বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে ঘৃণিত একটি নাম "ছাত্রলীগ" শিরোনামে একটি ভিডিও এবং তার নিচের একটি মন্তব্য....!!

লিখেছেন লিখেছেন কথার_খই ২১ নভেম্বর, ২০১৪, ০১:২৩:৩০ রাত



ওরা মানুষ না, ওরা ছাত্রলীগ।ওরা এত ভয়ংকর শক্তিধর যে দেশে ওদেরবিচার করা বা লাগাম টেনে ধরারমতো কেউ নেই। কারণ স্বয়ং রাষ্ট্রই যখনওদের পৃষ্ঠপোষকতাকারী তখন ওদেরবিচার করার বা চাওয়ার সাহস অাপাতদৃষ্টিতে কারো অাছে বলে মনে হয়না।দেশের যত বড় মাপের ব্যক্তিই হননা কেনওদের ব্যাপারে তাকে অাপোষকরতেই হবে।কারণ ওরাতো সোনার ছেলে !ওরা সোনার বাংলা গড়তে চায় !ওদের সকল কর্মকান্ডই দেশ গড়ারনিমিত্তে হচ্ছে ! এগিয়ে যাচ্ছে দেশ !!সুতরাং তারাই অধিকার রাখে সকলঅপকর্ম করে দায়মুক্ত থাকার।বিশ্ববিদ্যালয়ের হলে থাকার একমাত্রঅধিকারী ওরা। শিক্ষকদেরমারলে ওরাই মারবে। সাংবাদিকনির্যাতন করলে ওরাই করবে। হলে অবৈধথাকা-খাওয়ার একমাত্র অধিকারওদেরই অাছে। সরকারী সকল ধরণেরচাকুরীর শতভাগ সুবিধাভোগী ওরাইহবে। ঘরে ঘরে চাকুরীর সুবিধা শুধু ওদেরজন্য। মেধার যোগ্যতায়টিকতে না পারলেও বিসিএসে ওদেরপাশ করাতেই হবে।নতুবা দেশকে এগিয়ে নেয়া কোনভাবেইসম্ভব হবেনা !!দেশের উন্নতি অগ্রগ্রতি কিংবা ভিশন২০২১ বাস্তবায়নে ওদের মত সোনারছেলেদেরকে যে কোনমূল্যে এগিয়ে না নিলে জাতিরবাবার স্বপ্নও যে পূরণ হবেনা।কেননা তিনি ওদের নিয়ে অনেক বড়স্বপ্ন দেখেছেন ! ওদেরএগিয়ে যাওয়া মানে স্বাধীনতারচেতনার এগিয়ে যাওয়া। কারণদেশটা ওদের বাবারই পৈত্রিক সম্পত্তি।অার সে পৈত্রিক সম্পত্তিরমালিকানা এখন ওদের বাবার কন্যারহাতে। সুতরাং ওদের জন্য সাত খুন মাফ।ওরা সন্ত্রাস করবে, অস্ত্রবাজি করবে, খুনখারাবি করবে, চাঁদাবাজি করবে, ধর্ষণকরবে, ছিনতাই করবে, পুলিশ মারবে,প্রতিপক্ষের ছাত্রকে যখন খুশি তখনহত্যা করবে, কোন নিয়ম কানুনছাড়া ওরা জোরপূর্বক হলে উঠে যাবে,শিক্ষাঙ্গনকে রক্তে রঞ্জিত করবে,ওদের বাধা দেবার এখতিয়ার স্বাধীনদেশে কারো থাকা উচিৎ নয়বা থাকতে পারেনা। ওদেরবিরুদ্ধে কোন মামলাও করা যাবেনা।ওদের বিরুদ্ধে কেউ মামলা করার মতসাহস দেখালে তার জন্য তের শিকেরদালানের রিজিক বরাদ্দ।সুতরাং কেউই ওদের বিরুদ্ধে মুখখোলার সাহস করবেনা।দেশের প্রতি ইঞ্চি মাটিতে ওদেরলুটপাট ও জবরদখল করার অধিকার অাছে।ওরাতো অামাদের সম্পদ, দেশের সম্পদ।কারণ ওরা ছিল বা অাছে বলেইতো দেশ ক্রমাগত এগিয়ে চলছে। ওদেরদ্বারাই তো প্রতিপক্ষকে ঘায়েলকরা যায়। কারণ ওদের সাহস অাছে,ওরা মাস্তান, ওরা অস্ত্রবাজ।সুতরাং ওদের নিরাপত্তা দেবারদায়িত্ব পুলিশবাহিনীর। কারণ দেশেরজন্য ওদের অনেক দিনবেঁচে থাকতে হবে। ওদের কোনঅপরাধেরশাস্তি দেওয়াটা স্বাধীনতারচেতনার পরিপন্থী। কাজেই ওদের অপকর্মসহ্য না হলেওদেশে থাকতে হলে তা সহ্য করারচেষ্টা করতে হবে। কারণ শত হলেওওরা ছাত্রলীগ, মানুষ না।চেতনা যেহেতু ওদের ঠিক অাছে,কাজেই সকল অপকর্ম করে বেঁচে যাবারঅধিকারও ওদের অাছে। চেতনা ঠিকনা থাকলে ভালো কাজ করেও কোনলাভ নেই। কারণ অামাদেরকাছে ভালো কাজেরচেয়ে চেতনার মূল্য বেশী। চেতনা ঠিক থাকলে অপকর্ম কোন দোষের নয় !!

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। https://m.facebook.com/story.php?story_fbid=747594455277333&id=100000803552462&fs=1

বিষয়: রাজনীতি

১০৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286352
২১ নভেম্বর ২০১৪ রাত ০২:০৫
যা বলতে চাই লিখেছেন : আল্লাহ তাআলা আমাদের ছাত্র ও তরুণ সমাজকে ছাত্রলীগ নামক কলংকের হাত থেকে রক্ষা করুণ। আমিন।
286385
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৫৩
কাহাফ লিখেছেন :
চেতনার শানিত দন্ড দিয়ে চুরমার করে দেবে বিরোধী সব মত,পথ! এরাই ছাত্রলীগ!!! Time Out Time Out Time Out

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File