মুজিব কোট পরলে মানুষ কি কখনো কখনো বলদ টাইপের কিছু হয়ে যায়?? যে মুজিবুরকে ইসলামের সৈনিক হিসেবে পরিচয় দিতে পছন্দ...
লিখেছেন লিখেছেন কথার_খই ১১ আগস্ট, ২০১৫, ১২:৫০:০০ রাত
আজন শোনা লাগবেনা, এটা ফরজ নয়, নামাজ ফরজঃ
ঢাক বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়াম সংলগ্ন ইবাদত খানা। যেখানে ইবাদত খানা এবং অডিটোরিয়ামের মধ্যে কোন দেয়াল নেই। মাগরিবের নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন আজান দিচ্ছিলেন। আর ওই সময়ই অডিটোরিয়ামে বক্তব্য রাখছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঞ্চের সামনে থেকে একজন শ্রোতা উঠে দাঁড়িয়ে বললেন, পাশে আজান হচ্ছে। তার কথায় কর্ণপাত না করে নিজের বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন মন্ত্রী। লোকটি আবার বললেন, আজান হচ্ছে পাশে। এবার মন্ত্রী বলে উঠলেন ‘আজান ফরজ নয়, নামাজ ফরজ। আজান শোনা লাগবেনা। আমাদের দেশের মানুষের এই একটি সমস্যা। আজানের একজন উত্তর দিলে চলবে। শোনা লাগবেনা’।
তিনি মঞ্চের সামনে বসা একজনকে বলেন, ‘আপনি আজানের উত্তর দিন।’ এই বলে নিজের বক্তব্য দীর্ঘায়িত করতে থাকেন।
সোমবার সন্ধ্যায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যকালে এ ঘটনা ঘটে।
বিষয়: বিবিধ
১৩১৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ তাহলে মন্ত্রীর বক্তৃতা শোনা কি ওয়াজিব ?
আপনাকে ধন্যবাদ, পোস্টিংএর জন্য, সচেতন করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য।
মন্তব্য করতে লগইন করুন