শিরিক করো খুশি মনে নেচে গেয়ে আপন মনে.... সাথে লাথির চিকিৎসা নিন..... ভিডিও

লিখেছেন লিখেছেন কথার_খই ১৮ আগস্ট, ২০১৪, ১২:১১:৫৫ রাত

কতটুকু পাগল হলে মানুষ বুকে লাথি খেয়ে চিকিৎসা নেয়?



কতটুকু বোকা হলে মানুষের পায়ে মানুষ সেজদা করে?

কতটুকু মোনাফেক হলে পায়ে মানুষের সেজদা পেয়ে খুশি হয়? ভিডিওটা দেখুন,

সচেতন হোন..... নিজেকে বাঁচান.........

!!!!!!!!!!!!!!!!!!!

!!!!!!!!!!

!!!!!!

!!!!

!!!

!!!!!!!!!!!!!!!!!!

!!

!!!!

!!!!!!!

!!!!!!!!!

!!!!!!!!!!

!!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কুমিল্লায় লাথি দিয়ে অভিনব চিকিৎসা Crime watch: http://youtu.be/MJ_Ar5_RvWQ

বিষয়: বিবিধ

১৫০১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255392
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৫:৩৫
বুড়া মিয়া লিখেছেন : মাইরের উপরে ওষুধ নাই – ও সেটা প্রমাণ করলো; আর স্বেচ্ছায়ও যে মাইরের ওষুধ মানুষ নিতে যায় – এটা এখান থেকে জানা গেলো!
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:২২
199315
কথার_খই লিখেছেন : যারা এ সব মাজারের লোকদের মার দিবে তারাই ওখানে গিয়ে মার ঔষধ হিসেবে খেয়ে আসে!!!!
255396
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৬:১৭
সাদাচোখে লিখেছেন : আমাদের দূর্ভাগ্য এই যে - আমরা তথাকথিত গণতন্ত্রকে আমদানী করেছি বা করতে বাধ্য হয়েছি। আজকে এক ভাইয়ের বদৌলতে জানলাম - ইসলাম গনতন্ত্রের ইনভেনটর আর বাংলাদেশে হাজার হাজার দ্বীনি ভাইরা ইসলামী গনতন্ত্রের জন্য কাজ করছেন।

এই সব কুফুরী, ঐ সব কুকুর ছানা আর বিড়াল ছানা আর উপরতলার হারামী, ঘুষখোর, চাপাবাজ আর দেহ ব্যবসায়ী - সবই যে গণতন্ত্রের অবদান - আমরা আর কোনদিন ও বুঝিবা বুঝবো না।

আমরা ইতোমধ্যে কোরানের পরিবর্তে সংবিধানকে পবিত্র করেছি, মসজিদের পরিবর্তে সংসদকে মহান করেছি, ইব্রাহীম মোহাম্মদের আঃ এর পরিবর্তে মুজিবকে নবী বানিয়ে তার স্বপ্নবাস্তবায়নের সুযোগ সৃষ্টি করেছি ও করছি, আল্লাহ র পরিবর্তে ইউএস, ই ইউ আর অস্ট্রেলিয়া আর ক্ষেত্র বিশেষে ইউ এনকে আমাদের ভাগ্য নিয়ন্তা বানিয়েছি - ঠিক যেমনটা গনতন্ত্র আমাদের শিখিয়েছে।

আমরা এমন এক হেকমার জন্ম দিয়েছি - যে হেকমার কল্যানে কোরান ও হাদীসকে আমরা যেমন করে পড়তে চাই, বুঝতে চাই - ঠিক তেমন করে পড়তে যেমন পারি তেমনি বুঝতেও পারি।

আর শুধু বুঝিনা - গণতন্ত্রের নামে ইসলামকে আজ নাড়ীছেড়া ধর্মই শুধু বানাইনি - ইসলামকে আজ কুফুরী দিয়ে ডেকে দিয়েছি। আর মুসলমানদেরকে আজ গোজামিলের মধ্যেই শুধু ঘুরিয়ে মারছি না - তাদেরকে আজ ইদুর ছানা বানিয়ে ছেড়েছি।

আমি আশা করবো বাংলাদেশের সংগঠিত শক্তিগুলো পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় - কোরান ও হাদীসে নতুন করে চোখ বুলাবে - বুঝতে চাইবে - আজকের এই সময় নিয়ে কোরান ও হাদীস সুস্পষ্টভাবে কি কি বলেছে, কি কি করনীয় ঠিক করে দিয়েছে এবং তার আলোকে নিজেদের সংগঠন সমূহকে ডেলে সাজাবে ও

নিজেদের কেবলা ওয়াশিংটনের পরিবর্তে কাবায় ফেরাবে, দেশ ও সংবিধানের পরিবর্তে উম্মাহ ও কোরানকে ধারন করবে, গনতন্ত্রের পরিবর্তে মাথা মগজ ও হাত-পা কে প্রয়োজনানুযায়ী কাজে লাগাবে, মানুষের সন্তুষ্টি ও সংগঠনের পপুলারিটি বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি ও ইসলামের পপুলারিটি নিয়ে কাজ করবে।
আল্লাহ আমাদের চোখ খুলে দাও আমরা যেন চকচক করা দজ্জালিক প্রতারনায় ভরা বিশ্ব ব্যবস্থা হতে সত্যিকারের ইসলামকে পার্থক্য করতে পারি।
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:১৯
199314
কথার_খই লিখেছেন : ভিডিওটির সাথে আপনার মন্তব্য পাঠকদের অবশ্যই উপকৃত হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ।
255398
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৬:২৭
কাহাফ লিখেছেন : ইসলাম বিমুখীতা মানুষকে পাগল বানিয়েছে.......।
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:২৪
199319
কথার_খই লিখেছেন : আল্লাহর উপর বিস্বাস নষ্ট হলে মানুষের অবস্থা এই হয়।
255435
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩০
নূর আল আমিন লিখেছেন : কাহাফ লিখেছেন :
ইসলাম
বিমুখীতা মানুষকে
পাগল বানিয়েছে.......।
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:২৪
199320
কথার_খই লিখেছেন : আল্লাহর উপর বিস্বাস নষ্ট হলে মানুষের অবস্থা এই হয়।
255493
১৮ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫২
হতভাগা লিখেছেন : এই সব ভন্ডামী উপ মহাদেশে বিশেষ করে বাংলাদেশে খুব চলে । সবচেয়ে টপ লেভেলের লোকও এটা করে দেশ চালাতো ।
১৮ আগস্ট ২০১৪ রাত ১১:২৯
199324
কথার_খই লিখেছেন : গনতন্ত্রের গরুর জালে মানুষ বন্দী হয়েছে বলে আজ মানুষত্বের সর্বনাশ!

সচেতনতা অত্যন্ত জরুরী।

উপরের লেভেলতো আছেই!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File