সত্য দিয়ে করবো আমরা আমাদের পথ ঊজলা।

লিখেছেন লিখেছেন কথার_খই ০৪ নভেম্বর, ২০১৩, ০৯:০৬:০৪ সকাল

সত্যের সব দুয়ার খুলে দিতে চাই

বন্ধের সিকল ছিন্ন করে,

মন্দের সব ছায়া দূর করতে চাই

আলোর অবিরাম চাদরে।

সত্য ন্যায়ের বিন্দু বিন্দু জল

করব আমরা একত্র,

শ্রম ও মেধা হোক আমাদের

সফলতার অস্ত্র।

সত্যের পক্ষে আমরা যাব

সত্যই হোক আমার গলার মালা,

সত্য দিয়ে করবো আমরা

আমাদের পথ ঊজলা।

বিষয়: বিবিধ

১২৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File