ঠাকুরগাঁওয়ে এক নারীকে ধষর্ণের চেষ্টাকালে মনসুর আলী (৩৯) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।

লিখেছেন লিখেছেন কথার_খই ০৪ আগস্ট, ২০১৪, ১২:২৫:২৫ রাত

ঠাকুরগাঁওয়ে ধষর্ণের চেষ্টাকালে আওয়ামী লীগ নেতা আটক



ঠাকুরগাঁওয়ে এক নারীকে ধষর্ণের চেষ্টাকালে মনসুর আলী (৩৯) নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা।

তিনি বেগুনবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শনিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার বেগুনবাড়ী বৌরানী এলাকায় এ ঘটনা ঘটে।

বেগুনবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বনি আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, শনিবার দিনগত রাত সাড়ে আটটার দিকে বৌরানী এলাকার এক নারীর ঘরে প্রবেশ করে মনসুর আলী। এ সময় ওই নারী চিৎকার করলে এলাকাবাসী গিয়ে মনসুর আলীকে আটক করে ও গণধোলাই দেয়।

- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/311669.html#sthash.DNYrXpZ3.dpuf

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250657
০৪ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৭
দ্য স্লেভ লিখেছেন : দেখে মনে হচ্ছে সিঁদেল চোর....মাইর তো হয়নি....তালের লাঠি দিয়ে জোড়ায় জোড়ায় মাইর দিতে হবে....
250794
০৪ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১১
হতভাগা লিখেছেন : '' সবাই তো মানিক হতে চায় ......

তবু , কেউ মানিক হয় , কেউ হয়
না ''
250997
০৪ আগস্ট ২০১৪ রাত ১১:২০
সায়েম লিখেছেন : আলকাতরা মালিশ কইরা দেন
251085
০৫ আগস্ট ২০১৪ সকাল ০৬:১১
শেখের পোলা লিখেছেন : মিমাংসা নয়, নুনু কাটাই একমাত্র সমাধান৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File