বাউল রে তোর একতারাতে।।
লিখেছেন লিখেছেন পাতা বাহার ১০ আগস্ট, ২০১৪, ১০:৫৪:৪৭ রাত
গানটি লিখেছেন আমার গুরুজী।।
গানটি রচনার তারিখ-১৭-০৯-২০০৭ ইং
বাউলরে তোর একতারাতে, এ সূর দিলো কোন মহাজন।
যেই সুরেরী মধুর তানে, ঘর ছাড়িল লালন হাসন।।
এক
কবি জালাল পাঞ্জু শাহে, মজিয়া ঐ সূরের মোহে।
দিন কাটালো উদলা গায়ে, গোশাই গোপাল মনোমোহন।।
বাউলরে তোর একতারাতে,এ সূর দিলো কোন মহাজন।।
দুই
বিজয় সরকার আর রামলালে, দ্বীজদাস ভবা পাগলে।
রাম প্রসাদ ঐ সূরের তালে,গাইলো কেবল হরিকীর্তণ।।
বাউলরে তোর একতারাতে,এ সূর দিলো কোন মহাজন।।
তিন
কি মহিমা তোর একতারে, যে মজে সে ই ঘর ছাড়ে।
সেরু পাগলা ঐ একতারে, মন দিয়েই তার মন উচাটণ।।
বাউলরে তোর একতারাতে,এ সূর দিলো কোন মহাজন।।
বিষয়: বিবিধ
১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন