বাংলাদেশকে কটাক্ষ করা ভিডিও সরিয়ে নিয়েছে ইউটিউব

লিখেছেন লিখেছেন কথার_খই ১৬ মার্চ, ২০১৫, ০২:৩৯:৩৮ রাত

বাংলাদেশকে কটাক্ষ করা ভিডিও সরিয়ে নিয়েছে ইউটিউব

বাংলাদেশকে কটাক্ষ করে প্রকাশিত ভিডিও তীব্র প্রতিবাদের মুখে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইউিটউব। বাংলাদেশ-ভারতের ক্রিকেট খেলাকে সামনে রেখে একদল ভারতীয় ইউটিউবে তিনটি ভিডিও আপলোড করে। সেখানে বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করা হয়। বাংলাদেশের ছেলেমেয়েরা এর প্রতিবাদে ফেটে পড়ে। এবং সেই চাপের মুখে ইউটিউব সবচে অধিক প্রচারিত ভিডিওটি আজ কিছুক্ষন আগে (বাংলাদেশ সময় ভোর পোনে ১ টা) সরিয়ে নেয়।

সরিয়ে নেয়া লিংকটি হলো- https://www.youtube.com/watch?v=S-HsZ_Uu11s

এই ভিডিওটির ভিউ সংখ্যা ছিল ২,৮৫,০০০ যা দ্রুত বাড়তে শুরু করেছিল। এটাকে প্রতিহত করার জন্য বাংলাদেশের কিছু ছেলে ফেসবুকে একটি ইভেন্ট পেজ খোলে, এবং তার মাধ্যমে সবাইকে সংগঠিত করে ইউটিউবে ক্রমাগত রিপোর্ট করতে থাকে। এবং কিছুক্ষণ আগেই ওই ভিডিওটি সরিয়ে নিতে বাধ্য হয় ইউটিউব।

এই কাজটি করার পেছনের একজন মানুষ (নিক যাযাবর পৃথিবী) প্রিয়.কম-কে জানায়, "আমরাই পারি !!! আমরা পারবো !!! আমরা হেরে যেতে শিখিনি !!!!!!" এই বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, অনুভূতি প্রকাশ করার মতো অবস্থা নেই। এখন বাকি দুটো ভিডিও নামানোর ব্যবস্থা করতে হবে। তিনি প্রিয়.কম-কে এই ধরনের প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গতকাল থেকে প্রিয়.কম সিরিজ আকারে এই বিষয়ে প্রতিবেদন এবং আপডেট দিয়ে যাচ্ছিল। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই তীব্র প্রতিবাদের মাধ্যমে এই নোংরা ভিডিওকে প্রতিহত করতে সমর্থ হয় বাংলাদেশের তরুন ছেলেমেয়েরা।

ইয়েস !!! আমরা সাকসেস !!!! ২,৮৫,০০০/- ভিউ এর ভিডিও টা রিমোভ করা হয়েছে ইউটিউব থেকে।

https://www.youtube.com/watch?v=8osmsfcmjhk চেক লিঙ্ক প্লিজ !!!!!

আমরাই পারি !!! আমরা পারবো !!! আমরা হেরে যেতে শিখিনি !!!!!!

আমাদের ইভেন্ট থেকে আমরা Report করেছিলাম !!!!

https://www.facebook.com/events/1578224615797671/

সুত্রঃ প্রিয় ডট কম

বিষয়: বিবিধ

১১৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309211
১৬ মার্চ ২০১৫ সকাল ০৬:১৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : সত্যি ভীষণ ভাল লাগে যখন বাংলাদেশের তৈরি করা পালটা ভিডিওটা দেখি।

সহযোগিতা করে কেউ যদি ভাবে আমাদের পদানত করে ফেলেছে তাহলে মহা ভুল করবে। হা, দেশের একটা অংশ তাদের দেব দেবীর চাইতে বেশি কুর্নিশ করে তাতে সন্দেহ নেই, কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ কুর্নিশ করবে এটা ভাবাও যে মহা আহাম্মুকি!

আজ যারা কুর্নিশ করছেনা তাদের প্রতিবাদে কারাগারগুলো কেঁপে কেঁপে উঠছে। প্রয়োজনে গণহারে প্রতিবাদী মানুষ জেলে, বারবারবার মার খাবে তবুও কারো সহযোগিতার প্রতিদানে নিজেদের সার্ভৌমত্ব বিলীন হতে দেবেনা।
309267
১৬ মার্চ ২০১৫ দুপুর ০১:২৭
মাহমুদুর রহমান লিখেছেন : খুব ভাল একটা কাজ করেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File