জাতিসঙ্ঘে বক্তৃতাকালে কাঁদলেন ফিলিস্তিনি দূত দ্য ডন
লিখেছেন লিখেছেন কথার_খই ২৩ জুলাই, ২০১৪, ০৫:২০:৪৩ বিকাল
গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তৃতাকালে কেঁদে ফেলেন জাতিসঙ্ঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর।
তিনি বলেন, প্রতিটি মুহূর্ত অতিক্রমের সাথে সাথে এক একজন ফিলিস্তিনি শিশু বা মা কিংবা বাবার জীবন নির্মমভাবে কেড়ে নিচ্ছে বেসামরিক এলাকায় ইসরাইলের বিমান ও স্থল হামলা। আর এখন চলছে গাজা ভূখণ্ডে ব্যাপক স্থল হামলা। এতে পুরো ফিলিস্তিনি বেসামরিক জনগণের নিরাপত্তা ও অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এ কথা বলে তিনি আবার কেঁদে ফেলেন। তিনি বলেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অস্ত্রবিরতির জন্য আলোচনা অব্যাহত রেখেছেন। তেমনি মিসর ও তুরস্কও প্রচেষ্টা চালাচ্ছে। ইসরাইল আত্মরক্ষার জন্য নয়, বরং প্রতিশোধের জন্য পরিকল্পিত হামলা চালাচ্ছে। তিনি আরো বলেন, মানবাধিকার লঙ্ঘন করে, আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এবং আন্তর্জাতিক ব্যবস্থার সব স্তম্ভ ধ্বংস করে বিশ্ববাসীর সামনেই একটি নিরস্ত্র জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর বর্বরতায় বেসামরিক লোকের প্রাণহানির দায়ভার জাতিসঙ্ঘকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। সূত্র নয়া দিগন্ত
বিষয়: বিবিধ
১১৮২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন