বৃষ্টি
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২০ জুলাই, ২০১৫, ০৭:৪২:০৯ সন্ধ্যা
এই মেঘলা আষাঢ়ে দিনের
প্রতিটি মুহূর্তই কেমন লাজুকী যেন গ্রাম্য শ্যামা মেয়ে
হৃদয়কে ব্যাকুল আকুল করে দেয়
তোমার স্পর্শ পেতে,
জানালার গ্লাস খুলে তোমাকে দেখি,
একি বৃষ্টির রিমঝিম শব্দ নাকি নুপুরের রিনিঝিনি ঝঙ্কার?
মুগ্ধতার অতলে নিজেকে হারায়
আমি সুখের আবহে বিভোল হয়ে
জানালায় হাত বের করে তোমাকে ছুঁয়ে দেয়
তোমার স্পর্শ অনুভব করি
আমার ভিতর বাহির সবখানে অজানা শিহরণ বয়ে যায়
আমি অপলক দৃষ্টিতে তোমাকে দেখি-
জানালার গ্লাসে বৃষ্টির ফোটা পড়ে যেমন এক রহস্য তৈরি হয়
তুমি অনেকটাই তেমন বৃষ্টি...
২৫.০৬.২০১
বিষয়: সাহিত্য
১২০০ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ব্যাচলরে আমরা খিচুড়ি প্রায় খাই, অনেক ধন্যবাদ আপনাকে
ইচ্ছে করছিলো একটি গদ্য পড়ি!!!
কবিতাটি কি বৃষ্টির নাকি কোনো মেয়েকে উদ্দেশ্য করে?
"আমি সুখের আবহে বিভোল হয়ে
জানালায় হাত বের করে তোমাকে ছুঁয়ে দেয়
তোমার স্পর্শ অনুভব করি"
ভাই গভীর ধ্যানে মগ্ন ছিলেন মনে হয়, তা বৃষ্টি আপনাকে ছোয়ে গিয়েছিল তো ?
মন্তব্য করতে লগইন করুন