তোমাকে যেদিন এনেছি ঘরে সেদিন থেকে এভাবেই চেয়েছি তোমায় আবেগ জুড়ে প্রতিনিয়ত (ছবি সহ)
লিখেছেন লিখেছেন কথার_খই ২৬ জুন, ২০১৪, ০৯:৫০:১৪ সকাল
.
.
.
.
তোমার সরলতা প্রতিনিয়ত করেই চলছে আমায় মুগ্ধ!!
তোমার প্রতি দূর্বল হচ্ছি আমি তোমার প্রেমে হয়ে গেলাম আবদ্ধ!
তুমি বুঝেছ আমায় এ আমার জীবনের বড় সফলতা,
তোমার মন পেয়ে মুছে গেল দুঃখ, কষ্ট, জীবনের কিছু ব্যর্থতা!!
ভেবেছিলাম তোমাকে বুঝাতে পারবোনা নিজে নিজেকে!!
আমার চেষ্টা গুলোর সফলতা দেখে নিরব নির্জনে মন হেসে উটে সুখে!।
তোমার সরলতা বদলে দিয়েছে আমার এ মনোভাব!
তুমি বুঝে শুনে গ্রহণ করে নিয়েছ আমার যত আছে স্বভাব!!
তোমাকে যেদিন এনেছি ঘরে সেদিন থেকে এভাবেই চেয়েছি তোমায় আবেগ জুড়ে প্রতিনিয়ত,
সময়ের ব্যবধানে গড়ে উটেছে তুমি আজ এই মনের মত!!
তুমি এসেছ কেঁদে কাঁদিয়েছ পরিবার সাথে বাবা মা সবাইকে!!
বিনিময়ে আমার সুখ দুঃখ নিয়ে অতই আদরে জড়িয়েছ এ নরম বুকে।
তোমার ঐ ত্যাগের মর্যাদা যেন দিতে পারি হে আল্লাহ আমায় দিও তৈফিক,
সুস্থ মস্তিষ্কে যেন নিতে পারি সিদ্ধান্ত সময়ের কাছে যেটা সঠিক।
বি:দ্র:- লেখাটি স্বপ্নময় মস্তিকের আবিষ্কার বাস্তবতার সাথে মিল কম!! যদি কারও সাথে মিলে যায় সে সুখী মানুষ!
বিস্তারিত এখানে....http://www.somewhereinblog.net/blog/habib123best/29960845" target="_blank" target="_blank" rel="nofollow">Click this link
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধুমাত্র একটা ছবি ?!
http://www.somewhereinblog.net/blog/habib123best/29960845
মন্তব্য করতে লগইন করুন