বিদায় বলা সহজ, মেনে নেয়া কঠিন, তবুও বলছি বিদায়!

লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ২১ এপ্রিল, ২০১৫, ১২:০৪:৫০ রাত



ব্লগিং চালিয়ে যাওয়াটা আমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, আর পারছি না, এবার যে চলে যাবার সময় হয়ে গেলো, ব্লগিংজগতে আমি এক ক্ষণজন্মা ব্লগার, যদিও যে সময় অতিবাহিত করেছি তা নেহায়েত কম নয়, এ সময় অনেকেই নিজেকে খুব বড় ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করেছে, আমি পারি নি, পাহাড়সম অযোগ্যতা নিয়ে যা কল্পনাও করা যায় না!

আর ১১দিন পর এই ব্লগে আমার ১বছর পূর্ন হবে, অবশ্য এই ব্লগই আমার শুরু, এর আগে অন্য কোন ব্লগে লিখার অভিজ্ঞতা নেই। ১১মাস ১৯দিনে ব্লগকে আমি কি দিয়েছি, হিসেবে কষে দেখি কিছুই না, অথচ এই প্রায় এক বছরে ব্লগ আমার কাছে অনেক কিছুই আশা করে থাকবে।

আমি আমার অবস্থান থেকে সাধ্যমত চেষ্টা করেছি সব সময় সবার উপকারে আসে এমন লিখা উপহার দিতে, কিন্তু ব্যার্থ হয়েছি। জ্ঞানের সীমাবদ্ধতা, বিচক্ষণতার যথেষ্ট অভাব ইত্যাদি কারণে আমার লিখাকে কখনোই পাঠ উপযোগী করে তুলতে পারি নি। তারপরেও এতোটুকু বলতে পারি, খুব বেশি ভালো লিখতে না পারলেও খুব জঘন্য, অরুচিকর লিখা, যা একেবারেই পড়ার অযোগ্য, লিখেছি বলে মনে হয় না। গত প্রায় এক বছরে পোস্ট লিখেছি ৬৪ টি, মন্তব্য করেছি ১০২৩ টি, প্রতি মন্তব্য করেছি ১০৫৫ টি, ব্লগ পঠিত হয়েছেঃ ২০৩১৪ বার, ব্লগে আছেনঃ ১১ মাস ১৯ দিন। উল্লেখ্য যে, প্রথম তিন মাস লেখালেখি করি নি। ব্লগ যেমন ব্লগারের কাছে কিছু আশা করে, ব্লগারেরও ব্লগের প্রতি থাকে কিছু আশা প্রত্যাশা।

ব্লগে যেমন আছে বেশ ভালাগার স্মৃতি, মুহুর্ত, তেমনি আছে অনেক অতৃপ্তি। অতৃপ্তিগুলো মাঝেমাঝে খুব হতাশ করে দেয়, তবুও তৃপ্তির আশায় বারে বারে সতেজ হয়ে উঠার চেষ্টা করি। গত এক বছর ধরে লিখছি, অথচ কাউকে বলতে পারব না, আমার একটা লিখা, অন্তত একটা লিখা..................

অনেক কথাই বললাম, এখন বলি চলে যাবার কারণ। সবার সব কিছু করা হয়ে উঠে না, আমারও হচ্ছে না। অসুস্থতার জন্য জন্য কারও লিখা পড়তে পারি না, পারি না কমেন্ট করতে, কম্পিউটারের সামনে কিছুক্ষণ বসলেই শরীর মাথা কেমন ঢলতে থাকে, যার কারণে ভালো লাগে এমন অনেকের লিখা সামনে আসার পরেও পড়তে পারি না।

আর কি লিখব, ভাল থাকেন সবাই। অনির্দিষ্টকালের কালের জন্য চলে যাচ্ছি, সম্পূর্ন সুস্থ হয়ে উঠলে হয়তো আবারো দেখা হবে। ঠোঁটকাঁটা স্বভাবের হওয়াতে অনেকের মনে কষ্ট দিয়েছি তাতে কোন সন্দেহ নেই, নিজগুনে ক্ষমা করে দেয়ার অনুরোধ রইল.........

বিষয়: বিবিধ

২১৫৯ বার পঠিত, ৫০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316066
২১ এপ্রিল ২০১৫ রাত ১২:১৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া আমি ২০১১ সাল থেকে ব্লগিং করি। লিখেছি অনেক ব্লগে। একাধিক ব্লগে আমার আইডি ব্যান হয়েছে। আর এই ব্লগে আমার অবস্হান ২বছর কিন্তু আমার পোস্ট কয়টা? মাত্র ৩০টা। আমার লেখায় কয়টা কমেন্ট পরে?? সর্বোচ্চ ৬-৭ টা। কাজেই কে নিজেকে ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলল কিন্তু আমি পারলামনা, এসব নিয়ে মোটেও কষ্টে ভোগা উচিত না। আল্লাহ আপনার দ্রুত সুস্হতা দান করুক। ভাল থাকবেন।
২১ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫৯
257185
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঠিক আছে কষ্টে ভোগবোনা ভাই!

আপনার লিখার মূল্যায়ন আর কেউ না করুক, আমি করেছি, খুব উঁচু মানের লিখা লিখতে পারেন, বিস্ময়কর হলেও সত্য কমেন্ট পড়ে ৬/৭টা।

আমার জন্য আপনার দোয়া আল্লাহ্‌ কবুল করুন। আমিন। আপ্নিও ভালো থাকবেন।
316067
২১ এপ্রিল ২০১৫ রাত ১২:১৭
মাটিরলাঠি লিখেছেন :
সুস্থ হয়ে ফিরে আসুন। Good Luck Good Luck
২১ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫৯
257186
গাজী সালাউদ্দিন লিখেছেন : ইনশা আল্লাহ্‌, চেষ্টা করবো।
316068
২১ এপ্রিল ২০১৫ রাত ১২:৩০
আফরা লিখেছেন : অনেক কিছু বলার ছিল কিন্তু বিদায় বেলায় আর কিছু বল্লাম না । আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ্য করে তুলুন এই কামনা রইল ।
২১ এপ্রিল ২০১৫ সকাল ১০:০০
257188
গাজী সালাউদ্দিন লিখেছেন : পনি কি যা বলতে চেয়েও বলতে পারে নি, তা আমি বুঝে নিয়েছি।

পনি, আপনাকে খুব মনে পড়বে!

আমার জন্য আপনার দোয়া আল্লাহ্‌ কবুল করুন।
316069
২১ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাজী ভাইয়া। লিখাটি পড়ে আপনার সংগত অভিমানের বিষয়টি অন্তত আমি অনুধাবন করতে পারি। আপনার সাথে সম্পূর্ণরূপে সহমত পোষণ করি। আপনার লিখাটি পড়ে ভিশু ভাইয়ার কথা ভীষণ মনে পড়ছে আজ। উনি আমার কয়েকটি লিখা ষ্টিকি করার পক্ষে অভিমত প্রকাশ করেছিলেন। সেটা উপেক্ষিত হওয়ায় অনেক কষ্টও পেয়েছিলেন তিনি। কিন্তু আমি কখনই আশাহত হইনি।

যাক আল্লাহ্‌র অপার রহমতে এর কয়েকদিন পরেই লাইট হাইজে আমার একটি লিখা ষ্টিকি করা হয়। সেই সুবাদে আমার উৎসাহ উদ্দীপনা আর দায়িত্ববোধও অনেকাংশে বেড়ে যায়। তারপর একে একে বেশ কয়েকটি লিখা লাইট হাইজে ষ্টিকি হয়েছে আলহামদুলিল্লাহ্‌। আমি আসলেই লাইট হাইজের কর্তৃপক্ষকে সেজন্য শ্রদ্ধা ও সম্মানের সাথে কৃতজ্ঞচিত্তে স্মরণ করি সবসময়।

আর এজন্যই বলবো কে আপনার লিখাকে মূল্যায়ন করলো কিংবা করলো না তার নিরিখে নয় বরং মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য লিখতে থাকুন। দ্বীনের শাণিত দাওয়াতি মেহনতের কাজ অব্যাহত রাখুন যতই সঙ্কট কিংবা সাময়িক বাধা আসুক না কেন। আপনার কষ্টের প্রতিদান তো একজনই দিবেন এবং তাঁর দান এবং অনুগ্রহ কখনই ক্ষুদ্র হয় না স্মরণে রাখবেন।

আপনার সুস্থতার জন্য কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই উনি যেন এই বীর মুজাহিদের শাণিত লিখনীকে সচল রাখেন, সুস্থ সবল উজ্জ্বীবিত মন মানসিকতা ও চিন্তা ভাবনা দান করে দুনো জগতের কামিয়াবী হাসিলে সফল করার তৌফিক দান করেন। আমীন।

