বাংলাদেশকে পাশ কাটিয়ে ভারতের মহাসড়ক.

লিখেছেন লিখেছেন রাজিবুল হাসান ১০ আগস্ট, ২০১৪, ১০:৫৪:৪৪ রাত

বাংলাদেশকে পাশ কাটিয়ে ভারতের মহাসড়ক

----------------------------------------------

যিনি এই কাজটি করতে এখন মায়ানমারে অবস্থান করছেন, তিনি আর কেউই নন, তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধান দুইটি রাজনৈতিক দলের জন্য দেবীর ভুমিকায় অবতীর্ণ হওয়া বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাদের প্রানপ্রিয় সুষমা সরাজ।

বিবিসিকে এই অপকর্মটি কেন করা হয়েছে সেই প্রস্নের জবাবে বাংলাদেশের সকল রাজনৈতিক ব্যাক্তিদের নিকট দেবী নামে আবির্ভূত এই ভারতীয় নেত্রী বলেন, কালাদান মাল্টিমোডাল প্রকল্প ও ভারত-মিয়ানমার- থাইল্যান্ড ত্রিদেশীয় হাইওয়ে, এই দুটি প্রকপ্লের অবতারণা হয়েছিল এমন একটা সময়ে যখন দিল্লী ও ঢাকার সম্পর্ক এসে ঠেকেছিল তলানিতে। বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রানজিট পাওয়া ছিল অসম্ভব।

মাহামান্য ভারতীয় নেত্রী আপনাকে প্রস্ন করছি, এখন তো আপনারা ট্রানজিট পেয়েছেন। শুধু তাই নয় আওয়ামীলিগ সরকার আপনাদেরকে তাই দিয়েছে যা আপনারাও কোনদিন ভাবেন নি।

তাহলে কেন আজকে বাংলাদেশকে পাশ কাটিয়ে ভারত দক্ষিন-পুর্ব এশিয়ার সংগে সংযোগ স্থাপনের জন্য ত্রিদেশীয় হাই ওয়ে তৈরির উদ্দোগে ততপরতা শুরু করছেন?

রাজিবুল হাসান

বিষয়: বিবিধ

৮৩৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253023
১০ আগস্ট ২০১৪ রাত ১০:৫৯
হতভাগা লিখেছেন : পরনির্ভরশীল দেশের কথা বা চাওয়ার কোন দাম কি কেউ দেয় ?
১১ আগস্ট ২০১৪ রাত ০২:২৮
197185
রাজিবুল হাসান লিখেছেন : আমাদের অধিকার আছে বলার। তাই এই বলে যাওয়া।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২ আগস্ট ২০১৪ দুপুর ১২:১৯
197518
রাজিবুল হাসান লিখেছেন : একমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File