হাটতে পারবো কি ?ভেরি সরি! উই আর ব্যাক টু রাশিয়া'

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৩ এপ্রিল, ২০১৩, ০২:০৬:০৭ রাত

গত বুধবারে ঢাকায় আসার কথা ছিল রাশিয়ার কয়েকজন ক্রেতার। তারা বাংলাদেশের পোশাক কারখানা পরিদর্শন করবেন। নতুন নতুন অর্ডার দেবেন। বিক্রেতা তো মহাখুশি। কিন্তু বুধবার সারাদিনও সেই বিদেশি ক্রেতাদের সাক্ষাত্ পেলেন না বিক্রেতা। ভীষণ টেনশনে কাটে স্থানীয় উদ্যোক্তার। পরে একটি মেইল বার্তায় তিনি জানতে পারলেন ওই ক্রেতারা ঢাকা এসেছিলেন ঠিকই। কিন্তু বিমানবন্দর থেকেই স্বদেশে ফিরে গেছেন। বিক্রেতাকে পাঠানো ই-মেইলে লেখা হয়েছে 'ভেরি সরি! উই আর ব্যাক টু রাশিয়া।' ওই ক্রেতাদল জানিয়েছেন, এ দেশে কারখানা পরিদর্শন বা ব্যবসায় আর অগ্রসর হওয়ার আপাতত সুযোগ নেই।

রাজনৈতিক অস্থিরতায় , সরকারী ভাবে গণহত্যার নির্মমতায় আজ শেষ হচ্ছে দেশ -- শেখ হাসিনা দাদাদের খুশি আর ক্ষমতার জন্যে সোনার দেশ কে আজ লাশের উপত্যকা বানিয়েছেন -- ক্ষমা করবে না জাতি --

সেই সাথে মধ্য প্রাচ্য থেকে হাজার হাজার মানুষ খালি হাতে ফেরত আসতেছে , কে দেবে তাদের কর্ম সংস্থান ?

(যারা এই লিখাটির সত্যতা জানতে চান - যদি পারেন ইপিজেডের কারো কাছে জানতে পারবেন এই ঘটনা অথবা সূত্র - ইত্তেফাক ০১ এপ্রিল ২০১৩)

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File