২১ এপ্রিল ২০১৫ সকাল ১০:০৬
257189
গাজী সালাউদ্দিন লিখেছেন : বোন আপনি আমাকে এতোটা বুঝেন, আগে বুঝতে পারি নি! এতোটুকু জানি, আপনি আমি দুজনার দুজনার খুব আপন হয়ে গেছি, কিন্তু আমার অব্যক্ত কথাগুলো বলে দিয়ে প্রমাণ করলেন, সত্যিই আপনি আমায় ভালবাসেন। প্রতিটা লিখায় আপনার অনুপ্রেরণা আমাকে আমাকে খুব সহায়তা করেছে লিখার হাত কে সচল রাখতে, তাঁর জন্য আমি চিরকৃতজ্ঞ।

আপনি ঠিক বলেছেন, কষ্টের প্রতিদান তিনিই দেবেন, জী আমি স্মরণে রাখব সব সময় তাঁর অনুগ্রহের কথা।

আমার জন্য আপনার উৎসাহ প্রেরণাসমেত দোয়াগুলো যেনো আল্লাহ্‌ কবুল করেন। আমিন।

বোন, আপনাকে অনেক বেশি মিস করবো! ভালো থাকবেন।
316070
২১ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৯
আব্দুল গাফফার লিখেছেন : কেন জানি মেনে নিতে পাচ্ছিনা! Sad Sadযেখানে থাকুন সুস্থ,হাসি খুশি থাকুন আপনার সর্বএ মঙ্গল কামনা করছি ।
২১ এপ্রিল ২০১৫ সকাল ১০:০৮
257190
গাজী সালাউদ্দিন লিখেছেন : তবুও যে মেনে নিতে হবে!

গাফফার ভাই, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, তাই আমার অবর্তমানে কিছুটা অনভূত হবেই, তবে এটাও ঠিক অন্যদের সরব উপস্থিতি আমার অভাব কে একদিন ঠিকি ভুলিয়ে দেবে।

আমার জন্য আপনার অকৃত্তিম দোয়াগুলো আল্লাহ্‌ কবুল করুন।

ভালো থাকুন এই কামনা।
316071
২১ এপ্রিল ২০১৫ রাত ০১:০২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুস্থ হয়ে ফিরে আসুন ভাইয়া
২১ এপ্রিল ২০১৫ সকাল ১০:০৯
257191
গাজী সালাউদ্দিন লিখেছেন : ইনশা আল্লাহ্‌, চেষ্টা করবো।
316073
২১ এপ্রিল ২০১৫ রাত ০১:৩০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আজকের এ পোস্টে মন্তব্য করার জন্য আমাকে কঠিন এক ভাবনার জগতে চলে যেতে হচ্ছে!!!

আমি হতাশ হবার লোক বেশিরভাগ সময় আমিও হতাশায় ভোগেছি! হতাশার কারনে ব্লগে সম্পাদক বরাবর পাঠক বরাবর হুটকরে কত কি লিখে বসেছি... কেউ মনে করেছে আজাইরা প্যচাল.....

গাজী ভাইয়ের হতাশার সাথে আমিও একমত কারন আমিও হতাশাাবাদীদের দলে!!

আশাবাদী হবার কারনইবা কি আছে? ব্লগিং করতে গিয়েতো আর শরীর নষ্ট করে দেয়া যায়না।

আপনার শরীরের সুস্থতা সবকিছুর আগে প্রয়োজন!


তবে আমার মনে হচ্ছে ব্লগিংয়ের অনেক কাজ এখনো বাকি....!!! গাজী ভাইকে আমি অনুরোধ করেছিলাম যৌতুক নিয়ে ধারাবাহিক লিখতে গাজী ভাই কথাটি রেখে প্রথম পর্ব লিখেছিলেন!

মনে করেছিলাম অন্তত ২০টি পর্ব লিখবেন যৌতুক নিয়ে....! কারন যৌতুক বর্তমান সমাজে ব্যাধিতে পরিনত হয়েছে! এই ব্যাধি দূর করতে হলে ব্লগারদের এগিয়ে আসতেই হবে সর্বচ্চো সচেতনতার জন্য!


সচেতনতা নিয়ে যারা লিখতে চায় তাদের মধ্যে গাজী ভাই অন্যতম, আরো অনেকেই আছে তবে জনপ্রিয় নয়!!! জনপ্রিয় না হবার কারনও আছে প্রধান কারন মন্তব্য প্রতিমন্তব্যে অনিহা....! ব্লগে জনপ্রিয়তা অর্জন করতে হলে মন্তব্য প্রতিমন্তব্যে সচেতন হতে হবে। ((((লিখা একটি পোস্ট করে চলে গেলে হবেনা))))

যাক বেশি কিছু আর বলতে চাইনা... শুধু এইটুকু বলতে চাই আমি অন্তত ব্লগার গাজী ভাইকে ব্লগ থেকে দূরে দেখতে চাইনা! ব্লগার গাজী ভাইয়ের জন্য অন্তরের অন্তস্তল দোয়া রহিলো।
আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন, আমিন।

২১ এপ্রিল ২০১৫ সকাল ১০:১৫
257192
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার অনুরোধ রেখেছি এবং রাখব ইনশা আল্লাহ্‌। আমি একটু একটু করে লিখে ফেসবুকে ইনবক্স করে দেব, আপনি আপনার মত সাজিয়ে তা ব্লগে পরিবেশন করবেন। তা একটু সময় লাগতে পারে।

অনেক দ্রুত এবং বিশাল বিশাল মন্তব্য করতে উস্তাদ ছিলাম, কিন্তু অসুস্থতা বেশিদুর এগোতে দেয় নি, তাই...

আমিও ব্লগে থাকতে পারলে খারাপ হতো না, আপনার চাওয়া কোনো একদিন পূরণ হতেও পারে।

আমার জন্য আপনার দোয়া আল্লাহ্‌ রাব্বুল আলামিন কবুল করে নিন। আমিন। ছুম্মা আমিন।

আপনার জন্যও অনেক অনেক দোয়া রইল।
২১ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০৯
257211
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার অনুরোধ রেখেছি এবং রাখব ইনশা আল্লাহ্‌। আমি একটু একটু করে লিখে ফেসবুকে ইনবক্স করে দেব, আপনি আপনার মত সাজিয়ে তা ব্লগে পরিবেশন করবেন। তা একটু সময় লাগতে পারে।!!!!!! !!!

প্রতিমন্তব্যের এই অংশটি অগ্রহণযোগ্য!!
316074
২১ এপ্রিল ২০১৫ রাত ০১:৩১
শেখের পোলা লিখেছেন : সন্ধ্যাতারা আপার মন্তব্যের সাথে একমত হয়ে বলি আপনাকে আল্লাহ শিঘ্র সুস্থতা দান করুক৷দুনিয়া ভর ইসলামের যে দাওয়াতি কাজ চলছে, আপনিওতো সেই কাফেলার একজন দক্ষ্য সিপাহী৷ গনিমতে বঞ্চিত হয়ে জিহাদে ক্ষ্যান্ত দেবেন তা হয়না৷ আর যদি এর থেকে বড় কোন মিশনে যোগদেবার মনস্থ করে থাকেন তবে বাধা দেবনা৷ অন্যথায় সাথে থেকে উৎসাহ দেবেন এই কামনা করি৷আমার শুরু সদালাপে৷ আর আমর আসল মিশন কোরআনের তাফসীর প্রচার৷ দুই বৎসর ওখানে যাইনা৷ আজও পোষ্ট দাতা হিসেবে ৩ নং এ নাম আছে৷ সোনার বাংলায় নিয়ম ছিল ধর্মীয় লেখা প্রথম পাতায় একটার বেশী থাকবে না৷ আমার অনেক লেখাকে প্রথমপাতা অকালে ছাড়তে হয়েছে৷ দুঃখ হয়েছে এই বলে যে আল্লাহর কালামকে অবহেলা করা হল৷ টুডেতে তা হয়না, তবে সেই কোরআনের পাঠক না পাওয়ার দুঃখ আজও আছে৷ তবুও সেচ্ছায় ছেড়ে যেতে চাইনা৷ আমার কাজ বিলি করা৷ কেউ নিলেও আছি আর না নিলেও আছি৷ আশা করি সাথে থাকবেন৷
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪৪
257251
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনিও বোন সন্ধ্যাতারার মত আমাকে অনেক বুঝেন!

আপাতত থাকা সম্ভব হচ্ছে না, তবে কোন্নোএকদিন আসব না, এটাও বলা যাচ্ছে না। আপনাদের টানে হয়তো আমাকে আস্তেই হবে।

আপনার তাফসী নিয়ে লিখা আমি শেষের দিকে খুব আগ্রহ নিয়েই পড়তাম, কেননা এর চেয়ে বেশি আগ্রহের বিষয় আমার জন্য আর কিছু হতে পারে না!

আমি সঙ্গ দিতে না পারলেও কোরআনের জ্ঞান অনুরাগী অন্যরা নিশ্চয় সঙ্গ দিয়ে যাবেন।

আপনি লিখতে থাকুন।

আপনার জন্য শুভ কামনা রইল।
316076
২১ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৫
আবু জান্নাত লিখেছেন : অনেক দুঃখ পেলাম ভাই, মনে হচ্ছে আদরের ফুলটি অকালে ঝরে যাচ্ছে, যদি অসুস্থতার কারণে দূরে থাকতে চান, তাতে কোন আপত্তি নেই। কিন্তু যদি আমাদের উপর কোন অভিমান বা রাগ করে থাকেন, ক্ষমা করবেন। আপনাকে খুব ভালোবাসি, আপন মনে করি। আশা করি সুস্থ হলেই ফিরে আসবেন। কোন সময় ফেসবুকে আসলে অন্তত ইনবক্সে হলেও এই অধমকে স্বরণ করবেন। আপনার জন্য অনেক অনেক সালাম ও দোয়া রইল।
০২ মে ২০১৫ সকাল ০৭:০৮
258797
গাজী সালাউদ্দিন লিখেছেন : একদম দুঃখ নেবেন না! আদরের ফুলটি অক্ষতই আছে!

হা, আমি সত্যিকার অর্থেই অসুস্থ!

অভিমান করতেই পারি, ভালোবাসা অভিমান একে অপরের সম্পূরক, কিন্তু আপনাদের উপর রাগ করার দুঃসাহস আমি রাখি না!
আমিও আপনাকে অনেক অনেক ভালবাসি।

সুস্থতা আল্লাহর নেয়ামত, যেদিন আল্লাহ্‌ সে নেয়ামত দানে পূর্ণ করবেন, সেদিনই নিয়মিত হবো ইন শা আল্লাহ্‌।
১০
316077
২১ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ এপ্রিল ২০১৫ রাত ০২:০৬
257161
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার উপর প্রচন্ড রাগ হচ্ছে..... লেখা না পড়ে মন্তব্য করার কি দরকার? Yahoo! Fighter Crying Crying Angel
২১ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৩
257179
আওণ রাহ'বার লিখেছেন : মাইনাচ( - ) ডাবল মাইনাচ (-)(-) মটু কোথাকার Time Out Time Out Time Out Time Out Time Out Time Out
০২ মে ২০১৫ সকাল ০৭:০৯
258798
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার ভাললাগার কি আর শেষ আছে!!!!!
১১
316083
২১ এপ্রিল ২০১৫ সকাল ০৫:১২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : ভালো হয়ে ফিরে আসুন।
০২ মে ২০১৫ সকাল ০৭:০৯
258799
গাজী সালাউদ্দিন লিখেছেন : দোয়া রাখবেন।
১২
316089
২১ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৭
আওণ রাহ'বার লিখেছেন : রে রে রে রে কই যায় কই যায়???
কেনু কেনু? ?
ভাবিকে সময় এখন বেশি দিবেন বুঝি??
ইয়ে মানে ভাবিকে সময় দেয়ার পাশাপাশি অল্প-স্বল্প ; স্বল্প-অল্প আমাদেরও সময় পাবো ইনশাআল্লাহ।
আমিতো সময় কত ব্যাস্ত তাড়পরও হঠাৎ সঠাৎ দু একটা ডু মেরে ডুব দেই।
আবার ডু দেই।
সুস্থ হয়ে ফিরে আসবেন সেই কামনা।
সুস্থতার জন্য দোয়া করি অনেক।
০২ মে ২০১৫ সকাল ০৭:১২
258800
গাজী সালাউদ্দিন লিখেছেন : ঐ বিয়াইত্তা চোখে সবাইরে বিয়াতি দেখায় তাই না!

আগে হয়ে নিক, আপনার ভাবিকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব মহব্বত কাহাকে বলে, কত প্রকার ও কি কি? এইসব করার পর যে যতসামান্য সময় থাকবে, তাই আপনাদের জন্য বরাদ্দ থাকবে।

আমার ব্যস্ততা যতোটা , তার চেয়ে বড় কারণ অসুস্থতা!

আমার জন্য আপনার দোয়া আল্লাহ্‌ কবুল করুন।
১৩
316091
২১ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫৭
তবুওআশাবা্দী লিখেছেন : প্রিয় ব্লগার গাজী সালাহউদ্দিন: সুস্থ্য হয়ে উঠুন দ্রুত তারপর আবার লেখাজোখা শুরু করুন সেই কামনা রইলো |
০২ মে ২০১৫ সকাল ০৭:১৪
258801
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার কামনা যেনো আল্লাহ্‌ শীঘ্রই পূর্ন করেন । আমিন
১৪
316098
২১ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১৫
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ আপনাকে খুব দ্রুত সুস্থতা দান করুন। আবার সবার মাঝে ফিরে আসুন। অনেক অনেক দোয়া রইল।
০২ মে ২০১৫ সকাল ০৭:১৫
258802
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আমিন। আমার জন্য আপনার দোয়া আল্লাহ্‌ কবুল করুন।
১৫
316104
২১ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫৪
হতভাগা লিখেছেন :
অনেক কথাই বললাম, এখন বলি চলে যাবার কারণ। সবার সব কিছু করা হয়ে উঠে না, আমারও হচ্ছে না। অসুস্থতার জন্য জন্য কারও লিখা পড়তে পারি না, পারি না কমেন্ট করতে, কম্পিউটারের সামনে কিছুক্ষণ বসলেই শরীর মাথা কেমন ঢলতে থাকে, যার কারণে ভালো লাগে এমন অনেকের লিখা সামনে আসার পরেও পড়তে পারি না।



০ ইদানিং ব্লগে ধুমাইয়া কমেন্ট ও পোস্টের বন্যা বইয়ে দিচ্ছিলেন তো তাই সমস্যা দেখা দিয়েছে ।

এখনকার জমানার পোলাপান হয়ে আপনি এসব বললে লোকে হয়ত কিছু বলবে না সামনা সামনি , তবে ভেতরে ভেতরে হাসতে হাসতে পেটে খিল বাধিয়ে ফেলবে ।


কিছুদিন রেস্ট নেন , সব ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ ।



০২ মে ২০১৫ সকাল ০৭:১৬
258803
গাজী সালাউদ্দিন লিখেছেন : কাঁটা ঘায়ে লবণের ছিটা না দিলে আপনার চলে না!

আপনার পরামর্শ গ্রহণ করলাম।
১৬
316110
২১ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫০
egypt12 লিখেছেন : সুস্থ হয়ে ফিরে আসুন এই দোয়া রইল
০২ মে ২০১৫ সকাল ০৭:১৭
258804
গাজী সালাউদ্দিন লিখেছেন : আল্লাহ্‌ আপনার দোয়া কবুল করুন।
১৭
316113
২১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৫
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাজী ভাইয়া। লিখাটি পড়ে আপনার সঙ্গত অভিমানের বিষয়টি আমি অনুধাবন করছি! আপনার সাথে সম্পূর্ণরূপে সহমতও পোষণ করি! তারপরও বলবো কে আপনার লিখাকে মূল্যায়ন করলো বা করলো না তার নিরিখে নয় বরং মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য লিখতে থাকুন। দ্বীনের শাণিত দাওয়াতি মেহনতের কাজ অব্যাহত রাখুন যতই সঙ্কট কিংবা সাময়িক বাধা আসুক না কেন! আপনার কষ্টের প্রতিদান তো একজনই দিবেন এবং তাঁর দান এবং অনুগ্রহ কখনই ক্ষুদ্র হয় না স্মরণে রাখবেন! আর আপনার কোন লেখা পড়ে যদি কারো উপকার হয় বা হেদায়াত হয় তাতে তো আপনারই সবচেয়ে উপকার হবে। তাই একেবারে ব্লগে আসা বন্ধ না করে, ভালো লাগলে আসেন, আর আপনার সর্বাঙ্গীন সুস্থতার জন্য কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই উনি যেন এই বীর মুজাহিদের শাণিত লিখনীকে সচল রাখেন! সুস্থ সবল উজ্জ্বীবিত মন মানসিকতা ও চিন্তা ভাবনা দান করে দো-জাহানে কামিয়াবী অর্জন সফল করার তৌফিক দান করেন! আমিন! অনেক কিছু বলার ছিল কিন্তু বিদায় বেলায় আর কিছু বললাম না! আল্লাহ আপনাকে অতি তাড়াতাড়ি সুস্থ্য করে দিন আর আমাদের মাঝে ফিরে আসুন হে দ্বীনের সৈনিক!
০২ মে ২০১৫ সকাল ০৭:১৮
258805
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্তব্যটা নিজে করলে কি খুব কষ্ট হতো??? এখান ওখান থেকে ধার করে বিশাল এক মন্তব্য করলেন!

আমার জন্য আপনার দোয়া আল্লাহ্‌ কবুল করুন।
১৮
316180
২১ এপ্রিল ২০১৫ রাত ০৯:১৩
বৃত্তের বাইরে লিখেছেন : আপনি দেখছি আমার মত! আমারও বেশিক্ষণ স্ক্রীনের সামনে থাকলে মাথা ধরে যদিও পড়াশুনা, কাজের জন্য বেশীরভাগ সময় কম্পিউটারে থাকতে হয়। ব্লগ, ফেসবুককে এতটা সিরিয়াসলি নেয়ার কিছু নেই। বিনোদনের জন্য যতটা সময় দেয়া প্রয়োজন ততটুকু দিবেন। আপনি লিখেন ভালো। সবচেয়ে বড় কথা সত্য বলতে পারেন। দেশে সাহসী মানুষের অভাব। সুস্থ হয়ে আবার ফিরে আসেন এই কামনা রইলো Rose Good Luck
০২ মে ২০১৫ সকাল ০৭:২১
258806
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক সময় সিরিয়াস করে নিলেও এখন এজ ইজুয়াল মনে করি!

আপনার সুন্দর, উপকারী পরামর্শ স্বানন্দে গ্রহণ করলাম বোন!

আমার লেখা নিয়ে আপনার মূল্যায়ন অনেক ভালো লাগল, যদিও আমিও ততটা নই!

আপনার কামনা আল্লাহ্‌ পাক পূরণ করুক।
১৯
316213
২২ এপ্রিল ২০১৫ রাত ০৪:০৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ্য করে তুলুন এই কামনা রইল ।
০২ মে ২০১৫ সকাল ০৭:২২
258807
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আপনার দোয়া এবং কামনা আল্লাহ্‌ কবুল করুন। আমিন
২০
316297
২২ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৪২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শ্রদ্ধেয় ছোট ভাই!

লিখাটি পড়ছি আর অসম্ভব খারাপ লাগা অনুভূত হচ্ছি! আমরা সবাই সাধারনত জীবন সংসারের অবসর সময় টুকু ব্লগে দেই! অনেক সময় ব্যস্ততার কারনে বা অসুস্থতার কারনে অনিয়মিত হয়ে যাই! আমি প্রায় ৬ মাসের বেশি সময় অনলাইনে আসিনি পারিবারিক ব্যস্ততার জন্য! খুব মিস করেছি তখন ভাই বোনদের!

আপনার লিখাগুলো সবসময় পড়েছি, আপনি খুব সুন্দর ভাবে সবসময় অনুপ্রেরনা যুগিয়ে মন্তব্যের জবাব দিতেন এটা সবসময় ভালোলাগার কারন হয়ে থাকবে!

আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন! দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুন!সুন্দর আখলাকে ভূষিত করুন!আমিন!

কোন কারনে যদি আমরা আপনাকে কষ্ট দিয়ে থাকি আমাদের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন!

বিডি ব্লগ পরিবারের সবাই আপনাকে মিস করবে! আপনি দ্রুত ফিরে আসুন চমৎকার লিখার সমাহার নিয়ে এই প্রত্যশায়-
মা'আসসালম! Good Luck Angel Praying
০২ মে ২০১৫ সকাল ০৭:৩১
258808
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ শ্রদ্ধেয় বোন !

আপনার খারাপ লাগাই আমার ভাললাগা, এ যে ভালবাসার মানুষের বিয়োগে খারাপ লাগা!

