আমাদের বিবেচনা বোধ এবং সন্ত্রাস
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১১ আগস্ট, ২০১৫, ১২:১৭:০৯ রাত
আজ ১০ আগস্ট। মানবতার ইতিহাসের অন্যতম জঘন্যতম হত্যাকাণ্ডের ৭০তম বার্ষিকী। জাপানের নাগাসাকি শহরের নিরপরাধ ৭০, ০০০ মানুষ অ্যামেরিকার পারমাণবিক বোমার আঘাতে কিছু বুঝে উঠার আগেই নিহত হয়। আহতের সংখ্যা আরও বেশি। ৭০ বছর পার হলেও নাগাসাকি এর প্রভাব থেকে এখনও মুক্ত পারেনি। এখনও বাচ্চারা বিকলাঙ্গ হয়ে জন্ম নেয় এ শহরে। তবে এই ঘটনার সবচেয়ে অসাধারন দিক হল, যারা এই জঘন্য ঘটনা ঘটালো তাদের কেউ সন্ত্রাসী বলে না। কিন্তু যারা বিদেশী, বেনিয়া, দখলদারদের থেকে নিজের দেশকে রক্ষা করার জন্য সংগ্রাম করছে তাদের সন্ত্রাসী বলা হয়!!!!
বিষয়: বিবিধ
৮৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানবতা ও মানবাধিকারের সবক শেখায় !
নিষ্ঠুর পরিহাস করে তারা আসল শান্তিপ্রিয় মানুষদের সাথে ।
মন্তব্য করতে লগইন করুন