ওরাই কি "টোকাই"???
লিখেছেন লিখেছেন নতুন মস ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ১২:২৫:৩০ রাত
আইল্যান্ডের উপরে
পড়ে রয়....
'ওরা'
খোলা নীলাকাশের নিচে,
ঘুমন্ত উড়াঝুড়া শিশুটিরা
ঘুমিয়ে গুটিশুটি পড়ে রয়।
দুধারে অবিরাম ছুটে চলে
রোবট যানবাহন,
সেথায় থাকে কিছু যন্ত্রমানব,
কেউ রয় তাকিয়ে...
কেউ হাসে ফিক্ করে...
কেউ ভাবে কি হবে এত টাকা গাড়ি বাড়ি
সব ত হতাশা...
পৃথিবী বুকে ওরায় সুখে আছে!!!
দেখা যাক
কি সুখানুভূতি?
কিছু দূরে দাড়িয়ে
গম্ভীর মাজার প্রঙ্গনে
কত শত মানুষ আজও যায় হারিয়ে....
কত অভাগী ভাবছে
দুঃখ ঘুচবে এবার..
তাই ত টাকা আর মোহ ঢেলে দেয়
রোজ রোজ...
তবু ঘুচে না দারিদ্র
দুঃখ কষ্ট
আইল্যান্ডের উপর পরে থাকা শিশুরা
পড়ে থাকে আজও অমনি
আগের মতন।
একটু দুরে এসে
মেঘলা আকাশের নিচে
হলের দেয়ালে লেখা
"একটু আশা
একটু ভালবাসা"
আইল্যান্ডের উপর ঘুমন্ত শিশুরা
ঘোলা ঘোলা
ঘুম ঘুম চোখ একে...
সেখানে নেই আশা,
কে দেবে অভাগাদের ভরসা।
ভালবাসা সেটা কি?
পরিত্যাক্ত খাবার নাকি নীলাকাশের নীচে অসহায় পড়ে থাকা।
কত শত শিশুরা...
আইল্যান্ডের উপর
এখন ঘুমও
কখন কখনও ঘোরে দোদুল্যমান মায়াবী রাজ্যে হারিয়ে যায়...
নতুন পৃথিবীর দুঃস্বপ্ন
দেখে ওরা
হঠাত্ করে
ভয়ে কেঁপে জেগে ওঠে
নিষ্ঠুর নিরালায়।
[নতুন মস
মুলত এই লেখাটি সকালে বাসে যাওয়ার সময়ের কল্পনা চিত্র]
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন