যে ছবি অ-কবিকেও কবি বানায়! (ছবি ও কবিতা: ফিলিস্তিনী শিশুদের স্মরণে)
লিখেছেন লিখেছেন হককথা ০৪ আগস্ট, ২০১৪, ১২:৩৫:৫৪ রাত
১
যে ক্ষোভ, যে আগুন চাপা রইলো ঐ কচি ঠোঁটে-
একদিন দেখিস এ্যটম হয়ে তোরই মাথায় পড়বে ফেটে
২
নয়ন যদি না হেরে এ কান্না, কুহরে যদি না পশে এ চিৎকার
মানুষ না তুই, পশুও না! না জানি তুই কোন গ্রহের জানোয়ার!
৩
ঘুমাও বাছা, ঘুমাও তুমি, পাথর চাপা ঐ বুকে-
ধুলির ধরায় মানবতা মরুক তীলে তীলে, ধুঁকে ধুঁকে!
৪
বড্ড বেমানান! অসময়েই ওরা গেল চলে চীর ঘুমের দেশে !
হায় মুসলমান! এখনও মশগুল! বসিয়া কড়ির হিসেব কষে !
৫
ছিলো বুকের খুনটুকুই, দিলাম ঢেলে, বিশ্ব পূন: হোক আবাদ
রবের রাহে যাবার আগে এই হাঁকিনু! ইসলাম জিন্দাবাদ!
৬
ঘুমারে তুই বুকের মানিক, ললাটে দিলেম চুমু তোর-
কসম খোদা! শপথ নিলাম, রাত্রী শেষে আনবো ভোর!
৭
হিমালয় সম এ ভার প্রভু! শক্তি দাও বহিবার,
কারবালা সম এ শোক! তবু, মন দাও সহিবার!!
৮
বাবা! আনলে কেন এ ধরাতে, ছেড়েই যদি যাবে চলে?
কার আদরে বড় হবো? চড়বো বলো কার কোলে?
৯
আহা! ফুলগুলো সব ঝরেই গেলো! মালি আজও ঘুমিয়ে!
মুগুর মেরে বুড়োগুলোর, কেউ কী দিবি ঘুম ভাঙ্গিয়ে?
১০
ঐ চোখ, ঘুম ভেঙ্গে, ঠিকই একদিন জাগবে-
শেখ, মুফতির দাফন শেষে ঠোঁটগুলো সব হাসবে!
বিষয়: বিবিধ
২২৭৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন