বাংলাদেশ রাস্ট্রটা হয়ে গেলো মাকড়সার পরিবারের মত দূর্বল

লিখেছেন লিখেছেন সালাম আজাদী ১৬ মার্চ, ২০১৫, ০৫:৪৭:২৭ সকাল



কুরআনে যারা আল্লাহ ছাড়া আর কাওকে অভিভাবক বা বন্ধু বানায় তাদের কে মাকড়শার পরিবারের সাথে তুলনা করা হয়েছে। এত দূর্বল এবং বাজে পরিবার তিন মিলিয়ন স্পিসেসের মধ্যে আর নাই।

পরিবারের এই ঘর টা বানায় মা মাকড়শা। বাবা মাকড়শার সাথে শুধু মাত্র সেক্সের জন্যই মায়ের সম্পর্ক তৈরি হয়। প্রথম সেক্সেই বাচ্চা হবে, এটা বাবা বুঝতে পারলে পালিয়ে চলে যায়। আর বাবা না বুঝতে পারলে মা বুঝে ফেলে, এবং যেহেতু দরকার নেই; তাই বাবা কে খেয়ে ফেলে।



বাচ্চা হওয়ার পর থেকেই শুরু হয় হত্যাযজ্ঞ। ভাইরা বোনদের কে খাওয়া শুরু করে, বোনেরা কেও মরে, সামান্য কিছু পালিয়ে যায়। ছেলেরা শেষ পর্যন্ত তাদের মায়ের প্রয়োজন নেই বলে মাকেও খেয়ে ফেলে।



যে ঘরটাও এক মেয়ে মাকড়শা বানায় তা শুধু ক্ষণভংগুর নয়, তা অন্যান্য কীট পতংগ হত্যা করার মতলবেই তৈরি। এবং খুব দ্রুত তা শেষ হয়ে যায়।

এইভাবে যে পরিবারে মা বাবার সম্পর্ক এই রকম, ছেলে মেয়ের সাথে বাবা মায়ের সম্পর্ক এইটাই, ভাই বোনের মধ্যে কাটা কাটি এমন। এবং ঘরটাও যাদের এমন ক্ষণভংগুর...... আর আল্লাহর সাথে সম্পর্ক কেমন দেখতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেই বুঝবেন। ভাবুন তাদের স্বাধীনতা আর কত দিন।

আল্লাহ তায়ালা এই কথাটাকে বুঝিয়েছেন এই ভাবেঃ

مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِن دُونِ اللَّـهِ أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا ۖ وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنكَبُوتِ ۖ لَوْ كَانُوا يَعْلَمُونَ ٤١

যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য অভিভাবক গ্রহণ করে তাদের উপমা হচ্ছে মাকড়সার দৃষ্টান্তের ন্যায়, -- সে নিজের জন্য ঘর বানায়, অথচ নিঃসন্দেহ সবচেয়ে ঠুনকো বাসা হচ্ছে মাকড়সারই বাসা, -- যদি তারা জানত। [29:41]

বিষয়: বিবিধ

২১৬৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309210
১৬ মার্চ ২০১৫ সকাল ০৬:০৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌!
মাকড়শার উপমা পড়েছি অনেক কিন্তু মাকড়শার স্বরূপ আজ আপনার মাধ্যমে জানতে পারলাম। অশেষ ধন্যবাদ।

আমিও সে প্রতিষ্ঠানের একজন, প্রতিনিয়ত বুঝে যাচ্ছি, তারা খুব শীঘ্রই দেখবে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করার ভয়াবহ পরিণতি।
১৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
250284
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহু খায়রান। কুরআন এইভাবেই মেলে দিয়ে রেখেছে ইতিহাস, সাইয়েন্স, আরো কত কিছুর বিমূর্ত ভান্ডার। যাতে করে মানুষ নিরাপদ থাকে। কিন্তু মানুষ যেন ধ্বংশ হতেই জানে, ভাংতেই চায় সব কিছু। অনেক ধন্যবাদ
309214
১৬ মার্চ ২০১৫ সকাল ০৬:২৯
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মা-শা-আল্লাহ। মাকড়শার পারিবারিক জীবনের সাথে গোটা সমাজ ও রাষ্টের সাথে অসাধারণ তাশবীহ। স্মৃতির পাতায় ভেসে উঠলো মিল্লাতে আলিম ক্লাসে আপনার কাছে বালাগাত পড়ার স্মৃতি। খুব সুন্দর লিখেছেন। ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
১৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
250285
সালাম আজাদী লিখেছেন : শায়খ, জাযাকাল্লাহু খায়রান। মিল্লাতের সে দিন গুলোর এই সব সোনা মানিকদের স্মৃতি চারণটাই এখনকার বৈকালিক আহার। আহ কী সুন্দর ছিলো সেই দিনগুলো।
309215
১৬ মার্চ ২০১৫ সকাল ০৬:৩০
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মা-শা-আল্লাহ। মাকড়শার পারিবারিক জীবনের সাথে গোটা সমাজ ও রাষ্টের সাথে অসাধারণ তাশবীহ। স্মৃতির পাতায় ভেসে উঠলো মিল্লাতে আলিম ক্লাসে আপনার কাছে বালাগাত পড়ার স্মৃতি। খুব সুন্দর লিখেছেন। ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
309227
১৬ মার্চ ২০১৫ সকাল ০৭:৩৬
মোতাহারুল ইসলাম লিখেছেন : আসসালামু আলাইকুম। অনন্যোসাধারণ উপমা, নিশ্চয়ই আল্লাহ সত্য বলেছেন। শুধুমাত্র আমাদের দেশ নয়, মুসলিম বিশ্বের অধিকাংশের অবস্থাই আজ মনে হচ্ছে কুরাণের ব্যাবহারিক তফসীর।
১৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
250286
সালাম আজাদী লিখেছেন : ঠিক বলেছেন ভাইজান। কী ভাবে একটা জাতি ধীরে ধীরে ধ্বংশ হয়ে যাচ্ছে তা দেখে কেমন যেন নিজে নিজেই বলে উঠি: History repeats itself
309231
১৬ মার্চ ২০১৫ সকাল ০৯:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্যিই আমরা এখন মাকড়সার ন্যায় ভঙ্গুর হয়ে গিয়েছি।
১৭ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৬
250428
সালাম আজাদী লিখেছেন : আসলেই ভাইজান। জাযাকাল্লাহু খায়রান
309246
১৬ মার্চ ২০১৫ সকাল ১১:১৮
দ্য স্লেভ লিখেছেন : যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য অভিভাবক গ্রহণ করে তাদের উপমা হচ্ছে মাকড়সার দৃষ্টান্তের ন্যায়, -- সে নিজের জন্য ঘর বানায়, অথচ নিঃসন্দেহ সবচেয়ে ঠুনকো বাসা হচ্ছে মাকড়সারই বাসা, -- যদি তারা জানত। [29:41]

(ওই শব্দটার স্থলে মিলন বা দৈহিক মিলন শব্দটা ব্যবহার করলে অনেকে লজ্জা পেত না ) বড় ভাইকে উপদেশ দিয়ে ফেললাম। Happy
১৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
250287
সালাম আজাদী লিখেছেন : ছোট ভাইরা পারে পরামর্শ দিতে, বড় ভাই হলে তো আদেশ হত। ঠিক বলেছেন, বুড়ো বয়সে মুখ লজ্জা মনে হয় কমে যায় কিছু। সবধান হচ্ছি। জাযাকাল্লাহু খায়রান
309266
১৬ মার্চ ২০১৫ দুপুর ০১:২৩
মাহমুদুর রহমান লিখেছেন : খুব সুন্দর তুলনা। জানি না বাংলাদেশের অনিশ্চিত ভবিষ্যত কোথায় গিয়ে উপনিত হয়।
১৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
250288
সালাম আজাদী লিখেছেন : খাদের কিনারে এসে দাঁড়িয়েছি। জানিনা পড়তে হবে কিনা। জাযাকাল্লাহু খায়রান
309278
১৬ মার্চ ২০১৫ দুপুর ০২:১২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

স্মৃতিতথ্য ঝালাই করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানাই-
জাযাকাল্লাহু খাইরান..
১৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
250289
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহু খায়রান, ভাইজান
309282
১৬ মার্চ ২০১৫ দুপুর ০২:২৭
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..চাচাজান ।

মাকড়শার পারিবারিক জীবনের সাথে গোটা সমাজ ও রাষ্টের সাথে তুলনা । খারাপ লাগলে ও বাস্তব ।
অনেক ধন্যবাদ চাচাজান ।
১৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
250290
সালাম আজাদী লিখেছেন : আম্মু, তুমি পড়েছো, আবার মন্তব্য ও করেছো, আজকে আমার আফরা কেও দেখাবো। আমারটা ঘোড়ার ডিম বাংলা জানেনা। তুমি একটু শিখায়ো তো। অনেক ধন্যবাদ। জাযাকিল্লাহু খায়রান
১০
309304
১৬ মার্চ ২০১৫ বিকাল ০৪:৪৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় বড় ভাইয়া। আপনার অসাধারণ লিখাটি পড়ে অনেকক্ষণ থমকে ছিলাম। ভাবনার জগতকে প্রচণ্ড আঘাত করলো যেন প্রবলভাবে। আমি আমাকেই প্রশ্ন করলাম, আমাদের গন্তব্য কোথায়? করনীয় বা কী এই ভয়াবহতা থেকে উত্তরণের?!
আমরা কী মাকড়শার চেয়েও ঘৃণ্য হয়ে যাই নি?
আল্লাহ্‌পাক আমাদের সবাইকে বোঝার এবং সেইভাবে জীবন পরিচালনা করার তৌফিক দিন। আমীন।
গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।

১৬ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
250291
সালাম আজাদী লিখেছেন : জাযাকিল্লাহু খায়রান। আসলেই তো। ঠিক বলেছেন। আল্লাহ আমাদের পানাহ দিন এই দুআ করছি।
১১
309392
১৭ মার্চ ২০১৫ রাত ১২:৩৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ!
১৭ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৬
250429
সালাম আজাদী লিখেছেন : জাযাকিল্লাহু খায়রান। খুব খুশি হলাম
১২
309396
১৭ মার্চ ২০১৫ রাত ১২:৪৯
এলিট লিখেছেন :
কোনআনের বানী তো সর্বদাই সঠিক। আমাদের সমাজে এর বাস্তব উদাহরনও মিলে যাচ্ছে। কিন্তু মাকড়শার ব্যাপারে তথ্যগুলো আংশিক সত্য। অনেক জাতের মাকড়শা আছে। একে অপরকে খেয়ে ফেলে এমন মাকড়শা আছে। ব্লাক উইডো নামক এক প্রজাতীর স্ত্রী মাকড়শা মিলনের শেষেই পুরুষ মাকড়শার মাথা চিবিয়ে খেয়ে ফেলে। তবে সব মাকড়শা এমন করে না। তাছাড়া মাকড়শার জাল আমাদের কাছে ঠুনকো হলেও প্রকৃতিতে পাওয়া সবচেয়ে শক্ত সুতা হল এটি। মাকড়শার জাল দিয়ে দড়ি বানালে তা লোহার দড়ির চেয়ে শক্ত হবে। বুলেট প্রুফ জ্যাকেট মাকড়শার জাল দিয়ে বানানো হয়।
১৭ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৩
250427
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহু খায়রান, সুন্দর কমপ্লিমেন্টের জন্য। বিবিসি ও ন্যাশনাল জিওগ্রাফির কিছু ডকুমেন্ট এর ভিত্তি কোরে আমার লেখা টা সাজানো। মাকড়শার উপর প্রতিবেদন দিতে চাইনি বলেই আমি ব্যাপক আলোচলনা করিনি। আল্লাহ ও কুরআনে মাকড়শার জীবন নিয়ে বলেন নি কিছু। শুধু বলেছেন " ইন্না অওহানাল বুয়ূতি লাবায়তুল আনকাবূত"। আমি চেষ্টা করেছি মাকড়শার পরিবারকে "আওহান" বলা হলো কেন তা বুঝতে। একে তাই 'ক্ষণভংগুর' শব্দ বলেছি। কারন পরিবার টা ভেংগে যায় খুব তাড়াতাড়ি। আমি মাকড়শার জ্বাল কে 'ঠুনকো' বলার মত পাগলামি আমি করিনি। আমি বলেছি 'ক্ষণভংগুর', সুতা অতি শক্ত হলেই ঘর যে চিরদিন থাকবে তা না, বরং গোটা ঘরটা কয়দিন থাকে মাত্র। বাংলা কম জানি বলে 'ক্ষণভংগুর' এর চেয়ে আর কোন শব্দ আমার লেখায় আনতে পারিনি।
যাহোক, কুরআন মাকড়শার পরিবার কে ক্ষণভংগুর বলেছেন, কেন বলেছেন তা বুঝার চেষ্টা আমরা সবাই করি। আমি ঐসব নিয়ে আলোচনা করিনি। করেছি এই আয়াতের প্রায়োগিক দিকটাকে আলোচনায় নিয়ে আসতে চেয়েছি।
ভালো লেগেছে আপনার মত সাইয়েন্স জানা মানুষ এগিয়ে এসেছেন কুরআনের ব্যাখ্যায়।
১৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
250688
এলিট লিখেছেন : হা,হা,হা। আপনার জবাব পড়ে কিছুক্ষন বেশ হেসেছি। হেসেছি আপনার জবাবে নয়,আপনার রাগ/অভিমান দেখে। আল্লাহ আপনার মঙ্গল করুন।
১৩
309414
১৭ মার্চ ২০১৫ রাত ০৩:২৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!
আল্লাহ আমাদের দেশকে জালিমদের জুলুম করা হতে রক্ষা করুন!

জাযাকাল্লাহু খাইর! Good Luck
১৭ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৭
250430
সালাম আজাদী লিখেছেন : জাযাকিল্লাহু খায়রান। খুব ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File