ছোট্ট এক টুকরো মাটি
লিখেছেন লিখেছেন কাঁচের বালি ০৪ নভেম্বর, ২০১৩, ০৯:১৫:৪৯ সকাল
ছোট্ট এক টুকরো মাটি
ছোট্ট একটি দেশ
চারপাশ থেকে ঘিরে রেখেছে
হায়েনার দল
কামনার লোলুপ দৃষ্টিতে
বারবার ক্ষত বিক্ষত করে চলেছে
বারবার লাঞ্ছিত করে চলেছে
ওদের কে থামাও
কেউ কি আছো ?
দিওনা ওদের হাতে তুলে
আমার প্রিয় মাটিকে
ওরা খাবলে খেতে চায়
আমার প্রিয় জন্মভুমিকে
ওরা অপবিত্র করতে চায়
আমার মাতৃভূমিকে
না এ হতে দেওয়া যাবে না
আর লালসার শিকার হতে দেবনা
আমার প্রিয় মাটিক.।
কেউ কি আছো
অন্ধ করে দাও
ওদের লোলুপ দৃষ্টিকে
কেউ কি আছো বলে দাও
ঐ সব হায়েনাদের
আমার মাটির দিকে
হাত বাড়ালে
সেই হাত কেটে ফেলা হবে ।
আর নয় সহ্য করা
এবার হবে প্রতিরোধ
প্রতিবাদ , অন্যায়ের বিরুদ্ধে
জুলুমের বিরুদ্ধে ।
প্রস্তুত হউ নওজোয়ানেরা
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন