আমি ধর্য্য ধরি যত্ন করি মনকে, সত্য উপস্তাপন করে দিতে চাই মিথ্যাকে রুখে।
লিখেছেন লিখেছেন কথার_খই ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ১২:২২:১৭ রাত
চার দিখে শত্রু আমার
সত্য কথা বলি তাই,
শত্রুরা কথায় কথায় কৌশলে
আমাকে উত্তিজিত করতে চায়।
আমি ধর্য ধরি
যত্ন করি মনকে,
সত্য উপস্তাপন করে
দিতে চাই মিথ্যাকে রুখে।
সত্য দেখে যাদের মন
করে ভয়ে দুরু দুরু,
তাদেরকে সত্য দেখিয়ে
আমার দিন করতে চাই শুরু।
সত্য গুলো মিত্যা ভেবে
দেখি কারো কারো মাথা ব্যথা,
আবার দেখি কেউ কেউ
শুনতেই চাইনা কোন কথা।
আমি তাদের বলি, না শুনলে
না পড়লে কেমনে জানবে সত্য?
না জেনে না শুনে কত করবে
আনমনে আর অন্ধ নিত্য?
সত্য পথে যদি না হয়
জীবনের কর্ম, রোজগার,
বইতে হবে রোজ হাশরে
বাম হাতে গুনার পাহাড়।
সত্যের পথে বাঁধা নয়
দিতে হবে উৎসাহ,
নয়তো আগামী প্রজম্মের
মনে হবে, সত্য হারানোর বিরহ।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
আজকের এই লেখা টি আমার দেশ এবং মাহামুদুর রহমানকে উৎসর্গ করা হল ।
বিষয়: বিবিধ
২০২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন