আমি স্বাধীনতা বিরোধী এই সব স্বাধীনতার বিরোদ্ধে প্রতিবাদ করে যাব, বলে যাব কথা!! সাহস থাকল আমার বিরোদ্ধে বলুন.......
লিখেছেন লিখেছেন কথার_খই ২৬ মার্চ, ২০১৩, ০৪:১২:৩৪ রাত
সত্যের পক্ষে চলার জন্য সত্যের
কথা বলার জন্য নয় স্বাধীনতা,
পুলিশের গুলিতে খুন প্রতিবাদীর উপর
গণহত্যা করার নাম স্বাধীনতা!!!
ন্যায়ের জন্য কথা বলার
নাম নয় স্বাধীনতা,
অন্যায়ের বিরোদ্ধে যারা বলে তাদের
উপর মামালা হামলার নাম স্বাধীনতা।
কোটি কোটি টাকা দূরনীতি করার পরও
দেশ প্রেমিক উপাদি দেয়ার নাম স্বাধীনতা,
মুসলিম সরকার প্রধান থাকার পরও ব্লগার
চক্রে'র ইসলাম বিদ্ধেষীর নাম স্বাধীনতা!!!
সাদা বিড়াল কালো হবার পরও
....গুপ্তের মন্ত্রী থাকার স্বাধীনতা,
অজম দূর্নীতির বিরোদ্ধে অবস্তান নেয়ায়
''স্বাধীনতা নেই ''নেই তার জীবনের নিশ্চয়তা!!
গৃহপালিত ট্রাইবুনাল অন্যায় করলেও
তা বলার নাম নয় স্বাধীনতা,
গৃহে লিখিত বিচার ভ্রষ্ট রায়ের
বিরোদ্ধে প্রতিবাদ করলে পুলিশি গনহত্যা।
অন্যায় সয়ে ঘরে বসে থাকার
নাম আজ আসল স্বাধীনতা,
আমি স্বাধীনতা বিরোধী এই সব স্বাধীনতার বিরোদ্ধে
প্রতিবাদ করে যাব, বলে যাব কথা!!
হাজার হাজার কোটি টাকার শেয়ার
বাজার লুট করার নাম অবাদ স্বাধীনতা,
তদন্ত কমিটির রিপোর্ট মন্ত্রীর হাতে মন্ত্রী বলে
তারা মাফিয়া নাম বলার নেই স্বাধীনতা!!
সোনালি ব্যংককের এর অর্থ লুট
দলিয় দোসর দ্বারা, আহ!! কি স্বাধীনতা,
এই সব স্বাধীনতার বিরোদ্ধে আমার-
অবস্তান আমার বিরোধীতা!!!
দেশকে ভালোবাসার সৎ মানুষকে
ভালোবাসার চাই মুক্ত স্বাধীনতা,
স্বাধীনতা ভোগ করতে গিয়ে যেন
না হয় অন্যের ধনে অবাদ বিলাষিতা!!
ছবি গুলো
সংগ্রহ করা হয়েছে।
বিষয়: রাজনীতি
১৭৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন