হেমন্ত আসে...
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৮ নভেম্বর, ২০১৪, ১১:৩৮:৫৩ সকাল
হিমহিম বাতাসে ভেসে
দূর হতে হেমন্ত আসে,
ওড়ুওড়ু মন ওড়ে যায়
অচেনা ফুলের সুভাসে।
পাখিরা গান গেয়ে যায়
হলুদিয়া ধরণী সাজে,
উৎসবে উৎরোল প্রাণ
নবান্ন- সূরবীণা বাজে।
ঘাসের ডগাতে শিশির
সকালের কিরণে নাচে,
দুপুরের ঝাপসা রোদও
সন্ধ্যায় গোধুলিমা আছে।
চারদিকে ধুম পড়ে যায়
পিঠাপুলি মনে সুখ আনে,
চাষীনীর মন নেচে ওঠে
সোনালি ধানের সু-বানে।
শরতের শুভ্রতা পেরিয়ে
বাংলাতে হেমন্ত আসে,
মন-প্রাণ নাড়া দিয়ে যায়
কার্তিক অগ্রাণ দু’মাসে।
২৩.১১.২০১৪
বিষয়: সাহিত্য
১১৪৮ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হিমহিম বাতাসে ভেসে
দূর হতে হেমন্ত আসে,
উড়ুউড়ু মন উড়ে যায়
অচেনা ফুলের সুবাসে।
পাখিরা গান গেয়ে যায়
হলুদিয়া ধরণী সাজে,
উৎসবে উৎরোল প্রাণ
নবান্ন- সুরবীণা বাজে।
ঘাসের ডগাতে শিশির
সকালের কিরণে নাচে,
দুপুরের ঝাপসা রোদও
সন্ধ্যায় গোধূলিমা আছে।
চারদিকে ধুম পড়ে যায়
পিঠাপুলি মনে সুখ আনে,
কৃষাণীর মন নেচে ওঠে
সোনালি ধানের সু-বানে।
শরতের শুভ্রতা পেরিয়ে
বাংলাতে হেমন্ত আসে,
মন-প্রাণ নাড়া দিয়ে যায়
কার্তিক অগ্রাণ দু’মাসে।
সোনালি ধানের সুঘ্রাণে। - হতে পারে।
তবে ভালো লাগল।
অনেক ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন