বৃষ্টি

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২০ জুলাই, ২০১৫, ০৭:৪২:০৯ সন্ধ্যা

এই মেঘলা আষাঢ়ে দিনের

প্রতিটি মুহূর্তই কেমন লাজুকী যেন গ্রাম্য শ্যামা মেয়ে

হৃদয়কে ব্যাকুল আকুল করে দেয়

তোমার স্পর্শ পেতে,

জানালার গ্লাস খুলে তোমাকে দেখি,

একি বৃষ্টির রিমঝিম শব্দ নাকি নুপুরের রিনিঝিনি ঝঙ্কার?

মুগ্ধতার অতলে নিজেকে হারায়

আমি সুখের আবহে বিভোল হয়ে

জানালায় হাত বের করে তোমাকে ছুঁয়ে দেয়

তোমার স্পর্শ অনুভব করি

আমার ভিতর বাহির সবখানে অজানা শিহরণ বয়ে যায়

আমি অপলক দৃষ্টিতে তোমাকে দেখি-

জানালার গ্লাসে বৃষ্টির ফোটা পড়ে যেমন এক রহস্য তৈরি হয়

তুমি অনেকটাই তেমন বৃষ্টি...

২৫.০৬.২০১

বিষয়: সাহিত্য

১২০০ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330851
২০ জুলাই ২০১৫ রাত ০৮:১৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগল..আশাকরি আরো লিখবেন, সাথে আছি। ধন্যবাদ।
২০ জুলাই ২০১৫ রাত ০৯:৫০
273082
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যGood Luck Good Luck Good Luck Good Luck Good Luck
330856
২০ জুলাই ২০১৫ রাত ০৮:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আহা!! বৃষ্টিতে আমার শুধু ভাল লাগে গরু দিয়া থিচুড়ি!
২০ জুলাই ২০১৫ রাত ০৯:৫৩
273083
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বৃষ্টিতে আমার বৃষ্টির সাথে প্রেম করতে ভালো লাগে, তার স্পর্শ পেতে ইচ্ছে করে যদি সব সময় ভিজতে পারি না।
তবে ব্যাচলরে আমরা খিচুড়ি প্রায় খাই, অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck Good Luck
330864
২০ জুলাই ২০১৫ রাত ০৮:৫৮
আফরা লিখেছেন : বৃষ্টি আমার মোটেও ভাল লাগে না ছোটদা ।
২০ জুলাই ২০১৫ রাত ১০:০০
273084
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কি বলেন! বৃষ্টিকে তো আমার ভীষণ ভালো লাগে। আই লাভ ইউ বৃষ্টি। বর্ষাকাল আমার এতো ভালো লাগে বুঝাতে পারবো না। একটু মন থেকে দেখলে সবার বৃষ্টিকে ভালো লাগবে
330883
২০ জুলাই ২০১৫ রাত ১১:৪৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : চমৎকার লিখাটির জন্য অনেক ধন্যবাদ।
২১ জুলাই ২০১৫ সকাল ১১:১৬
273135
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck Good Luck
330901
২১ জুলাই ২০১৫ রাত ০২:১৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মনে হচ্ছিল এটি একটি কবিতা!!!

ইচ্ছে করছিলো একটি গদ্য পড়ি!!!

কবিতাটি কি বৃষ্টির নাকি কোনো মেয়েকে উদ্দেশ্য করে?

২১ জুলাই ২০১৫ সকাল ১১:১৫
273133
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বৃষ্টি বর্ষার বর্ষণ অথবা একটি মেয়েও!
২১ জুলাই ২০১৫ সকাল ১১:৩১
273145
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আরে ভাই কোন একটা বলেন!!! অথবা কথা শুনতে বিরক্তিকর!!!
২১ জুলাই ২০১৫ সকাল ১১:৫২
273151
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এখানে উভয় বৃষ্টির কথাই বলা হয়েছে, একটু খেয়াল করলেই বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে।
২১ জুলাই ২০১৫ দুপুর ০১:০৩
273167
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চালিয়ে যান.... দেখলাম রেগে আগুন হন কিনা....! ধন্যবাদ।
330936
২১ জুলাই ২০১৫ সকাল ০৮:৫৫
হতভাগা লিখেছেন :
কি দারুন বর্ষাকাল !

ছাগলে চাটে বাঘের গাল
২১ জুলাই ২০১৫ সকাল ১১:১৭
273137
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বাহ দারুণ কবিতা তো! শুভ কামনা হতভাগা
331071
২২ জুলাই ২০১৫ সকাল ১১:৩০
পুস্পগন্ধা লিখেছেন :
"আমি সুখের আবহে বিভোল হয়ে

জানালায় হাত বের করে তোমাকে ছুঁয়ে দেয়

তোমার স্পর্শ অনুভব করি"

ভাই গভীর ধ্যানে মগ্ন ছিলেন মনে হয়, তা বৃষ্টি আপনাকে ছোয়ে গিয়েছিল তো ?

২৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪৫
274229
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বর্ষার বৃষ্টি ছুঁয়ে গিয়েছিল কিন্তু সেই বৃষ্টি আসেনি...
331408
২৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : বাহ! বর্ষাকাব্য ভালো হয়েছে।
২৭ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪৫
274230
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : অনেক দিন পরে। অনেক অনেক ধন্যবাদ আপনাকেGood Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File