এই মাত্র ভুমিকম্প হলো চট্টগ্রাম সহ ভারতের মিযোরাম এবং উত্তর মিয়ানমার এ।
লিখেছেন লিখেছেন রিদওয়ান কবির সবুজ ২১ নভেম্বর, ২০১৪, ০১:০৬:৫১ রাত
এই মাত্র আবার একটি বিরাট ভুমিকম্প হয়ে গেল চট্টগ্রামে।
এর কেন্দ্র ভারত-মায়ানমার সিমান্তে চট্টগ্রাম থেকে ২২০ কিমি উত্তর- পূর্ব দিকে। প্রায় ৫ সেকেন্ড স্থায়ি হয়েছিল। কেন্দ্র স্থল মিযোরাম এর খাওয়াইয়ে। মাত্রা ছিল ৫.৬ ম্যাগনিচুড। যা উচ্চমাত্রার ভুমিকম্প বলেই ধরা হয়।
আল্লাহর রহমতে এখানে বিশেস কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে মূল কেন্দ্রের আশেপাশের খবর এখনও জানা জায়নি। যায়গাটি খুবই দুর্গম। আমরা তাদের নিরাপত্তার জন্য দুয়া করছি। স্থায়িত্বের সল্পতা ও দুরুত্বের কারনে আমাদের এখানে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা নাই।
আসুন আমরা সবাই শুকরিয়া আদায় এবং দুয়া করি আল্লাহতায়লা যেন আমাদের সব ধরনের বিপদ থেকে নাজাত দেন।
বিষয়: বিবিধ
১৩৪০ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ মন্তব্যটির জন্য।
০ এত বিরাট একটা ভুমিকম্প হয়ে গেল অথচ এখনবাজে সকাল ৮.৩০টা । বিভিন্ন বাংলাদেশী চ্যানেলের স্ক্রলে তো কোন খবর দেখলাম না ।
সামান্য কোন একটা নিউজ পেলে টিভি ক্যামেরা সেখানে ছুটে যায় , লাইভ টেলিকাস্ট করে । এত বড় একটা ঘটনা কেন করছে না ?
অনেক ধন্যবাদ মন্তব্যটির জন্য।
আল্লাহ্ আমাদের দেশ কে এই সব প্রাকৃতিক বিপর্যয় থেকে হেফাজত করেন। আমীন।
সবাই মিলে লাফ দিয়েছিল।
ওয়াইসসসা গালে মানে ক্ষুদার্থ অবস্থায় আর বাইল মানে বুঝায় তোষামদি কথা আর ন মাইজ্জ মানে বলিও না। এর সম্পুর্ন অর্থ হতে পারে ক্ষুধার্থ অবস্থায় খাওয়ার জন্য কাউকে তোষামদ করা বা না খেয়ে খাওয়ার প্রসংশা করা।
মন্তব্য করতে লগইন করুন