দুই রাকাত নফল নামাজ

লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ২১ নভেম্বর, ২০১৪, ০১:৩২:০৭ রাত

হাদিসে পড়েছি ভালো কোন কিছু পাওয়ার পর যেনো আমরা শোকরানা নামাজ পড়ি। কিন্তু আজ আমার সায়েমের কাছ থেকে শিখলাম অন্য কিছু।

শাহরীন দুরের একটি স্কুলে যায় একেক দিন একেক সময় ছুটি হয় তাই যোগাযোগের জন্য তাকে ভালো একটি ফোন দেয়া হয়েছে, যা একসপ্তাহ পরেই বাইরে হাত থেকে পরে স্ক্রীনটা ভেংগে গেছে আর গতকাল হুমওয়ার্ক করে laptop বিছানায় রেখেছে খুলে দেখে সেটারও স্ক্রীন ভাংগা তার বাবা দোষারোপ করছেন, কেন বিছানায় রাখলো আর শাহরীন দোষারোপ করছে নওরীনকে সে নাকী এই বিছানায় ঘুমিয়ে ছিলো যদিও নওরীন অস্বীকার করছে সে ভাংগেনি। কাজ থেকে আসার পর শাহরীনের মন খারাপ দেখলাম । যাই হোক সায়েম আমাকে বললো আপা ফোন আর laptop পাওয়ার পর দুই রাকাত নামাজ পড়েনি কিন্তু আমার হাফিজি শেষ করার পর আব্বু যে i pod দিয়েছেন কোরান তেলাওয়াত শুনার জন্য তা পাওয়ার পর আমি দুই রাকাত নামাজ পড়েছি। খুশি হলাম এই ভেবে যে, শুকরানা নামাজ বোধহয় পড়েছে কিন্তু না সে পড়েছে এই নিয়তে তার i pod টি যেনো ভেংগে যাওয়া হারিয়ে যাওয়া থেকে আল্লাহ protect রাখেন ।দেখুন আজকের বাচ্চাদের চিন্তাধারা ।

বিষয়: বিবিধ

২৮১৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286348
২১ নভেম্বর ২০১৪ রাত ০২:০১
যা বলতে চাই লিখেছেন : ভালো লাগলো
২৩ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৩৭
230509
মুহছিনা খাঁন লিখেছেন : ধন্যবাদ
286367
২১ নভেম্বর ২০১৪ রাত ০৩:২৯
খালেদ সাইফুদ্দিন লিখেছেন : মাশাললাহ.। ছোট বেলা থেকেই বাচ্চাদের সঠিক শিক্ষা দেয়া উচিৎ
২৩ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৩৭
230510
মুহছিনা খাঁন লিখেছেন : ঠিকই বলেছেন।
286396
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৬:২৭
ওরিয়ন ১ লিখেছেন : ঝাঝাকুমুল্লাহ খায়ের।
২৩ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৩৮
230511
মুহছিনা খাঁন লিখেছেন : ওয়াইয়্যকুমুল্লাহ ।
286432
২১ নভেম্বর ২০১৪ সকাল ১০:২১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সায়েম ধন্যবাদ পাবার যোগ্য কারন সে অন্তত দুই রাকা'আত নামাজ পড়েছে।

সেতো আমল টা অন্তত করেছে, তাইনা? তার নিয়ত ঠিক করে দেয়া মা/বাবা, অভিবাবকদের ও শিক্ষকদের দায়িত্ব। এখন তার নিয়তের শুদ্ধতার জন্য ও কে বুঝিয়ে বলতে হবে যে সে যদি নিয়তটা শুধু আল্লাহ'র শোকরিয়া আদায় করার জন্য করে, তা হলে আল্লাহও খুশি হবে, সাথে সাথে তার ডিভাইসটাও হিফাজত করবেন আল্লাহ।
Good Luck Good Luck Good Luck
২৩ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৩৮
230512
মুহছিনা খাঁন লিখেছেন : অনেক ধন্যবাদ পড়ার জন্য।
286434
২১ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৪
ছালসাবিল লিখেছেন : বাহ দারুন তো.... আমিও এভাবে কোরবো ইনশাআল্লাহ। Loser
২৩ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৩৯
230513
মুহছিনা খাঁন লিখেছেন : করেন ভালো কাজ জত বেশি পারেন তত ভালো । ধন্যবাদ
286451
২১ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৩
হতভাগা লিখেছেন :
২৩ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৩৯
230514
মুহছিনা খাঁন লিখেছেন : Rolling on the Floor Crying
286523
২১ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১১
আফরা লিখেছেন : মাশাললাহ !অনেক ভাল লাগল শুনে ধন্যবাদ আপু শেয়ার করার জন্য ।
২৩ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৪০
230515
মুহছিনা খাঁন লিখেছেন : দোয়া করবেন ওদের জন্য । ধন্যবাদ
286759
২২ নভেম্বর ২০১৪ সকাল ১০:২৫
নাবিলা লিখেছেন : অনেক ভালো লাগলো।
২৩ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৪০
230516
মুহছিনা খাঁন লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য ।
287907
২৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৯
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনেক অনেক দোয়া রইলো সবার জন্য। Praying Praying
২৭ নভেম্বর ২০১৪ সকাল ০৮:০১
232385
মুহছিনা খাঁন লিখেছেন : আপনার দোয়াকে আল্লাহ কবুল করুন ।
১০
293514
১১ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৪
নিশা৩ লিখেছেন : আপনার লেখাটি পড়ে মনে একটা ভাবনা উঁকি দিল। প্রতিদিন আমাদের জীবনে কতশত জানা-অজানা কল্যানময় ঘটনা ঘটে তার হিসাবও আমরা রাখি না। প্রতিদিনই এরকম স্পেশাল নামায পড়ে যদি শুকরিয়া আদায় করতে পারতাম কতই না ভাল হতো। জাযাকাল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File