প্রবাসীদের যন্ত্রনা।
লিখেছেন লিখেছেন sarkar ২৮ নভেম্বর, ২০১৪, ১১:৩৩:৩৮ সকাল
দেশ ছেড়ে ছিলাম ১৯৯৯ সালে।জীবিকার তাগিদে সিঙ্গাপুর পাড়ি দিয়েছিলাম সোনার হরিনের আশায়।আজ অবদি সেই সোনার হরিন রয়ে গেল অধরা।জীবন থেকে হারালাম জীবনের শ্রেস্ঠ সময় তারুন্য।আজ খোঁজে ফিরি প্রাপ্তির হিসাব।মিলেনা কিছুতেই।সেই হিসাব নিকাস বলা আমার উদ্দেশ্য নয়।আমি শুধু বলতে চাই আমরাও মানূষ।আমরাও দেশের নাগরিক।আমাদের যেমন দেশ প্রেম আছে দেশের সানুষ হিসেবে আমদের ও রাস্ট্রের কাছে দাবি আছে।সেই দাবি নিয়ে ও বলছিনা শুধু মানুষ হিসেবে বলছি বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ ইয়ারলাইন্স সহ আমাদের সাথে কুকুরের মত ব্যবহার করা হয়।সেত গেল দেশে যাওয়া আর ফেরার ঘটনা।যাওয়া আসার মধ্যে আরও অনেক হয়রানি আছে।যেমন লাগেজ মিসিং।মালামাল হারানো সহ কাস্টমস ক্লিয়ারেন্স।তার পর যখন বিদেশে এসে কোন সমস্যায় পরতে হয় তখন বাংলাদেশ এম্বাসির নেগলেন্সি।কোন সমস্যা নিয়ে গেলে এরা সেই আবার ও কুকুর বিড়ালের মত ব্যবহার করে।আমি জানিনা এদের কে এম্বাসিগুলিতে কাজ করার জন্য নিয়োগ দেয়া হয়েছে না কি আমাদের কে শোষন করার জন্য নিয়োগ দেয়া হয়েছে।গত ১৭/১১/২০১৪ তারিখে এম্বাসিতে গিয়েছিলাম পাসপোর্ট জনিত একটা সমস্যা নিয়ে কথা বলতে।গেটের কাছে যেতেই দেখা গেল কয়েকশ লোকের বিসাল নাইন।আমি ঢোকতে চাইলাম দাড়োঁয়ান এসে দেখতে চাইল আমার কিউ নাম্বার আছে কিনা।আমি বললাম নাই।তখন দাড়োঁয়ান আমাকে ঢোকার অনুমতি দেয়নি।নিরুপায় হয়ে লাইনে দাঁড়ানো লোকদের কাছে জানতে চাইলাম কিউ নাম্বার সংগ্রহ করলেন কোথা থেকে? তখন যা বলল তা শোনে আমি চমকে উঠি।কারণ কিউ নাম্বার সংগ্রহ করতে এদের কে আগের দিন রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।তারপর জানতে চাইলাম কে দেয় কিউ নাস্বার? তখন একটা লোককে দেখিয়ে দিয়ে বলল ঐ লোকটা।সবিনয়ে তির কাছে কিউ নাম্বার চাইতেই সে বলল আগের দিন এসে কিউ নাস্বার পায়নায় কেউ কেউ।আর আপনি এখন আসছেন? যান যান পরে আসেন।তারপর লাইনে দাঁড়ানো লোকদের হাতে দেখা গেল পাসপোর্টের আবেদন পত্র।যা এম্বাসি দেয়না।এটা সংগ্রহ করতে হয় সেরাংগন রোডের ঢাকা স্টোডিও থেকে।এর জন্য দিতে হয় ১০ ডলার।এখন দেশবাসীর কাছে আমার প্রশ্ন আমাদের নিয়তি কি শুধুই বন্চনার? বাবার চাষের জমি বিক্রি করে বিদেশ এসেও কি দোশের মানুষের অত্যাচার থেকে রহ্মা পাবনা? নাকি এসব দেখার কোন লোক সরকারের নাই? যদি তাই হয় ফরেন মিনিস্ট্রির কাজ কি? মাননীয় মন্ত্রী মহোদয়ের কি কোন দায়িত্ব নেই? কার কাছে বিচার চাইব আমরা?
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি লজ্জায় কাউকে কিছু বলি নাই। যারা নিছে তারা লজ্জা পায়নাই, কিন্তু আমি অনেক লজ্জা পাইছি !
মন্তব্য করতে লগইন করুন