একহাতে তালি নাহি বাজে!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ২৩ জুলাই, ২০১৪, ০৫:১৮:১৭ বিকাল
ইভটিজিং হয়,,
সেটা সবাই কয়,
অ্যাডাম টিজিং ও ঘটে,
খুব কমই সেটা রটে!
একহাতে তালি নাহি বাজে!
উভয়েই দোষী এই দোষে,
কেউ প্রত্যক্ষ আর কেউ পরোক্ষ রেশে।
আজ ইভটিজিং এর ভয়াল রূপ!
কেবল মহান খোদার পর্দার বিধান,
না মানার কারণ।
বিষয়: বিবিধ
৯২১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন