<)Happyমুখোশ <)Happy মুখোশ পরে লুটে নেয় অন্য জনার সুখ....

লিখেছেন লিখেছেন কথার_খই ২৩ মে, ২০১৪, ০১:০২:১৫ রাত

সামনে এলে ভক্তি আবার

পেছনে গেলে গালি,

পৃথিবীর বাগানে কি-

এমন আশ্চার্য মাল

বলি আমি বলি

মানুষ তার নাম,

হয়ে গেছে জানা

কোথায় তার গ্রাম।

প্রহর গ্রামে বাস করে

কালো তার মন,

অবিশ্বাসে রয় গিরে

তার পৃথিবীর গ্রান।

গ্রান নিয়ে আছে সে

মুখোশ পরা মুখ,

মুখোশ পরে লুটে নেয়

অন্য জনার সুখ।

আড়ালে গীবত করা-

তার হয়ে গেছে নেশা!

গীবত করে খূজে নেয়

আনন্দের উশ্ন ভাষা।

আমি তারে ঘৃণা করি

উষ্ণতায় মনে প্রাণে,

সে চোখের সামনে এলে

মন কাঁদে অত্যান্ত গোপনে ।

সে আবার সকলের-

একান্ত বন্ধু স্বজন,

আসল পরিছয় রাখে

সে অবান্ত গোপন।

সে যতই খারাপি খরোক

খারাপ সে নয়,

মুখোশের আড়ালে সে

করে নিত্যান্ত জয়।

আমি তরে চিনে নিলাম

কাজের ফাকে ফাকে,

উপরে ভাল মানুষ

ভিতরে অন্য কিছু আঁকে।

এমন মানুষ চিনতে

কেউ ভুল করে বস'না ,

ভুল করে বসলে কাজের ফাকে

দু'নয়নে নেমে আসবে ঝর্ণা ।।

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

বন্ধুরা আমাদের চার পাশে মুখোশের আড়ালে

অনেখ কিছুই ঘটে ,

তাই সবার প্রতি অনুরোধ মুখোশ পরা মুখ গুলোর

মুখোশ উম্মুচিত করুন।।

সামনে এলে ভক্তি আবার

পেছনে গেলে গালি,

পৃথিবীর বাগানে কি-

এমন আশ্চার্য মাল

বলি আমি বলি

মানুষ তার নাম,

হয়ে গেছে জানা

কোথায় তার গ্রাম।

প্রহর গ্রামে বাস করে

কালো তার মন,

অবিশ্বাসে রয় গিরে

তার পৃথিবীর গ্রান।

গ্রান নিয়ে আছে সে

মুখোশ পরা মুখ,

মুখোশ পরে লুটে নেয়

অন্য জনার সুখ।

আড়ালে গীবত করা-

তার হয়ে গেছে নেশা!

গীবত করে খূজে নেয়

আনন্দের উশ্ন ভাষা।

আমি তারে ঘৃণা করি

উষ্ণতায় মনে প্রাণে,

সে চোখের সামনে এলে

মন কাঁদে অত্যান্ত গোপনে ।

সে আবার সকলের-

একান্ত বন্ধু স্বজন,

আসল পরিছয় রাখে

সে অবান্ত গোপন।

সে যতই খারাপি খরোক

খারাপ সে নয়,

মুখোশের আড়ালে সে

করে নিত্যান্ত জয়।

আমি তরে চিনে নিলাম

কাজের ফাকে ফাকে,

উপরে ভাল মানুষ

ভিতরে অন্য কিছু আঁকে।

এমন মানুষ চিনতে

কেউ ভুল করে বস'না ,

ভুল করে বসলে কাজের ফাকে

দু'নয়নে নেমে আসবে ঝর্ণা ।।

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

বন্ধুরা আমাদের চার পাশে মুখোশের আড়ালে

অনেখ কিছুই ঘটে ,

তাই সবার প্রতি অনুরোধ মুখোশ পরা মুখ গুলোর

মুখোশ উম্মুচিত করুন।।

বিষয়: বিবিধ

১২৮৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224920
২৩ মে ২০১৪ রাত ০২:৪৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ মে ২০১৪ রাত ১২:৪৯
172387
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ,
২৪ মে ২০১৪ রাত ১২:৪৯
172388
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ,
২৪ মে ২০১৪ রাত ১২:৪৯
172389
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ,
২৪ মে ২০১৪ রাত ১২:৪৯
172390
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ,
২৪ মে ২০১৪ রাত ১২:৪৯
172391
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ,
২৪ মে ২০১৪ রাত ১২:৪৯
172392
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ,
২৪ মে ২০১৪ রাত ১২:৪৯
172393
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ,
২৪ মে ২০১৪ রাত ১২:৪৯
172394
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File