ভালো কোন কিছু চোখে পড়েনা মন্দ মানুষের / মুনাজাত

লিখেছেন লিখেছেন কথার_খই ১১ সেপ্টেম্বর, ২০১৩, ১১:২১:৫৪ রাত



সত্যের ঘরে ঢুকতে এবার

খুলতে হবেই হবে মনের দরজা,

সত্য জানার প্রত্যয়ে এবার

মনকে বানাতে হবে রাজা।

রাজা বানিয়ে মনকে

দেখতে হবে সত্য মিথ্যার পার্থক্য,

সত্য জেনে সত্য মনতে

সত্যের পথে গড়তে হবে ঐক্য।

সত্যের পথে চলতে গেলে

সামনে বাঁধা, মিথ্যার কুটকৌশল,

সত্যের পথিকের একটাই ভরসা

''আল্লাহ'' সামনে চলে অনর্গল।

সত্য কি? সত্য কুরআন, সত্য সহী হাদীস

সত্যের পথে হোক তারুণ্যের জয় গান,

এই অধমের হৃদয় হতে

সকলের প্রতি সত্যের পথে উষ্ণ আহবান।

সত্যের পথে চলে মোরা

জয় করতে চাই আখেরাতে জান্নাত,

নিঃসন্দেহে এটাই আমাদের প্রত্যাশা

এটাই আমাদের মুনাজাত।

Click this link

বিষয়: বিবিধ

১৩১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File