আমার মন্তব্যের জবাবের মূল্যায়ন শুনে খুব খুব খুব ভালো লাগল। এটাই আমার স্বাভাবিকতা, তাতে কারও ভাললেগে যাবে, জানা ছিল না, আজ জানলাম এবং পুলকিত হলাম। আর ভাললাগার কারণ হয়ে থাকাটা নিঃসন্দেহে আল্লাহর বিশেষ কৃপা।

আমার জন্য আপনার অকৃত্তিম দোয়া আল্লাহ্‌ কবুল করুন।

এ কথা বলে লজ্জা দিবেন না!!!! আমিই বরং অনেক কে কষ্ট দিয়েছি! আপনি অত্যোন্ত ভালো মানুষ, দ্বীনের পথে অক্লান্ত দায়ী ইলাল্লাহ। ছোট হয়ে অনেক বেয়াদবি করে থাকতে পারি, তাই বলব, আপ্নারাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি একজন মানুষ, তেলাপোকাও একটা পাখি! মনে হয় না, আপ্নারা দুই একজন ছাড়া আর কেউ মিস করবে, মিস করার মত আহামরি কিছুতো করি নি!

আপনার প্রত্যাশা পূরণের ভার আল্লাহর হাতে, তিনি যখন চাইবেন, তখনি আমাকে নিয়মিত পাবেন।
০২ মে ২০১৫ বিকাল ০৫:৪০
258897
সাদিয়া মুকিম লিখেছেন : "তেলাপোকাও একটা পাখি" - তেলাপোকা হলো আর্থপ্রোডা প্রজাতির এক ধরনের ইনসেক্ট বা পোকা! Happy

নবম শ্রেনীতে বৈজ্ঞনিক নাম মুখস্থ করেছিলাম কিন্তু বহুত কোশিস করেও আমার মস্তিস্ক সারেন্ডার করলো মনে রাখতে!Worried
আপনার মন্তব্যে ভালো লাগলো!Good Luck Praying
২১
316444
২৩ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৮
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ভাই ক্লান্ত হবেননা , চালিয়ে যান , আমি এ ব্লগ সহ আরও তিনটি ব্লগে লেখেছি, স্বাগতম
০২ মে ২০১৫ সকাল ০৭:৩২
258809
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার ক্লান্তি লেখনীতে নয়, শরীরে। আপনাকে স্বাগতম, তিন টা ব্লগে লিখতে পারা অনেক কিছু!
২২
316445
২৩ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৯
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : সত্য কথা, বলা, লেখা, যতটুকুই হোকনা কেন এটা মঙ্গল
০২ মে ২০১৫ সকাল ০৭:৩২
258810
গাজী সালাউদ্দিন লিখেছেন : যথার্থই বলেছেন।
২৩
316845
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাজী ভাইয়া। লিখাটি পড়ে আপনার সঙ্গত অভিমানের বিষয়টি আমি অনুধাবন করছি! আপনার সাথে সম্পূর্ণরূপে সহমতও পোষণ করি! তারপরও বলবো কে আপনার লিখাকে মূল্যায়ন করলো বা করলো না তার নিরিখে নয় বরং মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য লিখতে থাকুন। দ্বীনের শাণিত দাওয়াতি মেহনতের কাজ অব্যাহত রাখুন যতই সঙ্কট কিংবা সাময়িক বাধা আসুক না কেন! আপনার কষ্টের প্রতিদান তো একজনই দিবেন এবং তাঁর দান এবং অনুগ্রহ কখনই ক্ষুদ্র হয় না স্মরণে রাখবেন! আর আপনার কোন লেখা পড়ে যদি কারো উপকার হয় বা হেদায়াত হয় তাতে তো আপনারই সবচেয়ে উপকার হবে। তাই একেবারে ব্লগে আসা বন্ধ না করে, ভালো লাগলে আসেন, আর আপনার সর্বাঙ্গীন সুস্থতার জন্য কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই উনি যেন এই বীর মুজাহিদের শাণিত লিখনীকে সচল রাখেন! সুস্থ সবল উজ্জ্বীবিত মন মানসিকতা ও চিন্তা ভাবনা দান করে দো-জাহানে কামিয়াবী অর্জন সফল করার তৌফিক দান করেন! আমিন! অনেক কিছু বলার ছিল কিন্তু বিদায় বেলায় আর কিছু বললাম না! আল্লাহ আপনাকে অতি তাড়াতাড়ি সুস্থ্য করে দিন আর আমাদের মাঝে ফিরে আসুন হে দ্বীনের সৈনিক!
২৪
361480
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৩৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে নিয়মিত হওয়ার অনুরোধ রইল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File