::আদর্শ মানব মুহাম্মাদ (সা) সম্পর্কে অমুসলিম মনীষীদের মন্তব্য:::
লিখেছেন লিখেছেন প্রশান্ত আত্মা ০৮ জানুয়ারি, ২০১৫, ০২:৫০:১৪ দুপুর
নবী মোহাম্মদ (সাঃ) সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনই ঘোষণা করেছে,"নিঃসন্দেহে তুমি (মোহাম্মদ) নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় সমাসীন।"(সূরা আল কলমঃ৪) উনার মর্যাদা ও চারিত্রিক মাধুর্য জানতে হলে উনার জীবনী সম্পর্কে অধ্যায়ন করতে হবে।বিভিন্ন সময় অমুসলিম মনীষীরা এই মহামানব সম্পর্কে তাদের মতামত তুলে ধরেছেন।এখানে আদর্শ মানব মুহাম্মাদ (সা) সম্পর্কে কয়েকজন অমুসলিম মনীষীদের মন্তব্য তুলে ধরা হল...
✔ "ইসলাম নিজের সোনালীযুগে একগুয়েমী ও বৈষম্যবাদ থেকে মুক্ত ও পবিত্র ছিল। ইসলাম ধর্ম সমগ্র বিশ্বে প্রসংশিত হয়েছে। পশ্চিমা দেশগুলো যখন অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল তখন প্রাচ্যে এক নক্ষত্রের উদয় হয়। যার আলোকে সমগ্র পৃথিবী আলোকিত হয়ে ওঠে। ইসলাম কোন মিথ্যা ধর্ম নয়। আমি মনে করি হিন্দু ভাইয়ের এই ধর্ম ও এর মহামানব সম্পর্কে অধ্যায়ন করা প্রয়োজন। তাহলে তারাও আমার মত ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে। আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি যে, ইসলাম তরবারি দ্বারা প্রসার লাভ করেনি। কারণ আদর্শ ছাড়া কোন ধর্ম বা মতাদর্শই ক্ষমতা বা শক্তির দ্বারা প্রসার লাভ করতে পারে না।আমি নিজে দেখেছি যারা খৃষ্টধর্ম গ্রহণ করেও সে ধর্মের অধিকারসমূহ অর্জন করতে পরেনি, তারা ইসলাম ধর্ম-গ্রহণ করা মাত্রই মুসলমানদের সাথে একসূত্রে গেঁথে যায়।"
-- মহাত্মা গান্ধী
✔ "মোহাম্মদকে আমি বিশ্বের সর্বাধিক প্রভাব বিস্তারকারী মনীষীদের তালিকার শীর্ষে স্থান দিয়েছি, এতে কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন। কিন্তু মানব জাতির ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তিত্ব যিনি ধর্মীয় ও ধর্মবহির্ভূত উভয় ক্ষেত্রে একযোগে বিপুলভাবে ও সর্বাধিক সফলকাম হয়েছেন।"
-- সাহিত্যিক মাইকেল এইচ হার্ট তার 'দি হানড্রেড' গ্রন্থে
✔ "আমি মুহাম্মাদ (সা.)'র ধর্মকে সব সময়ই গভীর শ্রদ্ধার চোখে দেখি, কারণ এর রয়েছে বিস্ময়কর গতিশীলতা বা শক্তি। আমার দৃষ্টিতে এটা হচ্ছে একমাত্র ধর্ম যার রয়েছে অস্তিত্বের জগতের পরিবর্তশীলতার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার বা খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা, আর এ কারণে ইসলাম প্রত্যেক যুগেই মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে সক্ষম। আমি মুহাম্মাদকে (সা.)-অধ্যয়ন করেছি, তিনি ছিলেন একজন বিস্ময়কর মানুষ এবং আমার মতে খ্রিস্ট বা ঈসা (আ.)'র বিরোধী হওয়ার ধারে কাছেও তিনি ছিলেন না, মুহাম্মাদকে(সা.) অবশ্যই মানবতার ত্রাণকর্তা বলা উচিত। আমি মুহাম্মাদের (সা.) ধর্ম সম্পর্কে এ ভবিষ্যদ্বাণী করছি যে এই ধর্ম আগামী দিনের ইউরোপে গৃহীত হবে এবং এই ধর্মকে সাদরে বরণ করে নেয়া এখনই শুরু হয়েছে।যদি কোনো ধর্ম ব্রিটেন ও এমনকি গোটা ইউরোপের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে আগামী একশ বছরের মধ্যে তা হলে সেটা হবে ইসলাম।"
– প্রখ্যাত দার্শনিক-সাহিত্যিক জর্জ বার্নার্ড শ’
✔ "আজ এটা এক বিশ্বজনীন সত্য যে, মোহাম্মদ নারীদেরকে উচ্চতর মর্যাদায় অভিষিক্ত করেছেন।"
-- প্রাচ্য পণ্ডিত গিব
✔ "পৃথিবীর যা কিছু মঙ্গলময়, যা কিছু মহৎ ও সুন্দর সবই নবী মোহাম্মদ। তাঁর তুলনা তিনি নিজেই।"
--ইংরেজ কবি জন কীটস
✔ "আশ্রয়প্রার্থীর জন্য বিশ্বস্ততম রক্ষাকারী ছিলেন মোহাম্মদ (স.) কথাবার্তায় সব চেয়ে মিষ্টি ভাষি, সবচেয়ে মনোজ্ঞ তাকে যারা দেখেছেন তারা আবেগাপ্লুত হয়েছেন- অপ্রত্যাশিতভাবে। যারা কাছে এসেছে তারা তাঁকে ভালবেসেছেন। পরে তারা বিবরণ দিয়েছেন তাঁর মত মহামানব আগে কখনো দেখিনি পরেও না। মোহাম্মদ (স.) এর স্মৃতিশক্তি ছিল গভীর, তাঁর রসিকতা ছিল শালীন। তাঁর কল্পনা ছিল উন্নত ও মহৎ। তাঁর বিচার বুদ্ধি ছিল তীক্ষ্ম। জাগতিক শক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছেও মুহাম্মদ (সঃ) নিজ গৃহের কাজগুলোও করতেন। তিনি আগুন জ্বালাতেন, ঘর ঝাড় দিতেন, দুগ্ধ দোহন করতেন এবং নিজ হাতে কাপড় সেলাই করতেন। তাঁর আনীত ধর্ম বিধান সর্বলোকের জন্য প্রযোজ্য।"
-- প্রখ্যাত ইতিহাসবিদ এডওয়ার্ড গিবন
✔ "আমি মুহাম্মদ; (সঃ) এর কাছ থেকে অনেক কিছু শিখেছি তার আবির্ভাবের পূর্বে পৃথিবী অজ্ঞতা ও মুর্খতার অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি সেই আধারে আলো হয়ে জ্বলে উঠেছিলেন এবং বিশ্বকে আলোকিত করেছিলেন। আমি বিশ্বাস করতে বাধ্য যে, মোহাম্মদ (সঃ) এর আকীদা ও হেদায়াত যথাযথ ছিল।"
-- লিউ টলস্টয়
✔ "সেযুগে আরবরা ছিল মানব আকৃতির পশু। আলেকজান্ডার, রোমান কিংবা পার্সিয়ানদের কেউই এই জঘন্য দেশটিকে জয় করতে আগ্রহী ছিলেন না। সেই সময় মুহাম্মদ ছিলেন অন্ধকারে আলোর মত।"
-টমাস কার্লাইল
✔ "মুহাম্মদের যুদ্ধবিজয়ের ঘটনাগুলি দেখলে মনে হয় তিনি কোন মানুষ নন ;বরং স্বয়ং খোদা ! কিন্তু আবার তাকে খোদাও বলা যায়না কারণ তিনি যুদ্ধে নিজে আহত হয়েছেন তার সৈন্যরা মারা গেছে; তাই কোন মানবীয় বুদ্ধি দিয়ে তার এই অত্যাশ্চর্য বিজয়কে বিশ্লেষণ করা যায়না ।"
-ফরাসী সেনানায়ক নেপোলিয়ন বোনাপার্ট
-- ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী
বিষয়: বিবিধ
১৬৭৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন