ইউক্রেনে হামলায় ১৩ সেনাসদস্য নিহত

লিখেছেন লিখেছেন অরুণোদয় ২৩ মে, ২০১৪, ০১:৫৪:০৩ রাত



পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলের একটি চেকপয়েন্টে রাশিয়াপন্থী বিদ্রোহীদের হামলায় বৃহস্পতিবার অন্তত ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছে। ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকসান্দার প্রেসিডেন্ট ওলেকসান্দার তুর্কিনভ এবং প্রতিরক্ষামন্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ধারণা করা হচ্ছে, রোববার দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনকে ব্যহত করার জন্যাই এ ধরনের হামলা চালানো হয়।

বার্তা সংস্থা এপি'র খবরে বলা হয়, ডোনেটস্ক থেকে ২০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত ব্লাহোদাতনি গ্রামের চেকপয়েন্ট আক্রমণ করে বিদ্রোহীরা। এ ঘটনায় হতাহতের পাশাপাশি বেশ কিছু সামরিক যানবাহন ক্ষতিগ্রস্থ হয়েছে।

ঐ এলাকার বাসিন্দারা বলছেন, হামলাকারীরা চেক পয়েন্টে এসেছিল একটি সামরিক ট্রাকে আরোহন করে। ফলে সেনাসদস্যরা তাদেরকে সন্দেহ করতে পারেনি। আর এই সুযোগেই রাশিয়াপন্থী বিদ্রোহীরা হামলা চালায়।

এই ঘটনার দায় স্বীকার করেছেন হরলিভকা শহরের একজন বিদ্রোহী কমান্ডার। তিনি ঘটনাস্থল থেকে জব্দকৃত বেশ কিছু অস্ত্র সাংবাদিককে দেখিয়ে বলেন, "গণপ্রজাতন্ত্রী ডোনেটস্কের মাটিতে যে ইউক্রেনিয়ান সেনা মোতায়েন করা হয়েছে, তাদের একটি চেকপয়েন্ট আমরা ধ্বংস করেছি। যে অস্ত্রগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলো মৃত সেনাদের কাছ থেকে নিয়ে আসা হয়েছে।" সূত্র: এপি ও ফক্স নিউজ। - See more at: http://www.timenewsbd.com/news/detail/13342#sthash.o1y5fNOH.dpuf

বিষয়: বিবিধ

৭৭৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224941
২৩ মে ২০১৪ সকাল ০৬:২৬
টোকাই বাবু লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Surprised
224949
২৩ মে ২০১৪ সকাল ০৭:০৩
হতভাগা লিখেছেন : কপি-পেস্ট চলছে , চলবে .....
226128
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১১
ইবনে আহমাদ লিখেছেন : শুরু হল মাত্র। ফিরে পেতে অনেক দেরী হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File