যারা মরতে শিখেছে জয় তাদের হবেই
লিখেছেন লিখেছেন আমি কবি ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৫৫:৪৩ বিকাল
মারছো যারা গুলি করে আজকে জামাত শিবির
সৃষ্টি তোমরা করছ তাদের ইতিহাসের বীর।
একটি দুটি কয়টি মেরে হবে তোমরা শান্ত
দিনে দিনে বাড়ছে দেখ তাদের শেষ প্রান্ত।
মরছে যারা সত্যের পথে তাদের নেই ক্ষয়
দেখবে এবার তোমরা তবে হবে তাদের জয়।
জুলুম বাজের নির্যাতনে পায় না যারা মুক্তি
বুঝবে শেষে অত্যাচারের প্রতিরোধের শক্তি।
মরতে যারা শিখেছে আজ জয় তাদের হবেই।
মরতে মরতে শক্তি তাদের বৃদ্ধি এবার পাবেই।
পথ পাবে না পালানোর দাদার দেশে তখন
প্রতিরোধে আগুনে দেশ জ্বলবে যখন।
বিষয়: সাহিত্য
১২৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন