পুলিশের ভূমিকা দাড়িয়েছে আজ অন্যায় দমন নয়, অন্যায় করা, অন্যায়ের পেছনে আছে কু'রাজনীতি প্রধানমন্ত্রী স্বরাষ্টমন্ত্রী'র ইশারা।
লিখেছেন লিখেছেন কথার_খই ০৩ এপ্রিল, ২০১৩, ০১:৫৫:২৫ রাত
পুলিশ মুখামুখী দাড়াবার
কথা চোর ড়াকাত,
পুলিশকে দাড় করানো হয়েছে সাধারন
মানুষের মুখামুখী,ঘনিয়েছে রাত।
ভিন্নমত দমন করতে নির্বিচারে
চলছে পুলিশের গুলি,
অন্যায়ের প্রতিবাদ মুখর মানুষ
হচ্ছে কুরাজনীতির বলি।
মানুষ খুন করে ভিন্নমত দমন
করতে হলে কেন গনতন্ত্রের নাম মুখে,
গনতন্ত্রের মুখোশ উম্মুক্ত আজ, মানুষ
প্রতিবাদের শ্লোগান লালন করে বুকে।
পুলিশের ভূমিকা দাড়িয়েছে আজ
অন্যায় দমন নয়, অন্যায় করা,
অন্যায়ের পেছনে আছে কুরাজনীতি
প্রধানমন্ত্রী স্বরাষ্টমন্ত্রী'র ইশারা।
পুলিশের ভূমিকা দাড়িয়েছে আজ
অন্যায় দমন নয়, অন্যায় করা,
অন্যায়ের পেছনে আছে কুরাজনীতি
প্রধানমন্ত্রী স্বরাষ্টমন্ত্রী'র ইশারা।
আইনের হাত গুলো যদি হয়
অন্যায়ের শিকলে বন্দী,
ন্যায় প্রত্যাশিরা কি করে করবে
অন্যায়ের সাথে সন্ধী?
বিষয়: বিবিধ
১২৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন