কোন দলিল রেজিস্ট্রি করতে কত টাকা জমি বায়না করলেন, কিনলেন, অতঃপর রেজিস্ট্রি। রেজিস্ট্রি করতে কত টাকা প্রয়োজন জেনে নিন আগেভাগে।

লিখেছেন লিখেছেন কথার_খই ২০ এপ্রিল, ২০১৫, ১১:২৮:৫৬ রাত

কোন দলিল রেজিস্ট্রি করতে কত টাকা

জমি বায়না করলেন, কিনলেন, অতঃপর রেজিস্ট্রি। রেজিস্ট্রি করতে কত টাকা প্রয়োজন জেনে নিন আগেভাগে। জানাচ্ছেন অ্যাডভোকেট মমতাজ পারভীন



* বায়নানামা দলিলের ফি

১. ৫০০ টাকা : যে সম্পত্তির মূল্য পাঁচ লাখ টাকার বেশি নয়।

২. ১২৪০ টাকা : যে সম্পত্তির মূল্য পাঁচ লাখ টাকার বেশি কিন্তু ৫০ লাখ টাকার বেশি নয়।

৩. ২৩৪০ টাকা : যে সম্পত্তির মূল্য ৫০ লাখ টাকার বেশি।

* হেবার ঘোষণাপত্র দলিলের ফি

১. মুসলমানদের ব্যত্তিগত আইন (শরিয়ত) মোতাবেক হেবা মূল্য কোনো স্থাবর সম্পত্তি হস্তান্তর বিষয়ক ঘোষণা রেজিস্ট্রির জন্য সম্পত্তির মূল্য নির্বিশেষে প্রদেয় রেজিস্ট্রি ফি ৪৪০ টাকা।

২. যদি ওই হেবা স্বামী বা স্ত্রী, মা-বাবা ও সন্তান, দাদা-দাদি (নানা-নানি) ও নাতি-নাতনি, সহোদর ভাইরা, সহোদর বোনরা এবং সহোদর ভাই ও বোনদের মধ্যে হয়।

* বন্ধকি দলিলের ফি

সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২-এর ধারা ৫৯ মোতাবেক বন্ধকি দলিলের প্রদেয় রেজিস্ট্রেশন ফি নিম্নরূপ-

১. ৫ লাখ টাকার বেশি হলে ২০ লাখ টাকার কম হলে ১৩৪০ টাকা।

২. ২০ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ২৩৪০ টাকা।

৩. ৫০ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ৫০০০ টাকা।

* ঋণ বাবদ মঞ্জুরীকৃত টাকার ১ শতাংশ কিন্তু ২০০ টাকার কম নয় ও ৫০০ টাকার বেশি নয়।

* মঞ্জুরীকৃত টাকার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ কিন্তু ১৫০০ টাকার কম নয় ও ২০০০ টাকার বেশি নয়।

* মঞ্জুরীকৃত টাকার শূন্য দশমিক এক শূন্য শতাংশ কিন্তু ৩০০০ টাকার কম নয় এবং ৫০০০ টাকার বেশি নয়।

* বণ্টননামা দলিলের ফিসের হার (উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত)

১. ৫০০ টাকা : সম্পত্তির মূল্য অনূর্ধ্ব তিন লাখ টাকা হলে।

২. ৭০০ টাকা : সম্পত্তির মূল্য অনূর্ধ্ব তিন লাখ টাকার বেশি কিন্তু ১০ লাখ টাকার বেশি না হলে।

৩. ১২০০ টাকা : সম্পত্তির মূল্য অনূর্ধ্ব ১০ লাখ টাকার বেশি কিন্তু ৩০ লাখ টাকার বেশি না হলে।

৪. ১৮০০ টাকা : সম্পত্তির মূল্য অনূর্ধ্ব ৩০ লাখ টাকার বেশি কিন্তু ৫০ লাখ টাকার বেশি না হলে।

৫. ২০০০ টাকা : সম্পত্তির মূল্য অনূর্ধ্ব ৫০ লাখ টাকার বেশি হলে।

* শুধু দলিলের রেজিস্ট্রি ফি

যত টাকা মূল্যের দলিল রেজিস্ট্রি করা হোক না কেন তাতে শতকরা দুই টাকা হারে রেজিস্ট্রি ফি পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

-সুত্র কালের কন্ঠ!

বিষয়: বিবিধ

১৮৬১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316065
২০ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কাজের পোষ্ট। অনেক ধন্যবাদ
২১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
257258
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ!
316085
২১ এপ্রিল ২০১৫ সকাল ০৫:২৮
কাহাফ লিখেছেন :
অনেক কাজে লাগবে এই পোস্ট টা!
এ বিষয়ে দালালরা সাধারণ মানুষ কে অহেতুক হয়রানী করে অনেক টাকা নিয়ে নেয়!! অনেক ধন্যবাদ আপনাকে!!
২১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
257259
কথার_খই লিখেছেন : কাজে আসলে ভালো আপনাকেও ধণ্যবাদ
২১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
257260
কথার_খই লিখেছেন : কাজে আসলে ভালো আপনাকেও ধণ্যবাদ
316111
২১ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫১
egypt12 লিখেছেন : প্রিয়তে রইল
২১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
257261
কথার_খই লিখেছেন : ধন্যবাদ।
316159
২১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দরকারি পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ।
২১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
257262
কথার_খই লিখেছেন : আপনাকে ধন্যবাদ।
316574
২৪ এপ্রিল ২০১৫ রাত ০২:৩০
আব্দুল গাফফার লিখেছেন : অনেক ধন্যবাদ
২৭ এপ্রিল ২০১৫ রাত ০২:১৩
258197
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File