গোটা ইসরাইল হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে : ইরান

লিখেছেন লিখেছেন কথার_খই ১০ আগস্ট, ২০১৪, ১০:৪৭:৪২ রাত

গোটা ইসরাইল হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে : ইরান

ইসরাইলের গোটা ভূখণ্ড হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে জানিয়েছেন ইরানের একজন সিনিয়র সেনা কমান্ডার। ইসলামি রেভ্যুলুশনারি গার্ড বাহিনী- আইআরজিসি’র ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি রোববার তেহরানে বলেছেন, আজ গোটা অধিকৃত ভূখণ্ড (ইসরাইল) ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।



তিনি বলেন, যখন প্রতিরোধ আন্দোলনকারীদের ক্ষেপণাস্ত্র ইসরাইলের হাইফায় আঘাত হানে তখন এর অর্থ দাঁড়ায় তারা ১৬০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। কাজেই ইহুদিবাদীদের নিয়ন্ত্রিত গোটা ভূখণ্ড (ইসরাইল) প্রতিরোধ যোদ্ধাদের হামলার আওতায় চলে এসেছে। এ কারণে, ইসরাইলের প্রতিটি নাগরিক এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ইরানি সেনা কমান্ডার বলেন, ইহুদিবাদীরা যেমন ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট বৃষ্টি ঠেকাতে পারেনি তেমনি ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে ইসরাইলি সেনা ঘাঁটিগুলোতে হামাসের হামলা ঠেকাতেও ব্যর্থ হয়েছে। হামাস মাত্র ৩২টি টানেল তৈরি করেছে এবং ইসরাইল তার সবগুলো ধ্বংস করার যে দাবি করেছে তাকে হাস্যকর বলে উল্লেখ করেন তিনি।

জেনারেল সালামি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এমন শত শত টানেল তৈরি করেছে যার খোঁজই পায়নি তেল আবিব। অত্যাধুনিক প্রযুক্তি থাকার দাবি করলেও গত এক মাসের যুদ্ধে হামাসের নেতৃবৃন্দ, তাদের যোদ্ধাদের অবস্থান কিংবা তাদের রকেট ও ক্ষেপণাস্ত্রের গুদামের নাগাল পায়নি ইহুদিবাদীরা। কাজেই প্রতিরোধ যোদ্ধাদের ক্ষমতা ও সামর্থ্য সম্পর্কে ইহুদিবাদীদের কোনো ধারণা নেই। যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেই কেবল তেল আবিব হামাসের শক্তি টের পাবে।

জেনারেল সালামি বলেন, ইসরাইলের গোয়েন্দা বাহিনীগুলোকে বুড়ো আঙুল দেখাতে পেরেছে হামাস। এর চেয়ে বড় সাফল্য আর হতে পারে না। হামাস যোদ্ধাদের মনোবল যুদ্ধ শুরুর আগের মতোই অটুট রয়েছে এবং গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নেয়ার আগ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা থামবে না।

সূত্র যুগান্তর

বিষয়: বিবিধ

১৪২৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253020
১০ আগস্ট ২০১৪ রাত ১০:৫৬
হতভাগা লিখেছেন : সাবাস ! তাহলে আর দেরি কিসের ? চালাও ক্ষেপনাস্ত্র হামলা , নিশ্চিন্হ করে দাও ইসরায়েলকে।





১১ আগস্ট ২০১৪ রাত ১২:১১
197151
কথার_খই লিখেছেন : কথার বুলি দিয়ে যদি নিশ্চন্ন করা যেত তা হলে
253024
১০ আগস্ট ২০১৪ রাত ১১:০২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শান্তি চাই শান্তি চাই মানুষ হত্যা বন্ধ করো...
১০ আগস্ট ২০১৪ রাত ১১:৫৭
197143
দ্য স্লেভ লিখেছেন : এই বানী ইসরাইলের উদ্দেশ্যে হহওয়া উচিৎ
১১ আগস্ট ২০১৪ রাত ১২:০৬
197150
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যে কোন মুহুর্তে হত্যার বিপক্ষে, যদিও ইসরায়েল তাদের আগ্রাসন চালিয়েছে বেশী এবং অন্যায় ভাবে।
১১ আগস্ট ২০১৪ রাত ১২:১৪
197152
কথার_খই লিখেছেন : শান্তি এখন বোবা মানুষের আত্তচিৎকার....
253037
১০ আগস্ট ২০১৪ রাত ১১:৫৯
গ্রামের পথে পথে লিখেছেন : মুমিনের দিন ফিরে গেছে, খুশিতে ফাল দেন।
১১ আগস্ট ২০১৪ রাত ১২:১৭
197153
কথার_খই লিখেছেন : আপনি যেখানে মন্তব্য করেন দেখি খোচা দিতে পছন্দ করেন, খোচা ছাড়া কি মন্তব্য হয়না? আমরাতো আপনাকে খোচা দিতে যাইনা।
253328
১১ আগস্ট ২০১৪ রাত ০৮:০৪
সবুজেরসিড়ি লিখেছেন : সাবাস !!! হামাস পৃবিবীম মানচিত্র থেকে নিচিহ্ন করে দাও ইসরাইল কে . ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File