শুধুই অপেক্ষা ......................

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ২৩ জুলাই, ২০১৫, ০৩:২৭:০৩ রাত

আমার একটি ছোট্ট হৃদয় আছে,

তাতে প্রবেশ পথ মাত্র একটি ।

আর কোনো ফাক-ফোকোর নেই,

নেই কোনো জানালাও । ।

অসীম ধারণ ক্ষমতা সে হৃদয়ে,

সীমাহীন প্রস্থ যেন উম্মুক্ত উঠান ।

অসংখ্য সূহৃদ সখ্যতা বহমান,

আজো নেই কোন আসন সংকট । ।

একটু হৃদ্যতা উম্মুক্ত করে দুয়ারটি ,

একটু আস্থা অমর করে বন্ধুত্ব ।

হৃদয় কপাট যার জন্য একবার খোলে

সেটা আর কখোনো বন্ধ হয় না । ।

যখন কেউ সে দুয়ারে পর্দা ঝুলায় ,

সে বাধা কজন ডিঙ্গাতে পারে ?

তবে দীর্ঘ প্রতিক্ষায় থাকে অনেকেই,

হৃদয় শুন্যতা পূরোণে শুধুই অপেক্ষা । ।

220715...

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331216
২৩ জুলাই ২০১৫ রাত ০৪:১১
সাইফুল ইসলাম গাজী লিখেছেন : ভালো লাগলো,
কফি করলাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File