জাগো বাঙ্গালী জাগো

লিখেছেন লিখেছেন অভিমানী বালক ১৬ মার্চ, ২০১৫, ০৭:৩৭:৫০ সকাল

ভূমন্ডলে বাংলাদেশের মানচিত্রের পরিসর অনেক ছোট হতে পারে - কিন্তু আমার কাছে বাংলাদেশ ভুমন্ডল সমতুল্য।

কারো দয়ায় বা করুনায় আমরা লাল সবুজের পতাকা অর্জন করি নাই - ৩০ লাখ শহীদের বিনিময়ে আমাদেন এই অর্জন।

কারো গোলামী করার জন্য পদ্মা মেঘনা যমুনা রক্তে রঞ্জিত হয় নাই - গোলামী থেকে মুক্তি পাবার জন্য রক্তাক্ত হয়েছিলো গোটা দেশ।

আমরা এখনো এতটা অদিক্ষীত হই নাই যে কেউ আমাদের নিয়ে পরিহাস করবে আর তা আমরা নিরবে সহ্য করবো।

আমরা এখনো গর্জন দিতে জানি।

আমাদেন শরীরে প্রতিটি শিরায় উপশিরায় বইছে ৭১ এর মুক্তিকামী রক্ত।

আমাদের দাদা দের শত্রু ছিলো ইংরেজ,

আমাদের বাবা দের শত্রু ছিলো পাকিস্তান,

এখন আমাদের শত্রু রেন্ডিয়া (ইন্ডিয়া)।

জাগো বাঙ্গালী,গর্জে উঠো আরেকবার।

সময় এসেছে মুখোশধারী শত্রুদের মোকাবিলা করার,

লাল সবুজের পতাকার মান আমাদের কে রাখতে হবে,

রুখে দাড়াতে হবে অন্যায় অবিচার ও পরিহাসকারীদের বিরুদ্ধে।

জাগো বাংলাদেশের দামাল ছেলেরা।

গর্জে উঠো মুক্তিযুদ্ধের চেতনায়।

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309572
১৮ মার্চ ২০১৫ রাত ০১:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জাগো বাংলাদেশ জাগো।



জাগো ব্লগার জাগো মন্তব্য প্রতিমন্তব্যে জাগো...।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File