তিনিই তাই জাতির পিতা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৮ নভেম্বর, ২০১৪, ১১:৪৮:২৭ সকাল
আমার বন্ধু Kazi Mizanur Rahman অনেকদিন ধরে বলছিলো বাচ্চাদের জন্য নবীদের কাহিনী লিখতে। আমি কাহিনী লিখতে ভাল পারি না, তাই এরকম লিখলাম
প্রথম মানুষ প্রথম নবী
আদম সুরত আদম ছবি
বানাইলো আল্লায়
খেয়ালের খেলায়
দিয়ে দুনিয়াদারি সবি!
প্রথম নবী প্রথম মানুষ
এ তুলনায় সবি ফানুস
মাটির আদম
কি মনোরম!
জ্বীন-ফেরেশতা বেহুশ!
প্রথম মানুষ প্রথম পিতা
তার পাঁজরে হাওয়া মিতা
ফুঁকে রূহ ফুঁকে দম
সৃষ্টির সেরা আদম
তিনিই তাই জাতির পিতা!
বিষয়: সাহিত্য
৭৯৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Simply awesome , Sir .
মন্তব্য করতে লগইন করুন