At Wits' End At Wits' End এ কেমন সংস্কৃতি ? At Wits' End At Wits' End

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২০ জুলাই, ২০১৫, ০৭:৪৯:১৮ সন্ধ্যা

আমার নিজের লিখা সংস্কৃতি নিয়ে একটি ডায়েরি থেকে প্রথমেই শুরু করতেছি "সংস্কৃতির রূপ হলো শিল্প, সাহিত্য, পরিবেশ, আচার-আচরণ, চলন-ফিরন, খাওয়া-দাওয়া ইত্যাদি। সেই কারণে জীবনে চলার পথে একজন মানুষ তার জীবন কালের সময়কে যে প্রথায় পরিচালনা করে সেই প্রথাই হলো সেই মানুষের সংস্কৃতি। সমাজ বা দেশের সংস্কৃতি হলো সম্মিলিত। প্রত্যেক ব্যক্তি, গোষ্ঠী বা দেশের আলাদা সংস্কৃতি রয়েছে। আমার মাতৃভূমি বাংলাদেশেরও রয়েছে একটি বিশাল ভাণ্ডারের সংস্কৃতি। দেশে অবস্থানরত ৯০ ভাগ মুসলমানের রয়েছে সুন্দর সাবলীল এক সংস্কৃতি, রয়েছে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার আলাদা নিজ গর্বের সংস্কৃতি "। আমার ডায়েরিতে আমি বলেছি " সমাজ বা দেশের সংস্কৃতি হলো সম্মিলিত" জি আজ আমি এই বিষয়ে কিছু লিখতে বসেছি।

সমাজের সংস্কৃতি মানেই হচ্ছে ব্যক্তির সংস্কৃতির প্রতিফলন। সমাজের সংস্কৃতি কেমন সেটা নির্বর করবে সমাজের মানুষের মানসিকতার পরিধি বিবেচনা করে। বর্তমান সমাজের সংস্কৃতি কোন পর্যায়ে সেটা জানতে হলে প্রথমেই সমাজেরই অংশ নিজ পরিবারের ব্যক্তির উপর নজর দিলেই বের হয়ে আসবে। আপনার মা -বাবা , স্ত্রী সন্তান ,ভাই - বোন কি আচরণের উপর নিজের সংস্কৃতির চাকা চালাচ্ছে সেটা দেখে নিলেই সমাজের সংস্কৃতি পরিষ্কার হয়ে যাবে।

আপনি প্রবাসে কিংবা দেশে থেকে রক্তের বিনিময়ে টাকা উপার্জন করে পরিবারকে সুন্দর ভাবে চালাচ্ছেন। সেই পরিবার আপনাকে কি পরিমান মুল্য দিচ্ছে সেটার মধ্যেই পারিবারিক সংস্কৃতির পরিচয় ফুটে উঠবে। আর তা থেকে সমাজের সংস্কৃতির অবস্থান বুঝা যাবে। এক কথা বলা যায় সমাজের সংস্কৃতির মূল কেন্দ্র হচ্ছে সমাজের প্রতিটি পরিবার। পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে বর্তমান সমাজের কেন্দ্রে অনেক ক্ষীণত্ব। পরিবারের এক সদস্যের সাথে অন্য সদস্যের মনমালিন্য প্রমান করে বর্তমান সমাজের সংস্কৃতি কত নিচে। গোপনীয়তা সংস্কৃতিকে পঙ্গু করে দিচ্ছে। পারিবারিক সমস্যা সমাধান না করে গোপন রাখা হয় তখন সমস্যার গতি সাগরের গর্জনের মত ফুলে উঠে । আর ঠিক তখন নষ্ট হতে থাকে পারিবারিক সংস্কৃতি। সংস্কৃতির হিসেবে দেখে নিলে বুঝা যাবে আর্থিক বিষয়কে কেন্দ্র করে সংস্কৃতি অপহত হচ্ছে। বাবার সাথে সন্তানের , ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া শুরু হয় আর্থিক বিষয় নিয়ে। সেখান থেকেই সমাজের সংস্কৃতি আহত হচ্ছে। লজ্জার হলেও সত্য পরিবারের বিবেকহীন সন্তানের বিয়ের পর তার বিবেক আরো নষ্ট হয়। তখন সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সমাজের সংস্কৃতিকে অনেকটা নিজের করে নিতে চায়।দেখা যায় সংস্কৃতি নিজের করে নেওয়ার বেলায় সে অনেকটা সক্ষম হয়। আর বুঝায় যাচ্ছে তার সংস্কৃতি মানে নষ্ট সংস্কৃতি।

আমাদের চেষ্টা শুধু নয় প্রচেষ্টা থাকা চাই সুন্দর সংস্কৃতি সৃষ্টির জন্য। আর সে জন্য প্রথমেই প্রয়োজন পরিবারকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। প্রেম ভালোবাসার মাধ্যমে আন্তরিক হয়ে সকল সমস্যার সমাধান করা। নিজেকে কৌশলী হয়ে সমাজকে পরিবারের পক্ষ থেকে সুন্দর সংস্কৃতি উপহার দেওয়া।

বিষয়: বিবিধ

৯৩১ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330852
২০ জুলাই ২০১৫ রাত ০৮:২০
আবু জারীর লিখেছেন : খুব সুন্দর লিখেছেন।
ধন্যবাদ।
২০ জুলাই ২০১৫ রাত ১১:০৭
273090
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকেও অনেক ধন্যাবদ Good Luck Good Luck
330855
২০ জুলাই ২০১৫ রাত ০৮:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার লিখাটির জন্য অনেক ধন্যবাদ। আমারা এখন সংস্কৃতির আসল অর্থই ভুলে গেছি।
২০ জুলাই ২০১৫ রাত ১১:০৮
273092
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ প্রেরণা দেওয়ার জন্য।
330872
২০ জুলাই ২০১৫ রাত ১০:০৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সমাজ বিজ্ঞানী ম্যাকাইভার-ই মনে হয় বলেছিলেন- ‘আওয়ার কালচার ইজ দ্যাট হুয়াট উই আর’
আমরা যা তাই আমাদের সংস্কৃতি। সে হিসেবে বাংলাদেশের বর্তমান মুসলমান সমাজে প্রচলিত সংস্কৃতির দিকে তাকালে বলা যায়, আমাদের সংস্কৃতি দূষিত।
সম্মিলিতভাবে একটি সুন্দর সংস্কৃতি, সুশীল সভ্যতা গড়ে তোলার জন্য কাজ করা উচিত আমাদের। অনেক ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য
২০ জুলাই ২০১৫ রাত ১১:০৮
273093
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক গুরুত্বপূর্ণ কথা মন্তব্যে বলে ধন্যবাদ ছোট
330880
২০ জুলাই ২০১৫ রাত ১১:১২
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
২২ জুলাই ২০১৫ রাত ১১:০২
273421
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ,গুরুত্বসহকারে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।
330881
২০ জুলাই ২০১৫ রাত ১১:৪২
আবু তাহের মিয়াজী লিখেছেন : চমৎকার লিখাটির জন্য অনেক ধন্যবাদ।
২২ জুলাই ২০১৫ রাত ১১:০২
273422
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গুরুত্বসহকারে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।Good Luck
330899
২১ জুলাই ২০১৫ রাত ০২:১৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালো লাগলো, অল্প শব্দে অনেক বিষয় উপস্থিত হয়েছে। সংস্কৃতি আমাদেরকে তৈরী করে নিতে হবে.... আমরা বর্তমানে কিছু কুসংস্কৃতি লালন করে চলছি.... সচেতনতা সৃষ্টি করে আমাদের এগিয়ে যেতে হবে।
২২ জুলাই ২০১৫ রাত ১১:০২
273423
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মন্তব্যের সাথে একমত ,ধন্যবাদ Good Luck
২৩ জুলাই ২০১৫ রাত ১২:১৩
273426
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মনে হয় খুবই ব্যস্ত ছিলেন অনেক দেরী করে জবাব!!
২৩ জুলাই ২০১৫ রাত ০১:২৮
273437
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার কি মনে হয় ?
২৩ জুলাই ২০১৫ রাত ০১:৩৪
273438
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ফেসবুকের উপস্থিতি দেখে অনুমান করা মুশকিল!!!
২৩ জুলাই ২০১৫ রাত ০১:৩৬
273440
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি কমেন্ট করেছেন আমার সময় হলে আমি জবাব দেব। লেখা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করলে খুশি হব।
২৩ জুলাই ২০১৫ রাত ০১:৪৩
273442
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গায়ে পড়ে ঝগড়া করবেন নাকি? আমি কি ঝগড়ার কথা বলছি? এত অহংকার ভালো নয়।

জবাব না দিলেও আমার বলার কিছুই ছিলোনাহ্।

জবাব দিলেন জানতে চাইলাম ব্যস্ত ছিলেন নাকি!!!

আবেগ নিয়ন্ত্রণের পোস্ট দিলেন আর এখানে আবেগে নুইয়ে পড়তেছেন!!!

খুবই দুঃখ লাগলো।
২৪ জুলাই ২০১৫ রাত ০১:৫৯
273587
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আবেগী কমেন্ট জনাব আপনি করেছেন "কেন দেরী" আমি তো জবাব দিলাম আমার কথা জানালাম।
২৪ জুলাই ২০১৫ রাত ০২:৪৫
273593
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
330910
২১ জুলাই ২০১৫ রাত ০২:৩৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এখন তো চলছে নাস্তিক্যময় অপসংস্কৃতি..দেশি -বিদেশী হাজারো চ্যানেলের মাঝে সুস্থ বিনোদন সোনার হরিন। আমাদেরকে আরো কত ঝঞ্চাট মোকাবেলা করতে হবে আগামীতে। অনেক ধন্যবাদ।
২২ জুলাই ২০১৫ রাত ১১:০২
273424
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার মন্তব্যের সাথে একমত ,ধন্যবাদ
331057
২২ জুলাই ২০১৫ রাত ০৩:৫৭
কাহাফ লিখেছেন : সংস্কৃতি নিয়ে বোধগম্য সুন্দর উপস্হাপনায় অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাচ্ছি!
২২ জুলাই ২০১৫ রাত ১১:০৩
273425
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : গুরুত্বসহকারে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File