এই মাত্র ভুমিকম্প হলো চট্টগ্রাম সহ ভারতের মিযোরাম এবং উত্তর মিয়ানমার এ।

লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২১ নভেম্বর, ২০১৪, ০১:০৬:৫১ রাত

এই মাত্র আবার একটি বিরাট ভুমিকম্প হয়ে গেল চট্টগ্রামে।

এর কেন্দ্র ভারত-মায়ানমার সিমান্তে চট্টগ্রাম থেকে ২২০ কিমি উত্তর- পূর্ব দিকে। প্রায় ৫ সেকেন্ড স্থায়ি হয়েছিল। কেন্দ্র স্থল মিযোরাম এর খাওয়াইয়ে। মাত্রা ছিল ৫.৬ ম্যাগনিচুড। যা উচ্চমাত্রার ভুমিকম্প বলেই ধরা হয়।

আল্লাহর রহমতে এখানে বিশেস কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে মূল কেন্দ্রের আশেপাশের খবর এখনও জানা জায়নি। যায়গাটি খুবই দুর্গম। আমরা তাদের নিরাপত্তার জন্য দুয়া করছি। স্থায়িত্বের সল্পতা ও দুরুত্বের কারনে আমাদের এখানে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা নাই।

আসুন আমরা সবাই শুকরিয়া আদায় এবং দুয়া করি আল্লাহতায়লা যেন আমাদের সব ধরনের বিপদ থেকে নাজাত দেন।

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286344
২১ নভেম্বর ২০১৪ রাত ০১:১৯
দ্য স্লেভ লিখেছেন : আমিন
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০১
229981
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন
ধন্যবাদ মন্তব্যটির জন্য।
286345
২১ নভেম্বর ২০১৪ রাত ০১:২০
চেয়ারম্যান লিখেছেন : আমিন
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০১
229983
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। ধন্যবাদ।
286353
২১ নভেম্বর ২০১৪ রাত ০২:০৯
সন্ধাতারা লিখেছেন : Chumma Amin.
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০২
229985
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Amin.Allah save us.
286384
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৪৮
লজিকাল ভাইছা লিখেছেন : আমীন।আল্লাহ্‌ যেন আমাদের দেশ কে এই সব প্রাকৃতিক বিপদজ্জয় থেকে হেফাজত করেন। আমীন। তবে এই রকম একটা ভু কম্পন , প্রলয়লীলা, বঙ্গবভনে হলে মনে হয় ১৪ কোটি মানুষ খুশীই হত।
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৩
229988
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। সমস্যা হচ্ছে শুধু বঙ্গভবনে হলেও আশেপাশের বিরট জায়গা জুড়ে প্রভাব পড়বে!!!
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৪
230030
লজিকাল ভাইছা লিখেছেন : থেরাপির মাধ্যমে মরণ ব্যাধি ক্যান্সার এর কোষ গুলো মারার সময় সাথে কিছু ভাল কোষ ও মারা যায়। কিছু ক্ষতি হলেও সেটা পুষিয়ে নেওয়া যায়,বিনিময়ে শরীরটাত ক্যান্সার মুক্ত হয়। ধন্যবাদ রিদওয়ান কবির সবুজ ভাইয়া
286417
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩২
হতভাগা লিখেছেন : ০ যে কোন প্রাকৃতিক বিপর্যয়ই মানুষের জন্য ভয়াবহ পরিনতি নিয়ে আসে । আল্লাহ এরকম বিপদ থেকে আমাদের রক্ষা করুন - আমিন ।

এই মাত্র আবার একটি বিরাট ভুমিকম্প হয়ে গেল চট্টগ্রামে।


০ এত বিরাট একটা ভুমিকম্প হয়ে গেল অথচ এখনবাজে সকাল ৮.৩০টা । বিভিন্ন বাংলাদেশী চ্যানেলের স্ক্রলে তো কোন খবর দেখলাম না ।

সামান্য কোন একটা নিউজ পেলে টিভি ক্যামেরা সেখানে ছুটে যায় , লাইভ টেলিকাস্ট করে । এত বড় একটা ঘটনা কেন করছে না ?

২১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৪
229989
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভুমিকম্প টা বেশ অনুভুত হলেও সল্পস্থায়ি হওয়ার কারনে বিশেষ কোন ক্ষয়ক্ষতি হয়নি। আর মিডিয়া তো আসবে কেবল চাপাবাজির সুযোগ থাকলে।
286418
২১ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩৪
মনসুর লিখেছেন : মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৪
229991
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
অনেক ধন্যবাদ মন্তব্যটির জন্য।
286501
২১ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৫
আফরা লিখেছেন : ভাইয়া শেষ খবর কি ? আপনারা ভাল আছেন তো ? ।

আল্লাহ্‌ আমাদের দেশ কে এই সব প্রাকৃতিক বিপর্যয় থেকে হেফাজত করেন। আমীন।
২১ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৭
230156
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ কোন ক্ষয়ক্ষতি হয়নি। ভুমিকম্পের মাত্রা বেশি হলেও স্থায়িত্ব অনেক কম সময় হওয়ায় এর কোন প্রভাব পরেনি। ধন্যবাদ এবং দুয়ার জন্য আমিন।
286762
২২ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৭
আমজনতার কথা লিখেছেন : বোধ হয় জামায়াত শিবিরের কম্ম। Tongue Tongue
২২ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৪
230245
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হইতেও পারে!!!
সবাই মিলে লাফ দিয়েছিল।
287363
২৩ নভেম্বর ২০১৪ রাত ১১:৩৬
আফরা লিখেছেন : ভাইয়া ,ওয়াইস্সা গালে বাইল ন মাইজ্জ। এর মানে ? প্লীজ একটু বলে দেন ভাইয়া ।
২৩ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৩
231074
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এ্যাঁ!!! চট্টগ্রামি ভাষার এই বিদুঘটে প্রয়োগ!!!
ওয়াইসসসা গালে মানে ক্ষুদার্থ অবস্থায় আর বাইল মানে বুঝায় তোষামদি কথা আর ন মাইজ্জ মানে বলিও না। এর সম্পুর্ন অর্থ হতে পারে ক্ষুধার্থ অবস্থায় খাওয়ার জন্য কাউকে তোষামদ করা বা না খেয়ে খাওয়ার প্রসংশা করা।
২৩ নভেম্বর ২০১৪ রাত ১১:৫৯
231077
আফরা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
১০
287747
২৫ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৫২
সত্যের ডাক লিখেছেন : ভালো লাগল। আসুন আমরা সবাই শুকরিয়া আদায় এবং দুয়া করি আল্লাহতায়লা যেন আমাদের সব ধরনের বিপদ থেকে নাজাত দেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File