ব্যাং মিয়া ঠ্যাং মেলাইতে গিয়া নিজেকেই প্রকাশ করিয়া ফেলিল নিজেরই অগোচরে

লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ১৮ আগস্ট, ২০১৪, ১২:১৬:১০ রাত

ব্যাং মিয়া ঠ্যাং মেলাইতে গিয়া নিজেকেই প্রকাশ করিয়া ফেলিল নিজেরই অগোচরে

---------------------------

আমাদের নেতাদের বেলায়ই আমরা এর উদাহরণ দেখিতে পাই।

কেহ যদি চুরি বিদ্যায় মহাপারদর্শী হইয়া থাকে সে তাহার প্রতিপক্ষকে ঘায়েল করিতে প্রথমেই তাহাকে চুর বলিয়া সম্মোধন করিবে।ইহাই সাভাবিক। কেন না তাহার সভাবজাত ইহাই তাহার ভিতরে সর্বদাই ঘুরা ফেরা করিয়া থাকে। একইরকম ভাবে খুনীরা খুনী বলিয়া ঘায়েল করিতে চাইবে।

বিষয়টিকে আরেকটু খোলাসা করিয়া বলিতে গেলে বলা যায়, টাংগাইলের পতিতালয়ের একটি মেয়ে যে ভাষায় তার প্রতিপক্ষকে ঘায়েল করিবে কোন ভদ্র ঘরের মেয়ে কি তার প্রতিপক্ষকে সেই ভাষায় ঘায়েল করিতে পারিবে?

যে যেই ভাবেই করুক না কেন, ঘায়েলের ভাষা অনুযায়ী তাহারা তাহাদের আসল চরিত্র খানা সবার সামনে প্রকাশ করিয়া ফালাইতেছে তাহাদের নিজেদেরই অজান্তে।

বিষয়: বিবিধ

৯৬১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255362
১৮ আগস্ট ২০১৪ রাত ০১:৫৬
নিশিকাব্য লিখেছেন : চমৎকার বলেছেন।আমিও তাই বলি,তবে আপনার বলার স্টাইল আমার চেয়ে উন্নত।ধন্যবাদ।
১৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৩
199174
রাজিবুল হাসান লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
255397
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৬:২৫
কাহাফ লিখেছেন : আপনার উপস্হাপনা ভাল লাগলো,ধন্যবাদ।
১৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৫
199176
রাজিবুল হাসান লিখেছেন : ধন্যবাদ আপনাকে
255434
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৮
নূর আল আমিন লিখেছেন : মচৎকার কৈছেন
১৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৬
199177
রাজিবুল হাসান লিখেছেন : চেস্টা করেছি। আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File