আমরা নতুন, ভাবতে চাই নতুন করে দেশের শন্তির জন্য! কিছু পুরনো কথা ও ছবি...
লিখেছেন লিখেছেন কথার_খই ১৭ জুলাই, ২০১৪, ০৫:৫২:৩৯ সকাল
শংকা আশংকায় আছি আমরা টানা টানি ও গালা গালিতে দেশটা কি ঈদের পরে যবে ছিড়ে?
আমরা কি ফিরতে পারব শান্তিতে-
বাংলাদেশ নামের নীড়ে ।
দেশের নেতৃত্ব কোন দিখে যাচ্ছে
ভেবে মনে দূঃখ আসে,
নে্তৃত্বের এ অবস্তা দেখে
মনে হয় দেশের শত্রুরা এখন হাসে ।
আমরা নতুন , ভাবতে চাই
নতুন করে দেশের শন্তির জন্য !
কোন নেতা নেত্রীর উস্কানিতে
নিজেদেরকে আমরা করবনা পণ্য ।
আমরা শুনতে চাইনা গালা গালি
দেখতে চাই উন্নয়নের প্রতিযোগীতা ,
গালা গালি আর হিংসা দেখলে
মনে পাই বড় ব্যথা ।
আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদের
লগাম নেই মুখে,
যে কোন কথা বলে দেয়
মনের অন্তরঙ্গ সুখে !!
সুখের অতিমত্রায় ভাবে তারা
জনগণ একেবারে বোকা ,
বোকা ভেবে জনগণকে
তারা নিজরা প্রতিদিন কাচ্ছে দোকা ।
তারা করতে চাই দুই ভগে ভাগ
দেশের মানুষকে !
শংকা আশংকা ভর করে
তাই মানুষের বুকে ।
আমরা বিভক্তি চাইনা
চাই শক্ত হাতের একতা ,
আমরা চাইনা নেতা নেত্রীর মুখে
শুনতে অশ্রিল কথা ।
আমরা শিখতে চাই শুশিক্ষা
গালি গালাজ নয় !
আমাদের চাওয়া সমযোতার
মাধ্যমে শান্তির জয় ।।
........ বিস্তারিত এখানে
http://www.somewhereinblog.net/blog/habib123best/29965911
বিষয়: বিবিধ
১৪৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন