমার পাশ।

বন্ধ এবার হবে দেখ আমার শ্বাস।

তোমার ছেলের কষ্টে দেখ কাটছে দিন।

দিন কাটেনা রাত যাচ্ছে নিদ্রাহীন।

বিষয়: সাহিত্য

১৩৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File