একজন ভন্ড যখন মানুষকে কাঁদাইয়া ফেলে

লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ২৩ মে, ২০১৪, ০৪:২৫:৪২ রাত



এতদিন ইসলামপন্থীরা আফসোস করতো তাদের শাহবাগীদের মত একজন জাফর ইকবাল নেই বলে।

গোলাম মাওলা রনির আবির্ভাবে আশা করি সেই শূন্যতা পূরন হয়ে গিয়েছে।জাফর ইকবাল হ্যামিলনের বাঁশিওয়ালার মত পুরা জাতিকে হিপনোটাইজ করে চেতনা ইনজেক্ট করতো,,এখন জাফর বিপরীতে এন্টি জাফর অর্থাৎ রনি সাহেব তার জাদুকরী লেখা দিয়ে পুরো জাতির মধ্যে ইসলামের সুমহান বাণী পৌছায় দিবে।

অলরেডী আমাদের ভাইরা গোলাম মাওলা রনিকে মাথায় তুলে নাচানাচি শুরু করে দিয়েছে।

"রনি ভাইয়ের কথায় চোখে অশ্রু ধরে রাখতে পারলাম না"

" আল্লামা সাঈদী নির্দোষ,রনি ভাইয়ের লেখাটা একবার পড়েই দেখুন"।

"রনি ভাইকে আল্লাহ নিশ্চই এর জন্য উত্তম প্রতিদান দিবেন।"

এ ধরনের আবেগী লেখাতে নিউজ ফিড ভেসে যাচ্ছে।

তো,ভাইদের চোখ থেকে অশ্রু বের করে ফেলেছেন রনি সাহেব,,তো তাকে সফল ধরে নেয়া যায়।তবে এই সফলতার মূল সূত্র তিনি জাফর স্যার থেকেই ধার করলেন,,ইমোশন,ইমোশন,ইমোশন।

জাফর স্যার মুক্তিযুদ্ধের ইমোশন নিয়ে খেলা করেন,আর রনি সাহেব ইসলামের ইমোশন নিয়ে খেলা শুরু করলেন।

তবে এক্ষেত্রে রনি সাহেব অবশ্যই কিছুটা এগিয়ে।

কেননা,ইসলামপন্থীদের চোখের মনি এই রনি কিনা আওয়ামী লীগ করেন!

যেই আওয়ামী লীগকে ইসলামপন্থীরা নাস্তিক্যবাদী শত্রু,ইসলামের দুশমন বলে আখ্যায়িত করে,সেই দুশমনদের একজনই কিনা হয়ে গেলেন তাদের প্রিয় লেখক,যিনি কিনা তার লেখনী দিয়া আবেগী ভাইদের চোখ থেজে অশ্রু বের করে ফেলতেসে!

সম্পূর্ণ বিপরীত মেরু থেকে এসে রনি সাহেব যেই অভিযোজন ক্ষমতা দেখালেন তা জাফর স্যারকে মোকাবেলা করতে হয় নি।তাই এখনই বলে দেয়া যায় রনি সাহেব অনেক দূর পর্যন্ত দৌড়াতে পারবেন।

এবার আসি আসল কথায়,আমার স্পষ্ট মনে আছে আজ থেকে প্রায় ১ বছর আগে বিটিভিতে একটা অনুষ্ঠানে রনি সাহেব এসেছিলেন ইসলামী বয়ান করতে।তো তিনি সেখানে অনেক কায়দা কানুন করে বুঝাতে চাইলেন যে মওদূদীবাদ অতি খারাপ মতবাদ,ইহা ইসলামের কলংক,হ্যান ত্যান,ব্লা ব্লা ব্লা।

একপর্যায়ে তিনি যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের নাম উল্লেখ করে বললেন,'এরা ইসলামের নামে মানুষকে ধোকা দিচ্ছে।'

সেসময় তিনি আল্লামা সাঈদীরও নাম নিলেন।

অতঃপর ১ বছরের মধ্যে দুনিয়া উল্টাই গেল,সাঈদী এখন রনি সাহেবের চোখের মনি,সাঈদী সাহেবকে নিয়ে রনির কত সুখস্মৃতি!আহা!

নিজের পঙ্গু পিতার সাথে সাঈদী সাহেবের ওয়াজ নিয়ে কত মর্মস্পর্ষী বেদনা!

রনি সাহেব এই ব্যাপারটাই ভাল জানেন,কোথায় পাঠককে কাঁদাতে হবে,কোথায় কিছু বিশ্বাসযোগ্য কথা লিখতে হবে,কথায় গিয়ে পাঠককে স্মৃতিচারনের সুযোগ দিতে হবে। এভাবেই পাঠককে সহজেই বশীভূত করে চলেছেন রনি সাহেব।

গ্রামের ওয়াজ মাহফিলে কিছু মজার ঘটনা ঘটে।হুজুর তারমত ওয়াজ করতে থাকেন,যখন দেখেন শ্রোতারা চিল্লাচিল্লি,গল্প-গুজব করছে তখন জাহান্নামের বর্ণনা দিয়ে উচ্চস্বরে মাইক কাপাই তুলে।

শ্রোতারাও ভয়ের চোটে মনযোগ দেয়।

অতঃপর আরও কিছুক্ষন ওয়াজ চলে,,এক পর্যায়ে শ্রোতাদের ওয়াজ শুনতে শুনতে ঘুম এসে যায় চোখে,,হুজুর এটা বুঝতে পেরে ঘুম যাতে না আসে সেজন্য কতক্ষন সমস্বরে 'আল্লাহুম্মা,সাল্লেয়ালা,সায়িদ্যিনা মাওলানা মোহাম্মদ্ִ বইলা সুর ধরে আর শ্রোতাদেরও গলা মিলাতে বলে।

ব্যস শ্রোতাদের ঘুম মুহূর্তেই গায়েব হয়ে যায়।

রনি সাহেব এই কৌশলটাও ভালভাবে রপ্ত করেছেন,,

রনি সাহেব বহুমুখী প্রতিভার অধিকারী,অনলাইন নিউজ সাইট চালান,রাজনীতি করেন,উপন্যাস লেখেন,,পত্রিকায় কলাম লেখেন,'মোঘল হেরেমের দুনিয়া কাঁপানো প্রেম্ִ লিখে পুরা বঙ্গে প্রেমের সুবাতাস ছড়ায় দেন।

যেহেতু এখন দেশে ডানপন্থীদের জয়জয়কার,তো রনি এই সুযোগটা মিস করবেন কেন?

আব্দুল কাদের মোল্লার কাহিনী লিখে তিনি সকলের হৃদয়ে প্রথমে জায়গা করে নিলেন,,তারপর সাঈদী সাহেবকে নিয়ে লিখে তিনি এখন দ্বীনি ভাইদের চোখের মনি,সোনা মনি,কলিজার টুকরো হয়ে গেলেন।

তো নেক্সট কার ফাঁসির রায় আসছে?

তো বস! হবে নাকি আরেকটা মর্মস্পর্ষী লেখা? ফাঁসির রায় না আসা পর্যন্ত নতুন কলাম তো আর পাবো না,,তো ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকলাম।

আপাতত সাঈদী সাহেবকে নিয়া লেখাটাই ধুমাইয়া শেয়ার দিতে থাকেন আর অশ্রুবর্ষন করতে থাকেন।

(সংগ্রহ)

বিষয়: বিবিধ

১৭৩৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224933
২৩ মে ২০১৪ সকাল ০৫:৪১
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : আমরা খুবই আবেকপ্রবণ!!! Thumbs Down Thumbs Down Thumbs Down Hurry Up Hurry Up Hurry Up Hurry Up
২৫ মে ২০১৪ রাত ০২:১৮
172806
সত্য কন্ঠ লিখেছেন : হুম।Praying
224938
২৩ মে ২০১৪ সকাল ০৬:০২
ওরিয়ন ১ লিখেছেন : রনি যদি সত্যিই যা লিখেছেন তাই মনে প্রানে বিশ্বাস করে তবে তার উচিত সাঈদী সাহেবের সাথে একাত্বতা পোষন করে আল্লহর জমীনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের প্রচেস্টার সংগ্রামে নিজেকে যুক্ত করা। শুধুমাএ লিখে বাহাবা কুড়াবার মধ্যে কোন বাহাদুরী নেই।
২৩ মে ২০১৪ সকাল ০৬:২৪
172128
টোকাই বাবু লিখেছেন : হুম...
ওরিয়নের সাথে একমত
২৫ মে ২০১৪ রাত ০২:১৮
172807
সত্য কন্ঠ লিখেছেন : Good Luck Good Luck Good Luck
224940
২৩ মে ২০১৪ সকাল ০৬:২৩
টোকাই বাবু লিখেছেন : জাফর স্যার মুক্তিযুদ্ধের ইমোশন নিয়ে খেলা করেন,আর রনি সাহেব ইসলামের ইমোশন নিয়ে খেলা শুরু করলেন।

ওরিয়নের মন্তব্যের সাথে একমত। আমরাও এও জানি না তিনি কি আসলেই খেলছে না কি??? তার লেখাগুলো দেখে বুঝা যায় যে, তিনি ইদানিং পড়াশুনা করছেন। আল্লাহ রা্বুল আলামীন যখন চান তখন তিনি দুষ্টদের দিয়েও ইসলামের পক্ষে কথা বলান এরকম অসংখ্য নজীর এই দুনিয়াতে আছে। তবে রনির জন্য আপাতত আফসোস আর তার সাথে সাথে দু'আ রইল। আল্লাহ যাতে করে তাকে হেদায়াত দেন আর ইসলামের কল্যাণে কাজ করার তৌাফিক দেন। (আমীন)
২৫ মে ২০১৪ রাত ০২:১৮
172808
সত্য কন্ঠ লিখেছেন : Good Luck Good Luck Good Luck
224948
২৩ মে ২০১৪ সকাল ০৭:০০
হতভাগা লিখেছেন : আমরা বাংলাদেশীরা খুব আবেগ প্রবন , সুযোগ পেলেই আবেগ দেখাতে পছন্দ করি ।

এটারই সুযোগ নেয় চালাকেরা । তাদের ধান্ধাবাজিকে কাজে লাগায় এই আবেগকে সামনে রেখে।

বাস্তবতা হল ... আবেগ থাকা ভাল , তবে তাতে কাজের কাজ কিছুই হয় না যদি তা বাস্তবে কার্যকর করানো না হয় ।
২৫ মে ২০১৪ রাত ০২:১৯
172809
সত্য কন্ঠ লিখেছেন : Good Luck Good Luck Good Luck
224955
২৩ মে ২০১৪ সকাল ০৮:০৪
শান্তবীর লিখেছেন : আল্লাহ তায়ালা তাঁর দীন অবাধ্যদের দিয়েও প্রতিষ্ঠিত করতে পারেন। তবে রনিকে এখন মাওলানা রনি!বলা যায়।
২৫ মে ২০১৪ রাত ০২:১৯
172810
সত্য কন্ঠ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
224961
২৩ মে ২০১৪ সকাল ০৮:৫৯
আহ জীবন লিখেছেন : বেচারা বর্তমানে খুব পড়াশোনা করতেছে।
ঐদিন দেখলাম ফেরাউনরে নিয়া লিখছে।

তার নিয়তই নিয়তির দিকে টেনে নেবে।

আবেগ থাকা ভাল নইলে চক্ষু দিয়া পানি বেরুবে না। আর আবেগে ভুল করলে থামাইতে পারবেনা।
২৫ মে ২০১৪ রাত ০২:১৯
172811
সত্য কন্ঠ লিখেছেন : :Thinking :Thinking :Thinking
224965
২৩ মে ২০১৪ সকাল ০৯:৩১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : অন লাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগের উন্নয়নের ফলে রনিদের মত আতেলদের ভন্ডামীর থলের মুখ বন্ধ রাখা যাচ্ছে না। ভাই আপনে এসব কি বলাবলি শুরু করে দিলেন! আমরা তো মনে করছিলাম আগামী মজলিসে সূরার বৈঠকে সাঈদী সাহেবের খালি হওয়া শুণ্য পদে নায়েবে আমীর হিসেবে রনি সাহেবের মনোনয়নকে প্রাথমিকভাবে অনুমোদন দেয়া হবে।
আপনি আছেন কিনা গোলাম মওলা রনি সাহেবের পশ্চাতের লুকানো শুকনো গু'য়ের মধ্যে পানি ডালতে ষড়যন্ত্র করছেন!
২৫ মে ২০১৪ রাত ০২:১৯
172812
সত্য কন্ঠ লিখেছেন : Clown Clown Clown
২৫ মে ২০১৪ সকাল ০৯:১৩
172853
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : আমি ও তো মনে করছিলাম আগামী মজলিসে সূরার বৈঠকে সাঈদী সাহেবের খালি হওয়া শুণ্য পদে নায়েবে আমীর হিসেবে রনি সাহেবের মনোনয়নকে প্রাথমিকভাবে অনুমোদন দেয়া হবে। Angel Angel
224992
২৩ মে ২০১৪ সকাল ১১:০৭
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : জামায়াত-শিবিরের কাছে মিনা ফারাহ এখন প্রিয় ব্যক্তিত্ব ।

এই মিনাহ ফারা ছিলেন (আছেনও)উগ্র হিন্দু । অথচ বিয়ে করেছেন মুসলিমকে । তার ছেলে ছিল মুসলিম । ছেলেটা মারা যাওয়ার পর তিনি তার ছেলেকে হিন্দু নিয়ম অনুযায়ী আগুনে পোড়ান । অথচ তার স্বামী আমেরিকার কত জায়গায় ঘুরলেন তাদের ছেলেকে মুসলিম নিয়ম অনুযায়ী কবর দেওয়ার জন্য । নয়া দিগন্তে মিনাহ ফারাহ নিয়মিত লিখেন । দিগন্ত টিভি থাকতেন বেশ কয়েক বার ওয়াজ নসিয়তও করেছেন ।

বিজেপি এখন জামায়াত-শিবিরের প্রিয় ।

এখন গোলাম মাওলা রনি । এই গোলাম মাওলা রনি সাইদীর ফাসির পর এক লেখায় বলেছিলো সাইদী আধা শিক্ষিত ধর্ম ব্যবসায়ী এবং তিনি তাফসির করার অধিকার রাখেন না । এবং এই কথাটা খুব নোংড়া ভাষায়ই বলেছিলেন ।
সময়ের বিবর্তনে গো.ম.র এখন জামায়াতী বা মওদুদি বা সালাফী বা আহলে হাদিসি বা ওহাবী বা সৌদি রাজতন্ত্রীপন্হীদের কাছে প্রিয় ।


আর শুধু শুধু লোকেরা কি বলে জামায়াতে ইসলামী হলো : ১. যমের হাতে ইসলাম ২. জামা-তে ইসলামী ।
২৫ মে ২০১৪ রাত ০২:২০
172813
সত্য কন্ঠ লিখেছেন : লোকেরা না হয় বলে , আপনি কি বলেন ?
২৫ মে ২০১৪ রাত ০৮:৪০
173147
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আগে আমি বলতাম না । এখন বলা শুরু করেছি ।
225013
২৩ মে ২০১৪ দুপুর ১২:১৮
আয়নাশাহ লিখেছেন : সাঈদী ভক্ত, সাচ্চা ইসলাম পন্থী ভাই বোনদের কাছে 'বড়ো ভাল লোক' এবং সত্যবাদি গোলাম মওলা রনির একটি বক্তৃতা শুনে মনটা ভরে নিন। ভবিষ্যতে অনেক ফায়দা হবে।


২৫ মে ২০১৪ রাত ০২:২০
172814
সত্য কন্ঠ লিখেছেন : Good Luck Good Luck
২৫ মে ২০১৪ সকাল ০৯:১৬
172854
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : ভাই এটা কী ভাবে নামাবো জানাবেন কী?
২৫ মে ২০১৪ সকাল ০৯:৩৬
172856
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গোলাম মওলা(না) রনী ওরফে গোমর সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। অবশ্যই গোমর সাহেবকে নায়েবে আমীরের শুন্য হতে যাওয়া পদ দিতে অইবো।
আপনাগো ষড়যন্ত্র সফল হতে দিমুনা।
২৭ মে ২০১৪ সকাল ০৯:৪৬
173783
আয়নাশাহ লিখেছেন : গোমর?????
আপনি সত্যই গ্যাঞ্জাম লাগাতে পারবেন।
১০
225336
২৪ মে ২০১৪ সকাল ১১:২৯
সালাম বাংলাদেশ লিখেছেন : মনে হচছে mrinal dada ছারা হাচিনার সাথে আর কেউ থাকবেনা
২৫ মে ২০১৪ রাত ০২:২০
172815
সত্য কন্ঠ লিখেছেন : :Thinking :Thinking :Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File