একটি আন্দোলনের জন্ম এবং একটি সম্ভাবনার অকাল মিত্যু।--------(এক)

লিখেছেন লিখেছেন মোহাম্মাদ বিন কাশেম ২৬ মার্চ, ২০১৩, ০৪:১৪:১৮ রাত

আমি সব সময় আশাবাদী মানুষ।যখন থেকে আমার মাঝে দেশের জন্য ভালবাসা অনুভব করেছি তখন থেকে একটি সপ্ন লালন কোরে আসেছি,''একদিন এই দেশের তরুণরা একসাথে এই নষ্ট সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়াবে,ঝাকিদিয়ে উপড়ে পেলবে অনিয়ম গুলকে'' ( যা আজ নিয়ম হয়ে গিয়েছে এই সমাজে)।

আমি এই সপ্ন দেখতাম কারন আমি দেখেছি, এই দেশে সকল মানুষ জানে আমাদের কি সমস্যা এবং এর সমধান কি।আমন একজন মানুষ আমি দেখিনি যে এই 'কি' এবং 'কেনর' উত্তর জানেনা।পাইনি আমন একজন মানুষ যে চায় যেমন আছে তেমন চলুক।

এক সময় মানুষ আশা কোরতো সরকার পরিবর্তন করলে হয়ত সমাজ পরিবর্তন হবে।তাই চার চারবার সরকার পরিবর্তন কোরে আমরা দেখছি, যারা দায়িত্ত নিয়েছে অনিয়ম দূর করার তারাই জন্ম দিচ্ছে নতুন নতুন অনিয়মের। যে প্রতিষ্ঠান গুলো টাকার জোরে দায়িত্ত নিয়েছে অন্যায়ের প্রতিবাদ বা প্রকাশ করার, তারা বলছে শুধু ঐসব অনন্যের কথা যাথেকে তার ভাগটি সে পায়নি। সাধারন মানুষ তখন সশব্দে একটি নিশ্বাস ফেলে নিজেকে নিয়ে বেস্ত হয়ে পড়ে আর মনে মনে বলে রাজনীতি!! সেতো রাজাদেরনীতি আমাদের জন্যও সব সমান।আমাদের নিয়ে চিন্তা করার সময় কই?মানুষের মাঝে এই বিশ্বাস পাকা হয়ে গেছে এই দেশে তাদের জন্যও কোন অধিকার নেয়। এখন মানুষ আর কোন অধিকার চায়ওনা। শুধু আশা করে, সারাদিন যা উপার্জন করেছে তাযেন কেহু ছিনিয়ে না নেয়।কোন উপকারে বিশ্বাস করেনা, উপকার করতেগেলে অবিশ্বাসী চোখে প্রশ্ন করে,এই দুনিয়াই তুমি কোন বিশ্বাসী হে?

একটি সমাজে আইরকম সময় আসার পর আর টিকতে পারেনা। সে ধংস হয়ে যায় অথবা পরিবর্তন তাকে নতুন করে সাজায়। আর পরিবর্তন করতে পারে শুধু তরুণরা।

আমাদের এই মহাদেশে কোন পূর্বাবাস ছাড়া হটাত করে চারদিগে বিপ্লব সুরুহয়ে গেছে।সকলে এর নাম দিয়েছে আরব বসন্ত।আমাদের মানুষ বুঝে নাবুঝে বিপ্লবকারিদের সমর্থন দিয়েছে।প্রতিটি মানুষের মনে ছিলও, তারা যদি সফল হয়, হয়ত আমাদের দেশেও আমন একটি বিপ্লব হবে।একদিন আরব বসন্ত হোলও। সকল তরুন কান উচুকরে অপেক্ষায় ছিলও একটি ডাকের। যখন সকলে ডাকেরআশা ছেড়ে দিয়েছে ঠিক তখনি ডাক এলো সাহাবাগ থেকে কিছু তরুনদের।একজন তরুণ ভাবেনি এটা কিসের ডাক? তারা কি করবে? কিভাবে করবে? শুধু শুনেছে তারুন্নের ডাক। সাড়া দিয়েছে প্রতিযুগিতা করে, চোখে ছিলও একটি ঘন সপ্ন। মনেছিল অধবুত এক শিহরণ,নুতুন কিছু দেখের এবং করার।

বিষয়: রাজনীতি

১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File