বাবার স্মরণে

লিখেছেন লিখেছেন এসো স্বপ্নবুনি ২১ জুন, ২০১৫, ১০:০৮:০৬ রাত



]

ছুট্টসময় মা মরেছে বাবাই আমার সব

আখরাতে দিও নাজাত ওহে আমার রব!

পরম সূখের জান্নাত দিও আমার বাবা মাকে

ফুল বাগিচা ঝরণা ধারা সেথায় যেন থাকে।

বাবাই আমার মাজননী বাবাই আমার বন্ধু

মায়ের স্নেহের সাগর থেকে পাইনী এক বিন্দু।

বাবা দিলেন আদর সোহাগ দূ:খ সূখে সাথ

বাবার বুকেই রাত পোহাত স্বাক্ষি ছিল চাদঁ।

ঘুমপারানীর গান শোনাতেন অশ্রুআখীপাতে

গল্প শোনে ঘুমিয়ে যেতাম জোসনা স্নাত রাতে।

বিষয়: বিবিধ

১৪২৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327068
২২ জুন ২০১৫ সকাল ১১:৫৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : বাবাকে নিয়ে আপনার এই কবিতাটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।
327411
২৫ জুন ২০১৫ সকাল ০৭:১৬
এসো স্বপ্নবুনি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যকরে উত্সাহিত করার জন্য
327412
২৫ জুন ২০১৫ সকাল ০৭:২৫
এসো স্বপ্নবুনি লিখেছেন : আমি অত্যান্ত দূ:খিত এক বন্ধুর মনতব্যের উত্তর দিতে গিয়ে মুছে ফেলেছি।সেউ বন্ধুকে বলেছি-
আপনাকেও অনেক ধন্যবাদ।আল্লাহ সকলের বাবা মাকেই জান্নাতে সুন্দর অবস্থান দান করুন।
345401
১২ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৩০
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : বাবার মুখখানা বারে বারে মনে পরে
মনে পরে স্নেহময় ভালোবাসার পরশ
আজ বাবা বুকের মধ্যে বাসকরে
আমায় শাসায় আদর করে
বাবার হাতেই প্রথম লিখতে শিখি
তাই প্রতিটি শব্দে বাবার স্পর্শ পাই,
বাবা ছিলেন শতকষ্টের শান্তনা
ছিলেন আমার আদর্শ শিক্ষক
আজ বাবা নেই পৃথিবী শূন্য লাগে....
***************************
বাবাকে নিয়ে লেখা মানেই আমার দুর্বল যায়গা...অসাধারন লিখেছেন আল্লাহ ঈমানদার বাবাদের শান্তিতে রাখুক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File