একটা রক্তক্ষয়ী যুদ্ধ হোক বিশ্বব্যাপী
লিখেছেন লিখেছেন এসো স্বপ্নবুনি ১৭ জুলাই, ২০১৪, ০৭:২৬:৪৯ সকাল
মুসলীম নরনারীর আত্বচিকারে
ফিলিস্তীনের আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে!
কেউ কী শোনতে পায়না ?
বৃদ্ধের আহাজারী শিশুদের কান্নার-রোল।
কত মা-বোন প্রসব যন্ত্রনায় ছটফট করছে
রামল্যার পথের ধুলয় জন্ম দিয়েছে নবজাতক শিশু ।
ভূমিষ্ট শিশু পরে থাকে মৃত লাশের পাশে ,
শিয়াল-কুকুরের আনাগোনা ,কী বিভত্স চিত্র !
অথচ ” মুসলিম নেতৃবর্গ আত্ম রক্ষার্থে নির্বাক
জলচর কচ্ছপের ন্যয় ।
দুঃখ হয় ’আমরা যেন ভীরুকাপুরুষ অন্ধ-বধীর !
মুসলিম উম্মাহর এহেন র্দুগতিতে !
এখনো পেটপুরে খাই স্ত্রী নিয়ে দিব্বি ঘোমাই ।
যারা স্বজাতীর তরে দেয় আত্মহোতি ,
তাদের কাতারে এস শামীল হই !
নতুবা রবের কাঠগড়ায় দাড়াতে হবে শুনিশ্চিত ।
আমার এ লেখা কোন কবিতা নয় ,আহত মনের ভাবনা গুলো
কলমের খুঁচায় সাদা কাগজে এঁকেদিলাম !
এছাড়া কী ইবা করার আছে আমার ?
একটা রক্তক্ষয়ী যুদ্ধ হোক বিশ্বব্যাপী
খোদাদ্রোহীদের রক্তে ছাপিয়ে যাক
সাগর মহাসাগর নদীনালা খালবিল ।
মুসলীম উম্মার রক্ত দেখে যারা
পৈচাশিক হাসি হাসে ,
অদের রক্তে এবার হোলি খেলা হোক ।
এবার জাগাও জাতি খোলাফায়ে রাশেদার
দ্বীপ্ত আলোতে।
একটা সোনালী সন্ধা নামুক তারপর -হতাশার
সব সিঁরি গুলো ভেঙ্গে রাত্রী শেষে ,শিশির ভেঁজা
ভোর নামুক -এই অশান্ত তপ্ত পৃথিবীতে।
কোথায় লুকোলো সালাহ উদ্দিনের সুসন্তান ?
আবার আজান হবে স্পেনসহ গোটা দুনিয়ায় !
এবার মুসার সাথীদের পতাকা উড়বে
ইসরাফিলের বাঁশির আগতক ।
বিষয়: সাহিত্য
১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন