দুই রাকাত নফল নামাজ
লিখেছেন লিখেছেন মুহছিনা খাঁন ২১ নভেম্বর, ২০১৪, ০১:৩২:০৭ রাত
হাদিসে পড়েছি ভালো কোন কিছু পাওয়ার পর যেনো আমরা শোকরানা নামাজ পড়ি। কিন্তু আজ আমার সায়েমের কাছ থেকে শিখলাম অন্য কিছু।
শাহরীন দুরের একটি স্কুলে যায় একেক দিন একেক সময় ছুটি হয় তাই যোগাযোগের জন্য তাকে ভালো একটি ফোন দেয়া হয়েছে, যা একসপ্তাহ পরেই বাইরে হাত থেকে পরে স্ক্রীনটা ভেংগে গেছে আর গতকাল হুমওয়ার্ক করে laptop বিছানায় রেখেছে খুলে দেখে সেটারও স্ক্রীন ভাংগা তার বাবা দোষারোপ করছেন, কেন বিছানায় রাখলো আর শাহরীন দোষারোপ করছে নওরীনকে সে নাকী এই বিছানায় ঘুমিয়ে ছিলো যদিও নওরীন অস্বীকার করছে সে ভাংগেনি। কাজ থেকে আসার পর শাহরীনের মন খারাপ দেখলাম । যাই হোক সায়েম আমাকে বললো আপা ফোন আর laptop পাওয়ার পর দুই রাকাত নামাজ পড়েনি কিন্তু আমার হাফিজি শেষ করার পর আব্বু যে i pod দিয়েছেন কোরান তেলাওয়াত শুনার জন্য তা পাওয়ার পর আমি দুই রাকাত নামাজ পড়েছি। খুশি হলাম এই ভেবে যে, শুকরানা নামাজ বোধহয় পড়েছে কিন্তু না সে পড়েছে এই নিয়তে তার i pod টি যেনো ভেংগে যাওয়া হারিয়ে যাওয়া থেকে আল্লাহ protect রাখেন ।দেখুন আজকের বাচ্চাদের চিন্তাধারা ।
বিষয়: বিবিধ
২৮১৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেতো আমল টা অন্তত করেছে, তাইনা? তার নিয়ত ঠিক করে দেয়া মা/বাবা, অভিবাবকদের ও শিক্ষকদের দায়িত্ব। এখন তার নিয়তের শুদ্ধতার জন্য ও কে বুঝিয়ে বলতে হবে যে সে যদি নিয়তটা শুধু আল্লাহ'র শোকরিয়া আদায় করার জন্য করে, তা হলে আল্লাহও খুশি হবে, সাথে সাথে তার ডিভাইসটাও হিফাজত করবেন আল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন