তাবলিগ নিয়ে অবৈধ সরকারের এক গভীর ষড়যন্ত্র.......

লিখেছেন লিখেছেন কথার_খই ০৮ জানুয়ারি, ২০১৫, ০২:০০:৫৮ দুপুর

তাবলিগ নিয়ে অবৈধ সরকারের এক গভীর ষড়যন্ত্রের খবর পাওয়া গেছে। একদিকে সরকার আতংকিত ইজতেমা থেকেই সরকারকে বাধ্য করতে ঢাকা অবস্থান শুরু হবে আর এতে অংশ নেবে লাখ লাখ বিরোধী দলীয় নেতা কর্মীরা।



অন্যদিকে আওয়ামী লীগের একটি সন্ত্রাসী গ্রুপকে তৈরী করা হয়েছে তাবলিগ জামায়াতের মধ্যেই নাশকতা চালানোর জন্য যাতে নাশকতার দায়ভার বিএনপি-জামায়াতের উপর চালানো যায়।

গোয়েন্দা সূত্র জানিয়েছে বিএনপিকে বেকায়দায় ফেলতেই সরকার তাবলীগের একটি টিমকে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের জন্য পাঠায়। কিন্তু বিএনপি নেত্রী কৌশলে এই টিমের সাথে দেখা না করে অবৈধ সরকারের এই ষড়যন্ত্রটি ব্যর্থ হয়ে যায়। বেগম জিয়া অবরোধ শিথিল না করার বিষয়ে অনড় থাকে বেকায়দায় পরে সরকার। কিন্তু বিরোধী জোটকে বেকায়দায় ফেলতে নতুন ষড়যন্ত্র ও পরিকল্পনা হাতে নেয় যা ইতিমধ্যেই ফাস হয়ে যায়।

নতুন ষড়যন্ত্র মোতাবেক তাবলীগের নিরীহ মুসল্লিদের উপর বিস্ফোরক দিয়ে হামলা করে এর দায়ভার বিএনপি ও জামায়াতের উপর চাপানোর সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক কয়েকটি টিম সাজানো হয়েছে বলে জানা গেছে। প্রতিটি টিমে গোপালগঞ্জ থেকে পুলিশে রিক্রুটদের কয়েকজনকে সংযুক্ত করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে। তবে ডিজিএফআই বা এনএসআই এই পরিকল্পনায় যুক্ত সরাসরি অস্বীকার না করে অভ্যন্তরীনভাবে নিজেরা বিষয়টি এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তবে অতি উত্সাহী কয়েকজন ডিবি অফিসার এ বিষয়টির সাথে গোপনে যুক্ত হয়েছেন বলে অন্য একটি সূত্র জানায়।

এদিকে বিএনপি হেফাজত ও জামায়াত সারা দেশ থেকে তাদের লাখ লাখ কর্মী তাবলীগের সাথে ঢাকায় এনে জড়ো করার সিদ্ধান্ত নিয়েছে। তাবলিগ জামায়াতের দেশপ্রেমিক একটি মহলও এই পরিকল্পনায় নিজেদের সংযুক্ত করেছে বলে জানা গেছে। ইজতেমা থেকেই ওই সকল কর্মীরা ঢাকায় অবস্থান করে রাজধানী দখল করে নেবে এবং অবৈধ সরকার দ্রুতই দেশত্যাগ করবে বা ভিন্ন আরো একটি পরিকল্পনার আওতায় নিজেদের ধংসের মুখে এনে দাড় করবে। এই ভাবেই পতন ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে পৃথিবীর অন্যতম একটি ফ্যাসিস্ট গণবিরোধী সরকারের।

উৎস শেখনিউজ

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299820
০৮ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১০
হতভাগা লিখেছেন : দিবাস্বপ্ন দেখেন বইসা বইসা । আর তো কিছু করার সাহস নাই ।
299822
০৮ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বলেন কি? এতো দেখি ভয়াবহ খবর। Surprised Surprised
299838
০৮ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
কাউয়া লিখেছেন : ভাই জামাতিরা আওয়ামিলীগের মতোই মানুষ না জানোয়ার। তাবলীগ নিয়ে তাদের এ ষড়যন্ত্রই তার প্রমান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File